The Performance i Conclude During 7 Days as Moderator
Hello Everyone,,,
আশা করি, সকলে অনেক ভালো আছেন। কাল আমাদের গ্রামে নাম যজ্ঞ আর আজ অধিবাস। তাই সেখানে কিছু কাজ করতে হচ্ছে। যাই হোক, আজ মঙ্গলবার তাই আপনাদের মাঝে বরাবরের মতো আমার সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করতে চলেছি-
কমিউনিটিতে চলমান কনটেস্ট |
---|
প্রতি সপ্তাহে আমাদের কমিউনিটিতে সকলের উদ্দেশ্যে কনটেস্টের আয়োজন করা হয়েছে। তবে এবার এডমিন ম্যামের পাশাপাশি কো - এডমিন সম্পা দিদিও কনটেস্টের আয়োজন করেছেন।
দুটো কনটেস্টের বিষয়বস্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা যদি কোনো কারনে চাপে থাকি তাহলে সেটা আমাদের মানসিক অবসাদের মধ্যে থাকি।
শীতের বিদায় হয়েছে আর বর্তমানে গরম যেন সবার সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে। গরমের সবাই সকলে কম বেশি অসুস্থ হয়ে পড়ে। গরমের সময় শরীর সুস্থ রাখার জন্য ডাক্তাররা নানা পরামর্শ দিয়ে থাকেন। কিভাবে আপনি গরমের দিনেও নিজে ও পরিবারকে সুস্থ রাখতে পারেন সেই বিষয় নিয়েই কনটেস্টের আয়োজন করা হয়েছে। আশা করি, সকলে উভয় কনটেস্টে অংশগ্রহণ করবেন।
বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন |
---|
মডারেটর হিসাবে আমার প্রধান দায়িত্ব সদস্যদের পোস্ট ভেরিফিকেশন করা। বর্তমানে সম্পা দিদি আর আমি, দু'জনই মূলত পোস্ট ভেরিফিকেশন করছি। তবে আমার তুলনায় অনেকাংশ বেশি সময় যাবত পোস্ট ভেরিফিকেশন করেন সম্পা দিদি।
Date | Post Count |
---|---|
25-03-2025 | 10 |
26-03-2025 | 08 |
27-03-2025 | 06 |
28-03-2025 | 07 |
29-03-2025 | 07 |
30-03-2025 | 05 |
31-03-2025 | 05 |
বিগত সপ্তাহে আমি সাধারণত রাতে পোস্ট ভেরিফিকেশন করেছিলাম। আমি চেষ্টা করেছি নির্ভুলভাবে নিজের দায়িত্ব পালন করার। এখন পুরাতন অনেক ইউজার পূর্বের ন্যায় সক্রিয় নেই, অনেকে পুরোপুরি লেখা বন্ধ করে দিয়েছে। তাই একটা সময়ে কমিউনিটিতে যেমন সংখ্যক পোস্ট হতো এখন সেই তুলনায় অনেকটাই কম হয়।
বিগত সপ্তাহে টিউটোরিয়াল ক্লাসে সকলের পোস্ট ও এনগেজমেন্ট বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছিলো তবে সেটার গুরুত্ব এবারের এনগেজমেন্ট রিপোর্টেও খুব একটা চোখে পড়ে নি।
সদস্য হিসাবে আমার দায়িত্ব |
---|
একজন সদস্য হিসাবে আমাদের প্রত্যেকের উচিত নিয়মিত লেখা শেয়ার করা এবং অন্যের লেখা পড়ে মতামত জানানো। যদিও ইউজারদের মধ্যে কাজের প্রতি অনীহা দেখা যাচ্ছে, এমন কি আমার মধ্যেও এমনটা হয় মাঝে মাঝে। যাই হোক, বিগত সপ্তাহে আমি নিয়মিত লেখা শেয়ার করার চেষ্টা করেছি।
Title | Thumbnail |
---|---|
The Performance i Conclude During 7 Days as Moderator | ![]() |
The Diary game-23th March 2025 | ![]() |
কাগজের নকশা - ৪ | ![]() |
The Diary game - 28th March 2025 | ![]() |
কাগজের নকশা - ৫ | ![]() |
The Diary game - 29th March 2025 | ![]() |
উপসংহার :- আশা করি, সকলে আমার লেখা মনোযোগ দিয়ে পড়েছেন। সব শেষে সকলকে একটাই কথা বলবো, সকলে পূর্বের ন্যায় সক্রিয় হওয়ার চেষ্টা করবেন। সকলের জন্য অনেক শুভকামনা রইল।
কমিউনিটির মধ্যে মোটামুটি প্রতি সপ্তাহে কনটেস্ট এর আয়োজন করা হয়ে থাকে যেখানে অনেকেই অংশগ্রহণ করে আমিও করেছিলাম তবে গত সপ্তাহে নিজের বেশ কিছু ব্যস্ততার কারণে আর অংশগ্রহণ করা হয়নি অসংখ্য ধন্যবাদ একজন মডারেটর হিসেবে যে দায়িত্ব গুলো পালন করছেন সেগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।