আমরা যুব সমাজের সকলে মিলে বৃক্ষরোপণ করলাম।

in Incredible India7 months ago

প্রিয় বন্ধুরা

আসসালামু আলাইকুম।
আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকে আমি আপনাদের সাথে একটা নতুন বিষয় শেয়ার করার জন্য এসেছি। আজকের বিষয়টা একটু অন্যরকম আজকের বিষয়টা হচ্ছে আমাকে যুব সমাজের পক্ষ থেকে গাছ লাগানোর কিছু সুন্দর মুহূর্ত সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। যুব সমাজের পক্ষ থেকে গাছ লাগানোর কর্মসূচিতে আমিও ছিলাম।

GridArt_20240728_080547204.jpg

আসলে গাছ লাগানো এটি একটি ভালো কাজ। আমরা যদি সকলে মিলে গাছ লাগাই তাহলে আমাদের পরিবেশ ভালো থাকবে। আমরা আমাদের জীবনকে উপভোগ করতে পারব কারণ যেখানে গাছ নেই সেখানে অক্সিজেনের প্রচুর অভাব। বর্তমানে দেখা যাচ্ছে পৃথিবীতে শুধু গাছ কেটে ফেলা হচ্ছে। যার কারণে অনেক দুচোখে দেখা দিচ্ছে। এখানে আমরা যুব সমাজ মিলে একটা সুন্দর গাছ লাগানোর কর্মসূচি পালন করেছি।

IMG_20240727_063503_992.jpg

IMG_20240727_063504_005.jpg

যদিও সেখানে অল্প পরিমাণে গাছ ছিল। তবুও গাছগুলো খুবই সুন্দর এবং খুবই বড় আকৃতির। সেখানে ছিল কাঠ গাছ। ফল গাছ ছিল খুবই অল্প। তবে আমরা সেখানে প্রায় ৩০ থেকে ৪০ টার মতো গাছ লাগিয়েছি। আমরা সকলেই মিলে বালুর বাঁধ থেকে বালুগুলোকে সরিয়ে সেখানে ভালো মাটি রাখি। এরপর সেই ভালো মাটি সুন্দরভাবে পরিষ্কার করে সেইখানে আমরা গাছ রোপন করেছি। গাছগুলো খুবই সুন্দর এবং খুবই উন্নত মানের।

IMG_20240727_063504_344.jpg

IMG_20240727_063504_012.jpg

গাছ রোপন করার মূল উদ্দেশ্যটা হচ্ছে সেখানে যেন সুন্দর ছায়াদের পরিবেশ তৈরি হয়। আমরা সেই সুন্দর পরিবেশে সকলেই বসে থাকবে এবং মুক্ত বাতাসে কিছু সময় আর করব এটাই আমাদের চাওয়া। তাদের সবচাইতে বড় চাওয়া হচ্ছে পরিবেশের ভারসাম্য ঠিক রাখা। পরিবেশটা আমাদের আমাদেরকে পরিবেশ সুন্দর করতে হবে। আমরা যদি চাই আরো সুন্দরভাবে পরিবেশটা সুন্দর করতে পারব।আর এটাই আমাদের ভালো লাগার কারণ।

IMG_20240727_063504_037.jpg

গাছ লাগানো ব্যতীত আমরা অন্যান্য ভালো কাজ করে পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে পারব। গাছ লাগানো খুবই সুন্দর একটি কাজ তবে বাংলাদেশের গাছ লাগানোর এখন প্রচুর প্রয়োজন। তাই আমরা যুবসমাজ মিলে গাছ লাগানোর কর্মসূচি পালন করেছি। আশা করি আপনাদের আমাদের এই কাজটি খুবই ভালো লেগেছে।সকলের সুস্থতা কামনা করে বন্ধুরা আজকের মত এখানেই শেষ করছি ।

খোদা হাফেজ।

DeviceName
AndroidOPPOA16
Cameracamera 13MP 2MP 2MP
LocationBangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by@sohag10
Sort:  
Loading...
 7 months ago 

কথায় আছে গাছ লাগান। প্রাণ বাঁচান। একটি গাছ অনেকগুলি মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করে। গাছ লাগানো একটা খুব ভালো কাজ। খুব ভালো করেছেন সবাই মিলে বৃক্ষরোপণ করেছেন। আপনাদের মত সকলেরই উচিত গাছ লাগানো। আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 7 months ago 

গাছ লাগানো আমার খুবই ভালো লাগে। আমার লেখাটি টড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96335.91
ETH 2788.63
SBD 0.67