The Performance i Conclude During 7 Days as Moderator
Hello Everyone,,,
আশা করি, সকলে ভালো আছেন। আমিও বেশ ভালো আছি সেটা শরীর ও মনের দিক থেকেই। মনের কথা বললাম তার কারন আপনাদের সাথে বিগত একটা পোস্টে বলেছিলাম যে আমি মানসিকভাবে খুব একটা ভালো নেই। তবে এখন সব কিছু সামলে নেওয়ার চেষ্টা করছি আর এই চেষ্টাগুলো হয়ত সারাজীবন করতে হয় আমাদের প্রত্যেকের।
আজ মঙ্গলবার। এই দিনটা আমার কাছে অনেক বিশেষ একটা দিন কারন এদিন আপনাদের মাঝে আমার সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করতে হয়। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক -
Account Name | Role |
---|---|
@sduttaskitchen | Admin & Founder |
@sampabiswas | Co- Admin |
@nishadi89 | Moderator |
@isha.ish | Moderator |
@tanay123 | Moderator |
মডারেটর হিসাবে আমার কার্যক্রম |
---|
![]() |
---|
![]() |
---|
মডারেটর হিসাবে আমি আমার দায়িত্ব কতটুকু পালন করতে পারি জানি না, তবে মন থেকেই চেষ্টা করি সব কিছু ঠিক ঠাক ভাবে করার। আমি খুব বেশি অভিজ্ঞ নই তবে যতটুকু জানি সেটুকুর মাধ্যমে অন্যদেরও সাহায্য করার চেষ্টা করি। আমার কাজ আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে সেটা ধরিয়ে দিবেন তাহলে শুধরে নেওয়ার চেষ্টা করবো।
সকল সদস্যকেই নিয়মিত পাওয়ার আপ করার পরামর্শ দেওয়া হয় প্রথম থেকেই। সপ্তাহে অন্তত একদিন সকলকে পাওয়ার আপ করতে বলা হয়। তবে অনেকেই হয়ত সেটা গুরুত্ব দেয় না বা ইচ্ছে করেই করে না বারবার বলার পরও।
তাই বিগত সপ্তাহে একজন সদস্যকে আমি পাওয়ার আপ করতে পরামর্শ দিয়েছিলাম কারন তার লাস্ট পাওয়ার আপ অনেক আগেই করেছিলো।
পোস্টের ভিতর বানান ভুল খুব সাধারণ একটা বিষয় হয়ে গিয়েছে হয়ত সেটা আমাদের গুরুত্বহীনতার কারনেই হয়ে থাকে। ডায়রি গেম লেখার ক্ষেত্রে অনেক সময় আমাদের তারিখ লিখতে ভুল হয়ে যায়। বিগত সপ্তাহে একজন সদস্যকেও তার ভুল ধরিয়ে দিয়েছিলাম এবং উনি সেটা পরবর্তীতে সংশোধন করে নিয়েছিলো।
কমিউনিটি আমাদের সকলের কাছে একটা পরিবারের মতো। তাই পরিবারের ভীত শক্ত করা আমাদের সকলের কর্তব্য। তাই সদস্য হিসাবে কমিউনিটি একাউন্টে বেনিফিশিয়ারি দেওয়া আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। বিগত সপ্তাহে আমাদের একজন সদস্যকে আমি বেনিফিশিয়ারি দেওয়ার অনুরোধ করি। সকলের মাথায় রাখতে হবে যে, কমিউনিটি একাউন্ট শক্তিশালী হলে সেটা আমাদের জন্যেই ভালো।
বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন |
---|
Date | Post Count |
---|---|
28-01-2025 | 6 |
29-01-2025 | 5 |
30-01-2025 | 10 |
31-01-2025 | 10 |
01-02-2025 | 7 |
02-02-2025 | 5 |
03-02-2025 | 9 |
বিগত সপ্তাহে আমি প্রতিদিন নিজের সাধ্যমতো পোস্ট ভেরিফিকেশন ও দায়িত্বগুলো পালন করার চেষ্টা করেছি এবং উপরোক্ত সংখ্যক পোস্ট ভেরিফাই করেছিন।
সদস্য হিসাবে আমার কার্যক্রম |
---|
কমিউনিটির সদস্য হিসাবে আমি নিয়মিত লেখা শেয়ার করা এবং সেই সাথে নিজের এনগেজমেন্ট বৃদ্ধির চেষ্টা করেছি। বিগত সপ্তাহে আমি উপরোক্ত পোস্টগুলো শেয়ার করেছি আপনাদের মাঝে।
উপসংহার:- আশা করি, সকলে মনোযোগ দিয়ে আমার রিপোর্ট পড়েছেন। সকলে পাশে থাকবেন, আশা করি, সামনের দিনগুলো আরও সুন্দর কাটবে। ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনার একটি সপ্তাহের কার্যক্রম আমাদের মাঝে সুন্দর করে তুলে ধরার জন্য। মডারেটর হিসেবে আপনি আপনার দায়িত্ব সঠিক ভাবে পালন করেন এটা আমরা কম বেশি সবাই জানি। আসলে অভিজ্ঞতা সবাই জন্ম থেকে নিয়ে আসে না অভিজ্ঞতা আসে নিজের মন থেকে। নিজের দায়িত্ব থেকে নিজে কতটা দায়িত্ব পালন করতে পারবে বা মেনে চলবে সেখান থেকে মানুষের অভিজ্ঞতা আসে।
যাইহোক সপ্তাহে এক বার পাওয়ার অফ আমাদের প্রত্যেকটি ইউজারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই কমিউনিটি শুরু থেকে দেখে এসেছি সবাইকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। এবং তার পাশাপাশি কম বেশি আপনারা সবাইকে ডেকে বলে থাকেন এটা আমরা দেখেছি।
ভালো লাগলো আপনার একটি সপ্তাহের কার্যক্রম গুলো দেখে শুভকামনা রইল আপনার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।
সত্যি কথা বলতে প্রথম পর্যায়ে আপনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন আমার মনে হয় বিষয়গুলো কমিউনিটির প্রত্যেকটা সদস্যর জানান তার পরেও তারা এমনটা করে থাকেন যতটুকু পাওয়ার অফ করার তার চাইতে কম করে এবং ট্রান্সফার করে বেশি এ কারণেই হয়তো বা সমস্যা সৃষ্টি হয়ে থাকে।
প্রতিটা বিষয়ের উপর আমরা যদি সঠিকভাবে লক্ষ্য রেখে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা এখানে টিকে থাকতে পারবো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Congratulations! This post has been voted through steemcurator09 We support quality posts, good comments anywhere and any tags.
Thank you so much for your support. 🙏
আপনার রিপোর্ট খুবই গঠনমূলক ও তথ্যবহুল হয়েছে। একজন মডারেটর হিসেবে আপনি যথেষ্ট দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন যা সত্যিই প্রশংসনীয়। কমিউনিটির শক্তি বাড়াতে এবং সদস্যদের সঠিক দিকনির্দেশনা দিতে আপনার প্রচেষ্টা দারুন ভাবে প্রতিফলিত হয়েছে। পাওয়ার অ্যাপ বানান সংশোধন বেনিফিশিয়ারি সেট করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি আপনার নজর রয়েছে যা কমিউনিটি উন্নয়নে সহায়ক হবে। আশা করি আপনার এ ধরনের প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।