আমরা যুব সমাজের সকলে মিলে বৃক্ষরোপণ করলাম।
প্রিয় বন্ধুরা
আসলে গাছ লাগানো এটি একটি ভালো কাজ। আমরা যদি সকলে মিলে গাছ লাগাই তাহলে আমাদের পরিবেশ ভালো থাকবে। আমরা আমাদের জীবনকে উপভোগ করতে পারব কারণ যেখানে গাছ নেই সেখানে অক্সিজেনের প্রচুর অভাব। বর্তমানে দেখা যাচ্ছে পৃথিবীতে শুধু গাছ কেটে ফেলা হচ্ছে। যার কারণে অনেক দুচোখে দেখা দিচ্ছে। এখানে আমরা যুব সমাজ মিলে একটা সুন্দর গাছ লাগানোর কর্মসূচি পালন করেছি।
যদিও সেখানে অল্প পরিমাণে গাছ ছিল। তবুও গাছগুলো খুবই সুন্দর এবং খুবই বড় আকৃতির। সেখানে ছিল কাঠ গাছ। ফল গাছ ছিল খুবই অল্প। তবে আমরা সেখানে প্রায় ৩০ থেকে ৪০ টার মতো গাছ লাগিয়েছি। আমরা সকলেই মিলে বালুর বাঁধ থেকে বালুগুলোকে সরিয়ে সেখানে ভালো মাটি রাখি। এরপর সেই ভালো মাটি সুন্দরভাবে পরিষ্কার করে সেইখানে আমরা গাছ রোপন করেছি। গাছগুলো খুবই সুন্দর এবং খুবই উন্নত মানের।
গাছ রোপন করার মূল উদ্দেশ্যটা হচ্ছে সেখানে যেন সুন্দর ছায়াদের পরিবেশ তৈরি হয়। আমরা সেই সুন্দর পরিবেশে সকলেই বসে থাকবে এবং মুক্ত বাতাসে কিছু সময় আর করব এটাই আমাদের চাওয়া। তাদের সবচাইতে বড় চাওয়া হচ্ছে পরিবেশের ভারসাম্য ঠিক রাখা। পরিবেশটা আমাদের আমাদেরকে পরিবেশ সুন্দর করতে হবে। আমরা যদি চাই আরো সুন্দরভাবে পরিবেশটা সুন্দর করতে পারব।আর এটাই আমাদের ভালো লাগার কারণ।
গাছ লাগানো ব্যতীত আমরা অন্যান্য ভালো কাজ করে পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে পারব। গাছ লাগানো খুবই সুন্দর একটি কাজ তবে বাংলাদেশের গাছ লাগানোর এখন প্রচুর প্রয়োজন। তাই আমরা যুবসমাজ মিলে গাছ লাগানোর কর্মসূচি পালন করেছি। আশা করি আপনাদের আমাদের এই কাজটি খুবই ভালো লেগেছে।সকলের সুস্থতা কামনা করে বন্ধুরা আজকের মত এখানেই শেষ করছি ।
খোদা হাফেজ।
Device | Name |
---|---|
Android | OPPOA16 |
Camera | camera 13MP 2MP 2MP |
Location | Bangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 |
Short by | @sohag10 |
X Promotion
https://x.com/abirisl92793299/status/1817385755263807678
কথায় আছে গাছ লাগান। প্রাণ বাঁচান। একটি গাছ অনেকগুলি মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করে। গাছ লাগানো একটা খুব ভালো কাজ। খুব ভালো করেছেন সবাই মিলে বৃক্ষরোপণ করেছেন। আপনাদের মত সকলেরই উচিত গাছ লাগানো। আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
গাছ লাগানো আমার খুবই ভালো লাগে। আমার লেখাটি টড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।