নাম না জানা কিছু ফুলের ফটোগ্রাফি, পর্ব- ১ ।
হ্যালো সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। ফুল তো আমাদের সবাই অনেক প্রিয়। প্রকৃতির নিজের হাতে তৈরি এসব ফুল দেখলে আমাদের সবারই মন অনেক বেশি ভালো হয়ে যায়। আমার প্রিয় জিনিসগুলোর মধ্য ফুল অন্যতম। ফুল দেখলে ভালো লাগবে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আমি আজকের আপনাদের সাথে কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজীর হয়েছি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি আমার কলেজ ক্যাম্পাসে হাঁটছিলাম, সেখানে অনেক জাতের ফুলের বাগান আছে, সেগুলো দেখলেই আমার ভালো লাগে। তাই সেগুলোর ফটোগ্রাফি করে নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে। চলুন তাহলে দেখা যাক--
Photography- Tanay Ray(Me)
Device- Poco X4 Pro
Location- Khulna Bangladesh
Time- 4.30 PM
Date-14-10-2023
My Id- @tanay123
এই ফুলগুলোর সঠিক নাম আমার জানা নেই এজন্য বর্ণনা করতে পারিনি, তার জন্য Sorry। আপনাদের যদি জানা থাকে তাহলে আমাকে জানাবেন। ফুল হচ্ছে ভালবাসার প্রতীক। আমার ফটোগ্রাফিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করবেন যেন আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর বিষয় উপস্থাপন করতে পারি। ধন্যবাদ।।
@tanay123,
বন্ধু, আমাদের কমিউনিটিতে আপনাকে স্বাগতম। তবে প্রতিটি কমিউনিটির ক্ষেত্রে কিছু নিয়মাবলী অনুসরণ করা বাধ্যতামূলক যেটা স্টিমিট প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত।
তাছাড়া আমি দেখলাম আপনার achievement1 ও verified নেই।আমাদের কমিউনিটিতে পোস্ট করার জন্য অবশ্যই আপনাকে achievement1 verified হতে হবে। অন্যথায় আমাদের ডিসকর্ডে যোগাযোগ করুন।
আমরা আমাদের সাধ্যমতো আপনাকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করবো। Join here
ঠিক আছে। ধন্যবাদ আপনাকে।
আন্তরিকভাবে দুঃখিত ভাই এই ফুল গুলোর নাম আমিও জানিনা। তবে শীতকালে এই ফুলগুলো অনেক বেশি দেখা যায়। ডেকোরেশনের জন্য এই
ফুলগুলো খুবই চমৎকার। কারণ আমি দেখেছি এই
ফুলগুলোতে পানি খুব একটা লাগেনা।
ক্যান্টনমেন্টে আমি যখন যাই তখন এই ফুলগুলোর
বিভিন্ন বাহারি রং দেখতে পাই। আপনি খুব সুন্দর
ভাবে ফুলের ফটোগ্রাফি করেছেন। আমি অপেক্ষায়
থাকলাম যে দেখে কেউ নাম জানে কিনা। তাহলে
আমিও জানতে পারবো।
আমিও আপনার মত ফুল গুলো নাম জানি না কিন্তু ফুল গুলো দেখে মনটা ভালো হয়ে গেল। অসাধারণ কিছু ফুল আমাদের সাথে আপনি শেয়ার করে দেখার সুযোগ করে দিয়েছেন।আর আপনি অনেক ভালো ফটো তুলেন আমাদের সাথে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আপনার মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ।
আপনি আজকের আমাদের সাথে কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজীর হয়েছেন। আমাদের অনেক বেশি ভালো লেগেছে। ফুল গাছে দেখলে আমার মাথা কাজ করে না সাথে সাথে ফটোগ্রাফি করতে ভুলি না। ফুল হচ্ছে ভালবাসার প্রতীক। আপনার ফুলের ফটোগ্রাফি ও সুন্দর হয়েছে। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।
আপনার আজকের এই নাম অজানা ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। এবং সত্য কথা বলতে আপনার এই নাম অজানা ফুলের মধ্যে একটি ফুলের নামও আমি জানিনা এবং আমি এর ভেতরে দুইটি ফুল চিনি এবং বাকি দুইটি ফুলের সাথে আমি পরিচিত না আপনার পোস্টের মাধ্যমে এই ফুল দুটি দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।
পৃথিবীতে হাজারো ফুল রয়েছে আমরা হয়তো কিছু সংখ্যক ফুল চিনি আর এর নাম জানি তাছাড়া বাকি অনেক ভুল রয়েছে সেগুলোর নাম আমরা জানি না।।
আজকে আপনি তেমনি অচেনা কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখতে সুন্দর হয়েছে।। ধন্যবাদ জানাই এত সুন্দর ফুলের ফটোগ্রাফি করার জন্য।।
ভাই আপনাকে আমাদের কমিউনিটিতে সু-স্বাগতম। আপনি যে ফুলের ছবিগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন ফুলগুলো সম্ভবত মোরগ ফুল। যদিওবা আমি একদম শিউর হয়ে বলতে পারছি না। তবে আমি এমন ফুল দেখেছি।
প্রিয়ভাই, আশারাখবো আপনি আমাদের সাথে নিয়মিত থাকবেন এবং আমাদের মাঝে নিয়মিত এমন সব ফটোগ্রাফি নিয়ে হাজির হবেন। ভালো থাকবেন। শুভকামনা রইলো আপনার প্রতি।
অসম্ভব সুন্দর হয়েছে আপনার তোলা ফুলের ছবিগুলো। শীতের সময় চারিদিকে ফুলে ফুলে সুসজ্জিত হয়ে ওঠে।বিভিন্ন অফিস,আদালত, বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়।আপনার তোলা ফুল গুলোর নাম আমিও জানি না।কিন্তু শেষের ফুল দুটি আমি ছোটবেলায় দেখেছি অনেক।এখন দেখা যায় না।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ।
ফুলগুলোর ফটোগ্রাফি আওনি অনেক ভালো করেছেন। এখানে পিটুনিয়া ফুল টা আমার পরিচিত। পিটুনিয়া সারা বছর ই কম বেশি ফুটে থাকে। এবং এর বেশ কিছু কালার ভ্যারিয়েন্ট রয়েছে। একজন নতুন ইউজার হিসেবে আপনার উদ্দেশ্যে বলবো, আপনার পোস্ট ভালো তবে ওয়ার্ড সংখ্যার দিকে নজর দেয়া উচিৎ। আপনি সময় করে এই কমিউনিটির নিয়ম গুলো একটু পড়ে নিবেন। পিনড পোস্টে দেখলেই পাবেন, আমাদেএ এডমিন ম্যামের পোস্ট আছে৷
নিচের ফুলগুলোর নাম সন্ধ্যা মালতি। আর ওপরের তিনটা ফুলের নাম ভুলে গেছি।ওপরের ফুলগুলো মূলত শীতকালীন ফুল আর সন্ধ্যা মালতি কম বেশি সারস বছরই ফুটে।আপনার ফুলের ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভালো থাকবেন সবসময়