Better life with steem || The Diary Game |13 February, 2025 ||
সকাল বেলা |
---|
HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ চলে আসলাম আজকে আপনাদের মাঝে আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম নিয়ে ,, তাহলে চলো শুরু করা যাক ৷
আজ রোজ বৃহস্পতিবার আমাদের বাজারের হাঁটের দিন আমাদের এখানে সপ্তাহে দুদিন করে হাঁট হয় আর হাঁটের দিনে অনেক শাক সবজী আমদানি হয় অনেক দুর দুরান্ত থেকে ছোট বড় পাইকার গুলো আসে সবজী কেনার জন্য ৷ আর বিশেষ করে এই হাঁটের দিনে শাক সবজীর চাহিদা প্রচুর পরিমাণে থাকে ৷ যার জন্য যে কোন ধরনের শাক সবজী বিক্রি করতে বেশ সুবিধা জনক হয় ৷
যাই হোক আমি আর আমার বাবা সকাল সকাল গেলাম কপি কাটতে কারণ হাঁট সকলা ১১ টার মধ্যে শুরু হয়ে যাবে আর দেরী করলে পাইকার গুলো চলে যাবে তখন সবজী বিক্রি করা একটু কষ্টকর হয়ে যাবে ৷
আমরা প্রায় ১০০ পিস এর ও বেশী কপি কাটলাম তারপর কপি গুলো ভ্যানের মধ্যে সাজিয়ে বাজারে নিয়ে চলে আসলাম ৷ আমি বাবাকে রেখে চলে আসলাম বাড়িতে ৷ বাড়িতেও মানুষ নেই মা আছে বোনের বাড়িতে আমাকে বাড়ির টুকটাক কাজ গুলো করতে হবে সেজন্য আমি চলে আসলাম ৷
বাড়িতে এসে পুরো বাড়িটা পরিষ্কার করলাম তারপর গোয়াল ঘরে গরুকে খাবারের ব্যবস্থা করে দিলাম ৷ এরপর একটু রেস্ট করে স্নান করে নিলাম ৷
দুপুরের পর একটা অনুষ্ঠান বাড়িতে যেতে হবে সেজন্য রেডি হয়ে নিলাম ৷ তারপর দুপুর ২ টা বেজে মেহমান বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ৷
মেহমান বাড়িতে যাওয়ার আগে কিছু ফল মুল কিনে নিলাম ৷ আর ফল কিনতে গিয়ে যা একটা অবস্থা আগের তুলনায় ইদানিং ফলমূলের দাম প্রচুর ভাবে বেড়েছে যেটা কিনতে গিয়ে আমি নিজেই হিমশিম খেয়ে যাচ্ছি ৷
আপেল এখন ৩৫০ টাকা কেজি আর কমলাও ৩৫০ টাকা কেজি আর শুকনো খেজুর টা ৫০০ টাকা কেজি ৷ আর এক কেজি আপেল বড় জোর ৭ থেকে ৮ পিস উঠে যেটা মেহমান বাড়িতে নিয়ে যেতেও ল্জ্জা লাগে ৷
কি আর করার তারপরও ১ কেজি করে কিনলাম সব মিলে প্রায় ১০০০ টাকার মত বিল এসেছে ৷ যাই হোক তারপর টাকা পেমেন্ট করে আবার রওনা দিয়ে দিলাম ৷
সন্ধ্যা বেলা |
---|
সন্ধ্যা বেলা মেহমান বাড়ি থেকে বাড়ি আসার পথে বাজারের মধ্যে একটা মিষ্টির দোকান দেখতে পাই ৷ তারপর বাইক থামিয়ে আমরা তিনজন মিলে তিনটা মিষ্টি খাইলাম যাই হোক মিষ্টি গুলো খেয়ে বেশ ভালোই লাগলো ৷
তারপর চা পান বিড়ি সিগারেট খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ৷ বাড়ি আসতে আসতে রাত প্রায় ৯ টা বেজে যায় ৷ তারপর ফ্রেশ হয়ে রুমে এসে সোজা পোস্ট লিখতে বসে পড়লাম ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
আপনার মা বাড়িতে না থাকার কারণে টুকিটাকি সবকিছুই আপনাকে করতে হবে এটাই স্বাভাবিক যেহেতু বাড়িতে আর কোন মহিলা মানুষ নেই আসলে বর্তমান সময়ে মেহমান বাড়িতে যেতে অনেক বেশি খারাপ লাগে কেননা ফলমূলের দাম এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে একটা প্যাকেটের মধ্যে যদি আপনি পাঁচ কেজি ফল নিয়ে কারো বাড়িতে যান তারপরেও কিছুই দেখা যায় না।
দাওয়াত খেয়ে আসার সময় আপনার আবার সবাই মিলে মিষ্টি খেয়েছেন যেটা দেখে ভালো লাগলো তবে আপনাকে অনুরোধ করবো সিগারেট খাবেন না সিগারেট খাওয়া আপনার স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি ক্ষতিকর এটা থেকে বিরত থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।