রেনডম ফুলের ফটোগ্রাফি 🌼

in Incredible India6 days ago

IMG_20250306_181946.jpg

HELLO▶

Everyone

কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ আজ কিছু রেনডম ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো ৷ তাহলে চলো শুরু করা যাক ৷

সাধারনত এটি একটি ঘাস ফুল আর এই ঘাসফুলের কি নাম তা আমার জানা নেই তবে এই ঘাস ফুল গুলো আলের মাথায় বা পরে থাকা জমিতে দেখতে পাওয়া যায় ৷

তবে আমি এই ঘাস ফুল গুলো আজকে দুপুর বেলা ধান ক্ষেতের জমির পাশ থেকে সংগ্রহ করেছি ৷ ফুল গুলো দেখতে অনেক ছোট হলেও এই ফুল গুলো দেখতে অনেক টা মরিচ গাছের ফুল মত ৷

তারপর ফুলের রং টাও রয়েছে সাদা এবং গাছ গুলো মাঝারি ও সবুজ রঙের দেখতে ৷ যাই হোক আমার কাছের অন্যান্য ফুলের তুলনায় এই ফুলটিও কম সুন্দর নয় ৷

IMG_20250306_182608.jpg

আর এই ঘাস ফুল গুলো শুধুমাত্র এই সময় টাতে দেখতে পাওয়া যায় ৷ আর কিছুদিন পর যখন জমিতে চাষাবাদ শুরু হয়ে যাবে তখন আর এই ফুল গুলো দেখতে পাওয়া যাবে না ৷

IMG_20250306_182841.jpg

এই ফুলের নাম হলো সজনে ফুল আমাদের বাড়ির পাশে সজনে গাছ থেকে এই সজনে ফুল গুলো সংগ্রহ করেছি ৷ বর্তমান সময়ে সজনে গাছে ফুল ধরবে তারপর কদিন পরেই ফুল থেকে ফল ধরবে আর সেই ফল গুলো আমরা সবজী হিসেবে খেতে পারবো ৷

IMG_20250306_184545.jpg

তবে এই সজনে গাছ গুলো আমাদের এদিকে খুবই কম রয়েছে বলা যায় হাজারে ১ টা গাছ রয়েছে ৷ তারপরও বাজারে অনেক সজনে পাওয়া যায় ৷

আর সজনে সবজী একটি ভালো মানের সবজী এবং কি পুষ্টিগুন ও অনেক রয়েছে ৷ যাই হোক সজনে গাছের ফুল গুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না ৷

IMG_20250306_184851.jpg

এই ফুলের নাম হলো মাদার ফুল তবে এই ফুলের নাম আরো থাকতে পারে তা আমার জানা নেই ৷ তবে আমাদের এদিকে এই ফুল গুলো সবাই মাদারের ফুল নামে চিনে থাকে ৷

তবে এই ফুলের গাছ গুলোর সৌন্দর্যের পাশাপাশি বেশ কিছু উপকারিতা রয়েছে , যেমন. এই ফুল গাছের ছাল গুলো থেকে বেশ কিছু ঔষুধ তৈরি করা হয়ে থাকে যেটা আমাদের শরীরের জন্য বেশ উপকারিতায় আসে ৷

আর এই ফুলের গাছ টি আমাদের কালী মন্দিরের পাশে অবস্থিত রয়েছে ৷ তবে মজার বিষয় হলো এই ফুল গাছে একটিও পাতা নেই শুধু রয়েছে ফুল ৷ আর ফুল গুলো দেখতে অনেক সুন্দর আর ফুল গুলো লাল রঙের এবং কি এই ফুল গুলো দিয়ে আমরা অনেক সময় দেবদেবীর পুজা অর্চণা করে থাকি ৷

তো বন্ধুরা আজকে এই ছিল আমার বেশ কিছু ফুলের ফটোগ্রাফি ৷ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷

শুভ রাত্রি 🤍

ধন্যবাদ সবাইকে🙏🙏

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসRedmi note 13 pro +
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcsUhSBkR263BW3aGFrDJ4LY4NAcqRpChuw63auxR2oHphrAU559PgwAbnwHoQWQKzZva17V7WKMAKJvwX9UxnTbAxXty.gif

Sort:  
Loading...
 5 days ago 

প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা সৌন্দর্যকে এমনভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ। ছোট ছোট ঘাসফুল থেকে শুরু করে সজনে আর মাদার ফুল—প্রত্যেকটিই অনন্য রূপ ও বৈচিত্র্যে ভরা। বিশেষ করে সজনে ফুলের উপকারিতা সম্পর্কে জানা গেল, যা অনেকেরই অজানা ছিল। ছবিগুলো দারুণ হয়েছে, ফুলের সৌন্দর্য যেন এক নতুন মাত্রা পেয়েছে।এমন আরও সুন্দর ফটোগ্রাফি দেখতে চাই আপনার পোস্টে। শুভকামনা আপনার জন্য।

 4 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

 5 days ago 

আপনি সর্বদাই সুন্দর সুন্দর ফুলের ছবি আমাদের মাঝে তুলে ধরেন। আজকেও খুব সুন্দর সুন্দর ফুলের ছবি আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে বসন্তকাল এই চারিদিকে বিভিন্ন রংবেরঙের ফুল ফুটে দেখতে খুব ভালো লাগে। শীতকালের পরে সজিনা গাছে গাছ ভরে ফুল হয়। সুন্দর সুন্দর ফুলের ছবি ফটোগ্রাফি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 days ago 

হ্যা দিদি চেষ্টা করি ভালো ফটোগ্রাফি করার কারণ আমার ফটোগ্রাফি অনেক পছন্দের বলা যায় ৷ আর বসন্তকালে হরেক রকমের গাছে হরেক রকমের ফুল ফুটে আর এই সব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ৷

ধন্যবাদ ,, ভালো থাকবেন ৷

 4 days ago 

সত্যি কথা বলতে আপনার পোস্ট ওপেন করার পর প্রথম অবস্থায় ৫ মিনিট শুধুমাত্র আপনার পোষ্টের ফটোগ্রাফি গুলো দেখতে থাকি যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেকেই বলে থাকে রিয়েল মি মোবাইলের ছবি নাকি অনেক বেশি সুন্দর হয়ে থাকে তবে এর অন্যান্য কনফিগারগুলো তেমন একটা ভালো হয় না যার কারণে মোবাইলটা কেনা হয় না অসংখ্য ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি এবং তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য ভালো থাকবেন।

 yesterday 

সজনে ডাঁটা ও শাক খেতে আমার অনেক ভালো লাগে এবং আমরা মাঝে মধ্যেও সজনে ডাঁটা এখানে রান্না করে খেয়ে থাকি কারণ এখানে কমবেশি দেখা যায়,, এবং আপনার ধারণ করা ছবিগুলো প্রশংসা যতই করি না কেনো কম হয়ে যাবে কারণ ছবি গুলো সত্যিই অসাধারণ ও মনোমুগ্ধকর ছিল।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 82650.99
ETH 1929.90
USDT 1.00
SBD 0.80