The Performance i Conclude During 7 Days as Moderator

in Incredible India8 days ago
The Performance i Conclude During 7 Days as Moderator_20250325_201359_0000.jpg

Hello Everyone,,,

আশা করি, সকলে অনেক বেশি ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আপনাদের মাঝে বরাবরের মতো আমার সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক -

কমিউনিটিতে চলমান কনটেস্ট

আপনারা সকলেই অবগত রয়েছেন যে, আমাদের কমিউনিটিতে প্রতি সপ্তাহে কনটেস্টের আয়োজন করা হয়। তাই বরাবরের মতো এ সপ্তাহে কমিউনিটি একাউন্ট থেকে কনটেস্ট চলমান রয়েছে। এডমিন ম্যাম কে অনেক ধন্যবাদ শিক্ষামূলক বিষয়বস্তুর উপর কনটেস্টের আয়োজন করার জন্য। এবারের কনটেস্টের বিষয়বস্তু আমাদের জীবনের সাথে সরাসরি জড়িয়ে আছে। তাই আপনাদের সকলকে অংশগ্রহণ করার অনুরোধ করবো।

প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা

আপনারা হয়ত ইতিমধ্যে অবগত রয়েছেন যে, বিগত সপ্তাহে আমি আপনাদের জন্য কনটেস্টের আয়োজন করেছিলাম। তাই কনটেস্টের সময়সীমা পার হওয়ার পর নিয়ম অনুযায়ী বিজয়ীদের নাম ঘোষণা করতে হয়। তাই আমিও অংশগ্রহনকারীদের মধ্যে থেকে তিনজনকে বাছাই করেছিলাম। আমি পোস্ট লিংক শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন।

IMG_20250323_222225.jpg

সেই সাথে বিজয়ীদের পুরস্কৃত করেছিলাম। পুরস্কারের পরিমাণ সামান্য হলেও এটা তাদের উৎসাহিত করতে সাহায্য করবে বলে আমার বিশ্বাস।

বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন

IMG_20250325_174757.jpg

আপনারা যারা আমাদের কমিউনিটির নিয়মিত সদস্য তারা জেনে থাকবেন যে বর্তমানে আমি আর সম্পা দিদি, দু'জনই পোস্ট ভেরিফিকেশন করছি। তবে যেহেতু পোস্ট সংখ্যা কম থাকে এজন্য খুব একটা সমস্যা হয় না।

তবে আমরা সব সময় সদস্যদের পরামর্শ দেওয়ার চেষ্টা করি যেটা অবশ্যই তাদের ভালোর জন্য। পোস্টের লেখার মান উন্নত করার অনেক কৌশল রয়েছে তার মধ্যে বানান নির্ভুল ও দাড়ি, কমার সঠিক ব্যবহার অন্যতম। দাড়ি, কমার ব্যবহার সঠিক না হলে লেখা অনেক এলোমেলো মনে হয়। বিগত সপ্তাহে একজন সদস্যকে এই বিষয়ে পরামর্শ দিয়েছিলাম।

DatePost Count
18-03-202507
19-03-202509
20-03-202505
21-03-202510
22-03-202509
23-03-202508
24-03-202512

মডারেটরদের প্রধান দায়িত্ব থাকে সদস্যদের পোস্ট ভেরিফাই করা এবং পোস্টের ভিতর ত্রুটি থাকলে সেটা অবগত করা । বিগত সপ্তাহে আমি উপরোক্ত সংখ্যক পোস্ট ভেরিফাই করেছিলাম।

সদস্য হিসাবে আমার কার্যক্রম

বিগত সপ্তাহে আমি পোস্ট ভেরিফিকেশনের পাশাপাশি নিজেও পোস্ট পাবলিশ করেছি। তবে বিগত দিন পোস্ট গ্যাপ পড়ায় পোস্ট সংখ্যা কম হয়ে গিয়েছে। বিগত দিন রাতে পোস্ট লিখতে লিখতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আজ রিপোর্ট পাবলিশ করতে হবে এজন্য সেই পোস্টটি পাবলিশ করা হয় নি। তবে বিগত দিনের গ্যাপ পরবর্তীতে পূরন করে দেবো।

