আজকের তোলা কিছু রেনডম ফটোগ্রাফি !!
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ চলে আসলাম আজকেও আপনাদের মাঝে আমার তোলা কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি নিয়ে ৷ তাহলে , চলো শুরু করা যাক ৷
সাধারনত এই ফুলের নাম হলো ঢেঁকি ফুল বা ঢেঁকিয়া ফুল আমরা সাধারনত গ্রামের মানুষেরা এই গাছ কে ঢেঁকিয়া গাছ বলে থাকি ৷ আর এই ঢেঁকি গাছ গ্রামে শাক হিসেবে পরিচিতি রয়েছে , আমরা গ্রামেরা মানুষেরা এই ঢেঁকি গাছ কে ঢেঁকি শাক হিসেবে রান্না করে খাই ৷
আমি ছোটবেলায় অনেক খেয়েছি ঢেঁকিয়া শাক ৷ কিন্তু আগের তুলনায় বর্তমান সময়ে এই ঢেঁকি শাক এখন অনেক মানুষের মুখে আর শুনা যায় না ৷ নয়তো আগে প্রতিদিন বিকেল বেলা করে ঢেঁকি শাক তুলে নিয়ে আসতো আর রাতের বেলা রান্না করে খেতো ৷
সাধারনত এই ঢেঁকি শাক ছোট বড় জঙ্গলে পাওয়া যেত তবে বর্ষাকালের শুরু থেকে শেষ পর্যন্ত এই ঢেঁকি শাক গুলো পাওয়া যেত ৷ কিন্তু বর্তমান সময়ে এখন আর এই গাছ গুলো কে দেখতে পাওয়া যায় না ৷ আর যদিও দেখতে পাওয়া যায় তবে সেই গাছ গুলো বিষাক্ত ঢেঁকি গাছ যেগুলো মানুষের পেটে গেলে নানা ধরনের রোগ বালাই সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
তবে যেগুলো ঢেঁকি শাক খাওয়ার উপযোগী সেগুলো তে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় যেটা আমাদের শরীরের জন্য বেশ উপকারিতায় আসে ৷
দ্বিতীয় ফুল টি হলো ল্যান্টানা ফুল আর এটিও একটি জংলি ফুল তবে জংলি ফুল হলেও এই ফুল আমাদের প্রকৃতিতে থাকা অনেক ফুল কে খুব সহজে হার মানাতে পারবে ৷
এই ফুলটি রাস্তার ধারে বা পাশে বা ছোট ঝোপাঝাড়ে দেখতে পাওয়া যায় ৷ তবে সবচাইতে মজার বিষয় হলো এই ল্যান্টানা ফুলের একটি থোকায় একই সাথে বেশ কয়েকটি রঙ যুক্ত থাকে সেজন্য ফুলটি দেখতে আরো সুন্দর এবং আকর্ষণীয় লাগে ৷
পোকাটি নাম এই মূহুর্তে মনে আসছে না তবে এই পোকা গুলো ছোট হলেও দেখতে নম্র , ভদ্র এবং সুন্দর ৷ সাধারনত এই পোকা গুলো গাছে দেখতে পাওয়া যায় তবে এরা কোন গাছে বা কোন ফসলে কোন প্রকারের ক্ষতি সৃষ্টি করে না ৷
এই পোকা গুলো খুবই নরম এরা খুব সহজেই বন্ধুসুলভ এর মত ব্যবহার করে থাকে ৷ যতক্ষণ না পোকাটি না ধরতেছেন ততক্ষণে তারা সেই একই গাছে চুপ করে বসে থাকতে পছন্দ করেন ৷
সেজন্যই তো আমি খুব সহজে এই লাল রঙের পোকাটির ছবি তুলতে পেরেছি ৷ আর অন্যান্য পোকা গুলোর কাছে গেলেই পড়ে পালিয়ে যেতো ৷ কিন্তু অন্যদের তুলনায় এই পোকা গুলো খুবই শান্ত সৃষ্ট ভাবে চলাফেরা করেন ৷
তবে যতটা শুনেছি এবং জেনেছি এই পোকা গুলো গাছার মধ্যে কিছু মধু জাতীয় জিনিস বা মিষ্টি জাতীয় জিনিস থাকে সেগুলো খেয়েই এরা বেঁচে থাকতে পারে ৷
তবে এই পোকা গুলো বেশীদিন বাঁচতে পারে না খুব অল্প সময়ের জন্য আসে এবং তার পর পরই এই পোকা গুলোর মৃত্যু হয়ে যায় ৷
তো বন্ধুরা যাই হোক আমার আজকের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
আজকে আবারো বেশ কিছু রেনডম ফটোগ্রাফি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন ফটোগ্রাফি দেখলেই বেশ ভালো লাগে ইচ্ছে করে আপনি যে মোবাইলটা ব্যবহার করেন সেটা চেনার জন্য কিন্তু তার সম্পর্কে যখন বিস্তারিত জানতে চাই তখন তার কনফিগার ভালো না হওয়ার কারণে সেটা আর কেনা হয় না। লাস্ট যে ফটোগ্রাফি টা শেয়ার করেছেন সেটা সত্যিই অসাধারণ হয়েছে পোকামাকড় গাছের মধ্যে থাকা ভালো এগুলো গাছের ভালো দিকগুলো কিন্তু খেয়াল রাখে অসংখ্য ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
আপনার পোষ্টের মাধ্যমে অনেক গুলো ফটোগ্রাফি দেখে আনন্দিত,, এবং এই ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ ছিলো ,,যে ফটোগ্রাফি গুলো আপনি ধারণ করেছেন প্রত্যেকটি ফটোগ্রাফি মন কেড়ে নিয়েছে,, কারণ দেখতে খুবই সুন্দর এবং আপনি অনেক দক্ষতার সাথে ছবি গুলো ধারণ করেছেন,, আপনার ধারণ করা ছবি আমার সব সময় ভালো লাগে,, এবং আজকের ছবি গুলো অনেক সুন্দর ছিল।