Incredible India monthly contest November#1|Why nature conservation is Influential for us|

in Incredible India2 years ago (edited)

IMG_20221110_230500.jpg

প্রিয়,
বন্ধুরা,

আজ আমাদের @Incredibleindia কমিউনিটি থেকে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়েছে, এবং এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি।

এখানে প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই @sduttaskitchen ম্যাম ও @nainaztengra ম্যামকে এত সুন্দর একটা প্রতিযোগিতা আয়োজন করার জন্য। এরসাথে প্রতিযোগিতার প্রাইজমানি নিজেদের তরফ থেকে দেওয়ার জন্য।

এরসাথে @nainaztengra ম্যামকে ধন্যবাদ জানাতে চাই প্রতিযোগিতার বিষয়টি এত সুন্দর বেছে নেওয়ার জন্য। সেটি হল মাদার নেচার।

আমাদের পরিবেশে মাদার নেচার কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি। কিন্তু অনেক কারনে এই মাদার নেচার দূষিত হয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে বিভিন্ন কারনে আমার মাদার নেচারের অপব্যবহার করে থাকি।

আমাদের নিজেদের প্রয়োজনে আমারা প্রতিনিয়ত গাছ কাটছি। কিন্তু গাছ আমাদের মায়ের মতোই আগলে রাখে।গাছ কেটে কেউ বাড়ি বানাচ্ছে, কেউ বা দোকান, কিছু কিছু জায়গায় বড়ো বড়ো কলকারখানা হচ্ছে। আর সেই কলকারখানা থেকেই বিশুদ্ধ গ্যাস আমাদের শরীরের এবং পরিবেশ দূষণ করে। কিন্তু আমারা এটাই ভুলে যাই যে গাছ আমাদের বেচে থাকার জন্য অক্সিজেন দেয়। আবার গাছ আমাদের পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে আমাদের পরিবেশকে রক্ষা করে।

-:আমার দৃষ্টিভঙ্গিতে প্রকৃতি রক্ষা করার উপায়:-

আমরা কি কি ভাবে প্রকৃতিকে দূষণমুক্ত করতে পারি আসুন আপনাদের সাথে আলোচনা করি-

IMG_20221110_225440.jpg

  • প্রথমত

জলের অপচয় বন্ধ করতে হবে:-

পানিও জল অপব্যবহার বন্ধ করতে হবে। রাস্তা দিয়ে যখন চলা ফেরার সময় কিছু কিছু ক্ষেত্রে জলের কলটার মুখ খোলা থাকে এবং অনবরত জল পরতে থাকে।

এমন অনেক জায়গায় আছে যেখানে একটু জলের জন্য মানুষ মাইলের ওপর মাইল হেটে তার পর জল নিয়ে আসে। কিন্তু আমাদের তা হয় না হাত বাড়ালেই পেয়ে যাই, তাই জলের অভাব তা আমারা জানি না।

এভাবে জল অপচয় না করে কিভাবে সেটা বন্ধ করা যায় তার দিকে লক্ষ্য রাখতে হবে।

Polish_20221110_230110287.jpg

  • দ্বিতীয়ত

রাসায়নিক সার ও কীটনাশককীটনাশকের ব্যবহার বন্ধ করতে হবে:-

আমাদের রোজগার জীবনের যা যা সবজি আমার খাই সব কিছুতেই রাসায়নিক সরা ও কীটনাশক ব্যবহার করা হয়।যা আমাদের শরীরের জন্য প্রচুর পরিমাণে ক্ষতিকারক।

তাই এই বিষাক্ত সার ব্যবহার বন্ধ করতে হবে।

IMG_20221111_000017.jpg

  • তৃতীয়ত

প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে:-

প্লাস্টিক আমাদের শরীরের জন্য ভীষণ ভাবে ক্ষতিকারক। এবং তারপর ও আমারা সেটাই ব্যবহার করে চলেছি। আমাদের নৃত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে দাড়িয়েছে।

প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা বন্ধ হয়েছে কিছু কিছু জায়গায় কিছু তাও বাজার করতে যাওয়ার সময় অনেকে দোকানদারের কাছে দেখতে পাওয়া যায়।

যাইহোক আমাদের পরিবেশে জন্য প্লাস্টিক অত্যন্ত ক্ষতিকারক। তাই প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে।

Polish_20221110_230214008.jpg

  • চতুর্থতম

গাছ কাটা বন্ধ করতে হবে:-

আমাদের নিজেদের প্রয়োজনে কাটা বন্ধ করা হোক। আমাদের নৃত্য প্রয়োজনে গাছ লাগে। কোথাও ঘড়ের আসবাবপত্র আবার কোথাও

IMG_20221110_225701.jpg

  • পঞ্চমতম

যানবাহনের ব্যবহার বন্ধ করে:-

আমাদের পরিবেশ দূষণের হাত থেকে বাচাতে গেলে যানবাহন বন্ধ করতে হবে।

কারন বিভিন্ন ধরনের গাড়ি থেকে যে বিষাক্ত গ্যাস বার হয় তা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক।যা আমাদের শরীরের গেলে অনেক ধরনের ক্ষতি হতে পারে।

আমার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুব ভালো লাগলো এবং আমি আমার তিনজন বন্ধুকে @rayhan111,@rabibulhasan7১,@farhanএই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তারা হলেন

আশা করি আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

আপনারা সকলেই ভালো থাকবেন।
শুভ রাএি।

Sort:  
 2 years ago 
Evaluation processFeedback

Hello friends,
We are glad to see your participation in our community and the contest, we would also like to appreciate your engagement.

Criteria
Review
Scores
#verified User1
#club50501
#steemexclusive1
Engagement0.5
Plagiarism free1
Post Quality including Markdown0.5
Total words350+1
Total score6/10
  • Thank you for your participation but it could be much better and you could elaborate the subject by adding more points.
 2 years ago 

আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।

 2 years ago 

@jakaria121 আপনাকে ও অনেক ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
ভালো থাকবেন। 🙏🙂

 2 years ago 

আপনার কাছ থেকে আর ও ভালো লেখা আশা করেছিলাম। যাইহোক, শুভেচ্ছা রইল আপনার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

আঁকাটা ভালো হয়েছে।প্রতিযোগীতার জন্য অনেক শুভ কামনা রইলো। ভালো থেকো।

 2 years ago 

আপনার আঁকা প্রথম ছবিটি খুব সুন্দর হয়েছে, শুভেচ্ছা রইলো প্রতিযোগিতার জন্য।

 2 years ago 

One of the basic cause of global warming is pollution. We tend to pollute our environment through some our activities, not knowing that it has a negative impact on our well-being

 2 years ago 

Thank you for the participation and wish you all the best for the contest @swetab97

 2 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার ড্রয়িং টি👍☺️❤️

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.040
BTC 94435.75
ETH 1782.54
USDT 1.00
SBD 0.87