Incredible India monthly contest of February | What if you had the opportunity to become a member of the steemit team?
Hello Everyone,,,
আশা করি, সকলে অনেক বেশি ভালো আছেন। @nishadi89 আপনাকে অনেক ধন্যবাদ নতুন একটা কনটেস্টে আয়োজন করার জন্য। এবারের বিষয়বস্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে একজন স্টিমিয়ান হিসাবে। চলুন তাহলে কনটেস্টের বিষয়বস্তুর উপর আলোচনা করা যাক -
আমি আমার কয়েকজন বন্ধুকে কনটেস্টে অংশগ্রহণের আমন্ত্রণ জানাতে চাই -
@rasel72, @hafizur46n @mdsuhagmia
What if you had the opportunity to become a member of the steemit team? |
---|
আজকে বিষয়বস্তু স্টিমিট প্লাটফর্ম সম্পর্কিত তাই সকলের ভালো লাগার কথা। আমরা যারা এই প্লাটফর্মের সাথে জড়িয়ে আছি তাদের লক্ষ্যই থাকে ধাপে ধাপে নিজেকে উন্নত করা। কেউ ভালো লাগা থেকে কাজ করে, আবার কেউ নিজের মনের কথাগুলো শেয়ার করে হালকা হওয়ার জন্য কাজ করে। তবে আমার বিশ্বাস সকলের মনে স্টিমিট দলের সাথে যুক্ত হওয়ার একটা সুপ্ত স্বপ্ন অবশ্যই জাগে।
পরিক্ষায় ভালো রেজাল্ট করতে সবাই চায় তবে যারা কষ্ট করে পড়াশুনা করেন তারাই কেবল ফার্স্ট হতে পারেন। তেমনই স্টিমিট দলের সাথে কাজ করার স্বপ্ন থাকলেই হবে না বরং সেটা পূরণ করার করার জন্য সেই লক্ষ্যে কাজ করতে হবে।
তবে আমরা শুধু ফলের আশাই করি। যদি কখনও আমার স্টিমিট দলের সাথে কাজ করার সুযোগ হয় তাহলে সেটা আমার জীবনের অনেক বড় অর্জন হবে। সেদিন সর্বপ্রথম সেই মানুষগুলোকে কৃতজ্ঞতা জানাবো যারা আজ পর্যন্ত প্রতিটা ধাপ বেরোতে আমাকে সাহায্য করেছেন। নিজের অবস্থান পরিবর্তন হলে, পূর্বের অবস্থানের কথা ভুলে যাওয়ার শিক্ষা আমি পাইনি।
১). আমি স্টিমিট দলের সাথে কাজ করার সুযোগ পেলে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাই। আপনারা জানেন এই প্লাটফর্ম অনেক অসাধু ইউজার রয়েছেন যারা অনৈতিক ভাবে কাজ করার চেষ্টা করেন। আমি সেই সব অসাধু ইউজারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাই।
স্টিমিট প্লাটফর্মে একজন ব্যক্তির একটা মাত্র একাউন্ট থাকার নিয়ম প্রচলন থাকলেও অনেকেই মাল্টিপল একাউন্ট দিয়ে কাজ করেন। আমি সর্বপ্রথম তাদের চিন্হিত করতে চাই এবং তাদের অনৈতিক কার্যক্রম বন্দ করতে চাই। এই প্লাটফর্ম শুধুমাত্র তারাই কাজ করবে যারা নৈতিকতা বজায় রাখবে!
২) আমি নতুন ইউজারদের পাশে দাঁড়াতে চাই। অনেকেই নতুন অবস্থায় অনেক কিছু না জানার কারনে সঠিক ভাবে কাজ করতে পারেন না। তাই এই প্লাটফর্মে এমন একটা সিস্টেম চালু করতে চাই যেখানে নতুন ইউজারদের যেকোনো সমস্যায় সাপোর্ট করার সিস্টেম চালু থাকবে।
আমি নতুন অবস্থায় সাহায্য পেয়েছি আমাদের এডমিন ম্যামের কাছ থেকে। সহজ ভাবে বলতে গেলে তার কাছ থেকেই সব কিছু শিখেছি আর এজন্য ম্যামের কাছে আমি কৃতজ্ঞ।
তবে সবাই আমার মতো সাহায্য নাও পেতে পারেন কারো থেকে আর এজন্য আমি এই সিস্টেম চালু করতে চাই। যেখানে নতুন সদস্যদের শেখার মাধ্যম থাকবে।
৩) আমি যতদিন এই প্লাটফর্মে কাজ করেছি একটা বিষয় আমি খেয়াল করেছি, এখানে ইংরেজি ভাষাকে বেশি প্রাধান্য দেওয়া হয় কারন এটা আন্তর্জাতিক ভাষা।
আমি বলছি না যে, অন্য সকল ভাষাকে গুরুত্ব দেওয়া হয় না তবে ইংরেজি ভাষাকে বেশি গুরুত্ব দেওয়া হয় বলে আমার মনে হয়। আর একজন বাঙ্গালী হিসাবে এটা আমার কাছে বেশ দুঃখজনক।
তাই আমি স্টিমিট দলের সাথে কাজ করার সুযোগ পেলে এই প্রচলিত রীতি বদলাতে চাই এবং সকল ভাষার মানুষের পাশে দাড়াতে চাই। যেখানে প্রতিটি ভাষাকে সমান গুরুত্ব দেওয়া হবে।
আশা করি, আমার লেখাটা পড়ছেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার মতামত জানাতে ভুলবেন না!
Participant 07
আপনার চিন্তাধারা খুবই বাস্তবসম্মত এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। স্টিমিট প্লাটফর্মের উন্নতির জন্য আমি মনে করি, এই সব উদ্যোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ইউজারদের সাহায্য করা এবং অসাধু ইউজারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং ভাষার সমান অধিকার নিশ্চিত করার জন্য আপনার পদক্ষেপের প্রতি আমি পুরোপুরি সমর্থন জানাই। আপনার পোস্টটি পড় খুব ভালো লাগলো, আপনার জন্য শুভকামনা রইল দাদা।