TitleThumbnail
The Performance i Conclude During 7 Days as Moderator
GLhDmHx9sqyzQFnr4Sph7ao5rmeSStAmTty32LPYX9g6sPEL4Bo7wK1a8MWFZkLCvF5aUY751R8DXuf66k94poHtE77ggyn4wVgUP4j4Nw...9yFbJwiX5bVNsgaptao9i53VbZNrjcBVKFEtj4XVF8KkX766btXhdD6eR3HcVNSMcg6fczY1uMDvhxamay9sScpYK2LNM46wJgchrvqxNLhDfa48pzJptHDJE.jpeg
The Diary game- 20th March 2025
JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xxdBxMitdjEc5BJebJZx4Edz6sopmtgzapoCp12FGVR3xX4pcJ5uS84QxxNZjt9CVW9BJtuYqD9KFufMmjBERbGUNeWxe.jpeg
আইপিএল ২০২৫ ( IPL 2025)
2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQsoMTq1341fLoUVQSMatZnRfH3AKhy5k9xGuUaFadYof1saPTpVH1qhsP1HuLUWyVAdnEzyE4tcnsDn2z9U.png
The Diary game - 22th March 2025
32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErGj3mk7v6uMC8PeUUvn8H3FBsBxUpjnrAGtFP1nNP2tBPWp8cXdXzqgpDGMw63ydb8hXEThFrKV3KmimRwb7fjGFd4oph1FxZDx.jpeg
Winners announcement of March1 by @tanay123 -Family
3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVVWsw7K1Lh1EUnrkAJ2UNECmH5GSNQARmvbY1tpBigxcdbmNHeTwD7q1NWTMwsMDUtpuZeUPDuTQ9zaRkzSebmC56LnVhd1YqVCx3hgq94GScSAYx (1).jpeg
সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস

IMG_20250325_174828.jpg

আগে থেকে ঘোষিত সময় অনুযায়ী বিগত দিন বাংলাদেশ সময় রাত ১০ টায় কমিউনিটিতে টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হয়েছিলো। বিগত টিউটোরিয়াল ক্লাসে অনেকজনই যুক্ত হয়েছিলেন। টিউটোরিয়াল ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কমিউনিটির সদস্যরা আগে যেভাবে নিজের এনগেজমেন্ট বৃদ্ধি করতো এখন সেভাবে করেন না। তাই, সম্পা দিদি সকলের উদ্দেশ্যে বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন। আশা করি, সকলে পরামর্শ অনুযায়ী কাজ করবেন। আমার নিজের পারফরম্যান্সও তুলনামূলক অনেক বাজে তাই আমিও চেষ্টা করবো এনগেজমেন্ট বৃদ্ধি করার।

উপসংহার:- আশা করি, সকলে আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়েছেন। আশা করবো, সকলে নিজের এনগেজমেন্ট বৃদ্ধি করবেন। সকলের

Sort:  
Loading...
 7 days ago 

মডারেটর হিসেবে দায়িত্ব পালন করা কতটা কঠিন সেটা আমি একটু হলেও অনুধাবন করতে পারি সেই সাথে আপনি আপনার একটা সপ্তাহের কার্যক্রম শেয়ার করেছেন। যেখানে আপনি আপনার কার্যক্রম কনটেস্ট সবকিছুই আমাদের সাথে শেয়ার করেছেন। টিউটোরিয়াল ক্লাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা সবাই খুব মনোযোগ সহকারে অংশগ্রহণ করার চেষ্টা করি তবে অনেকেই সেই কথাগুলো মেনে চলেনা এটা হচ্ছে সবচেয়ে খারাপ লাগার একটা বিষয় ধন্যবাদ ভালো থাকবেন।

 yesterday 

একজন দায়িত্ববান মডারেটর হিসেবে আপনার একটি সপ্তাহের কার্যক্রম আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ। একজন মডারেটর হিসাবে আপনাদের অনেক পরিশ্রম করতে হয় যেটা আমরা সবাই দেখি। তার পাশাপাশি নিজের ব্যক্তিগত কাজ তো থেকেই থাকে তবুও আপনারা আপনাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করেন এটা সত্যি ভালো লাগার বিষয়। শুভকামনা রইল ভালো এবং সুস্থ থাকবেন এবং আমাদের পাশে সব সময় এভাবে থেকে যাবেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.032
BTC 86635.00
ETH 1892.21
USDT 1.00
SBD 0.72