Better life with steem The Diary Game |9 March, 2025
সকাল বেলা |
---|
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ চলে আসলাম আজকে আপনাদের মাঝে আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম গুলো শেয়ার করার জন্য ,, তাহলে চলো শুরু করা যাক ৷
আজ রোজ রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠলাম তারপর প্রতিদিনের মত সেই একই কাজ ফ্রেশ হয়ে চলে আসলাম দোকানে ৷ তারপর দোকানে গিয়ে চা নাস্তা করে নিলাম ৷
এরপর বাড়িতে এসে কাজের জন্য কাপর পরিবর্তন করে চলে আসলাম পেঁয়াজের ক্ষেতে ৷ আমরা খাওয়ার জন্য একটু জমিতে পেঁয়াজ চাষ করেছি সেগুলো আজকে তুলতে হবে ৷
পেঁয়াজ তুলার আগে পেঁয়াজের ফুল গুলো দেখে মনে হচ্ছে পেঁয়াজ গাছ এভাবেই রেখে দেই তাহলে অনেক সুন্দর দেখাবে ৷ কিন্তু এটা মনে মনে ভাবলেও বাস্তবে আর কোন দিন সম্ভব হবে না ৷
তাই কি আর করার আস্তে আস্তে সব পেঁয়াজ গাছ গুলো তুলে ফেললাম তারপর সব গাছ গুলো বাড়িতে নিয়ে চলে আসলাম ৷ বাড়িতে এনে মানুষের দ্বারায় গাছ গুলো কেটে পেঁয়াজ গুলো আলাদা করে নিলাম ৷ এরপর রোদের মধ্যে শুকোতে দিলাম যাতে করে পেঁয়াজ গুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে ৷
তারপর হঠাৎ করে মাইকের আওয়াজ শুনতে পেলাম তারপর রাস্তায় এসে দেখি মহিষের গাড়িতে করে বিয়ের বর কনে এবং বরযাত্রী গুলো আসতেছে সেই আগের যুগের পুরনো গান বাজিয়ে ৷
যাই হোক আমি এমন বিয়ে আগে কখনও দেখি নি তবে ছোটবেলায় বাবা মায়ের কাছ থেকে বা দাদা দিদার কাছ থেকে শুনেছে আগের যুগের মানুষেরা এভাবেই বিয়ে করতে যেতো বা বিয়ে করে নিয়ে আসতো ৷
আজকে নিজের চোখে দেখে মনটা জুরে গেলো ৷ মনে মনে ভাবলাম আমিও এভাবে বিয়ে করবো আগের সংস্কৃতিকে একটু স্বরণ করিয়ে দিবো ৷ কিন্তু দুরে বিয়ে করলে এমন ভাবে মহিষের গাড়িতে যাওয়া সম্ভব না এতে করে অনেক সময় লাগবে এবং কি মহিষ গুলোর অনেক কষ্ট হবে ৷
বিকেল বেলা |
---|
বিকেলের আগ পর্যন্ত বেশ কিছু কাজ করলাম তারপর বিকেল বেলা মরিচ ক্ষেতে গিয়ে বিষ এবং ভিটামিন দুটোই একই সাথে স্প্রে করলাম ৷ ইদানিং মরিচ গাছে অনেক পোকা দেখা যাচ্ছে তাই একটু যত্ন নেওয়ার চেষ্টা করলাম ৷
কাজ শেষ করে এসে বাড়িতে চলে আসলাম তারপর ফ্রেশ হয়ে চৌরাস্তার দিকে রওনা দিয়ে দিলাম ৷
চৌরাস্তায় এসে সোলা বুট আর বুলদিয়া এবং মুড়ি এক সাথে নিয়ে নাস্তা করলাম ৷ তারপর বাজারে গিয়ে কিছু কেনাকাটা করার বাকি ছিল সেসব কেনাকাটা করে খরচ গুলো বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম ৷
চৌরাস্তায় আড্ডা দেওয়া জন্য একটু সময় নিলাম তারপর হাঠাৎ করেই যেন শরীর টা খারাপ লাগতে শুরু করলো মনে হয় জ্বর আসবে তাই আর দেরী না করে ঔষুধের দোকানে গিয়ে জ্বরের ঔষুধ কিনে নিলাম ৷
তারপর বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে সোজা চলে আসলাম বাড়িতে ৷ বাড়িতে এসে রাতের খাবার খেয়ে পোস্ট লিখতে বসে পড়লাম ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
We support quality posts and good comments Published in any community and any tag.
Curated by : artist1111
Thanks for your support ❤🙏
আপনার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ,, এবং আপনার ধারণা করা পেঁয়াজ ফুলের ছবিটা অসাধারণ ছিলো,, তার পাশাপাশি অনেক দিন পরে গরুর গাড়ির দৃশ্য উপভোগ করতে পারলাম আপনার পোস্টের মাধ্যমে,, যেটা দেখে আমি সত্যি আনন্দিত ধন্যবাদ আপনাকে।