Better life with steem The Diary Game |4 March, 2025
সকাল বেলা |
---|
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ আমি গত সাত দিন ধরে পোস্ট করতে পারি নি তার কারণ হলো আমার ফোন টি হঠাৎ করেই বন্ধ হয়ে যায় তারপর অনেক চেষ্টা করি ফোন আর খুলছে না পরে আর উপায় খুজে না পেয়ে ফোনটি ঢাকায় পাঠিয়ে দেই মেরামত করার জন্য ৷
সফটওয়্যার আর ফ্লাশের মাধ্যমে ফোন টি চালু করে নিলেও ফোনের মধ্যে অনেক পরিবর্তন চলে এসেছে অনেক এপস সাপোর্ট করছে না সেজন্য কয়েকদিন থেকে মন খারাপ সাথে টেনশন থাকায় এক্টিভ থাকতে পারি নি ৷
যাই হোক অনেক শখের একটি ফোন এমন হয়ে যাবে ভাবতে পারি নি ৷ তবে ফোনটি একচেন্জ করবো কিন্তু এখন হাতে টাকা নেই হয়তো এই মাসের শেষে ফোন টি রংপুরে নিয়ে গিয়ে একচেন্জ করে নিয়ে আসবো ৷
যাই হোক আজকে সকাল বেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে আসলাম দোকানে চা নাস্তা করার জন্য ৷ আজকে আবার অনেক কাজ আছে সেজন্য সকালের নাস্তা টুকু খেয়ে কাজে যেতে হবে ৷
অবশেষে চলে আসলাম ধানের ক্ষেতে প্রায় দেড় মাস হয়ে যায় ধানের চারা রোপণ করেছি এখন সেই ধানের ক্ষেতের জমিতে নিড়ানি দিতে হবে ৷
জমিতে ঘাস মারা ঔষুধ দেওয়ার পরও অনেক আগাছা জন্মেছে আর এই আগাছা গুলো বেশিদিন থাকলে ধানের গাছের বারোটা বাজিয়ে দিবে ৷ সেজন্য মূলত যত দ্রুত সম্ভব ধানের সকল জমিতে নিড়ানি দেওয়া অতি উত্তম এতে করে ধান গাছ গুলো খুব দ্রুত বেড়ে উঠতে পারবে ৷ আর ধান গাছের মধ্যে খুবই রোগ বালাই সৃষ্টি হবে ৷
সকালের নাস্তা খেয়েই দুপুর পর্যন্ত মাঠে কাজ করলাম তারপর চলে আসলাম বাড়িতে ৷ বাড়িতে এসেই মা বললো নদীতে মাছ ধরতেছে সবাই তুই ও কয়টা মাছ ধরে আয় ৷ তাই তারাহুরো করে খাওয়া করে নিয়ে চলে আসলাম নদীতে ৷
নদীতে এসে দেখি সবাই মাছ ধরতেছে আমি ও নেমে পড়লাম মাছ ধরতে আমি আবার মাছ ধরতে খুবই কম পারি ৷ মাছ হাতে লাগলেও পালিয়ে চলে যায় তারপরও অভাবেই মাছ ধরতেছে অনেক গুলো মাছ ধরে ফেলি ৷
নদীর দেশী মাছ আমার কাছে সুস্বাদু লাগে আর খেতেও ভারি মজা লাগে ৷ তাই আমি নদীতে প্রায় সময় মাছ ধরতে যাই ৷
এই গুলো হচ্ছে দেশী পুঁটি মাছ যে মাছ গুলো আগে একটু বর্ণা হলেই অনেক দেখা যেত আর বর্তমান সময়ে এই মাছ গুলোই এখন সোনার হরিণ হয়ে গেছে ৷
যাই হোক মাছ বাড়িতে নিয়ে এসে আমার মাকে দিয়ে দিলাম তারপর স্নান করতে চলে আসলাম ৷ শরীর অনেক ক্লান্ত এদিকে মাঠে কাজ করে নদীতে মাছ ধরে শরীর পুরোই ক্লান্ত ৷ তাই একটু শুয়ে পড়লাম বিশ্রাম নেওয়ার জন্য ৷
সন্ধ্যা বেলা |
---|
সন্ধ্যা বেলা চলে আসলাম চৌরাস্তা বাজারে আজকে সারাদিন পানিতে থাকার কারণে শরীরে একটু জ্বর জ্বর ভাব লাগতেছে তাই ভাবলাম একটু ঘুরেও আসি আর সাথে জ্বরের কিছু ঔষুধ ও কিনে নিয়ে আসি ৷
যাই হোক ওষুধ খাওয়ার আগে কিছু ক্ষেতে হবে তাই একটা ক্রিম রোল খেয়ে নিলাম তারপর ঔষুধ খেয়ে নিলাম ৷ তারপর চৌরাস্তায় কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম বাড়িতে ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server
Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia
Thank for your support sir ❤❤
আমাদের জীবনের ঘটনাগুলো হয়তো বা হুটহাট করেই ঘটে যায় কখন কি হয় সেটা আমরা কেউ জানিনা। শখের মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কেন হয়েছে সেটা আপনি নিজেও জানেন না কিন্তু কোন রকমে মোবাইলটা মেরামত করে নিয়ে এসেছেন কিন্তু অ্যাপস সঠিকভাবে কাজ করছে না।
শখের জিনিস যদি হঠাৎ করে এমন হয়ে যায় তখন কিন্তু খুব খারাপ লাগে তখন কিছুই করার থাকে না আপনি আবারো মোবাইল পরিবর্তন করবেন জানতে পেরে ভালো লাগলো। আসলে সারাদিন মাছ ধরেছেন নিজের জমিতে কাজ করেছেন তাই আপনার অনেকটা সময় ওখানে ব্যয় হয়েছে ঠান্ডার মধ্যে থাকলে শরীরে জ্বর আসবে এটাই স্বাভাবিক অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।