A beautiful afternoon moments with my son// the dairy game//04-02-2025
আসসালামু আলাইকুম।আমার সকল স্টিমিয়ান বন্ধুরা,আশা করি আপনারা সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন।আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াতে ভালোই আছি আমি।কর্মজীবনের নতুন এক অধ্যায়ে পৌঁছেছি।শিক্ষকতা মোটেই সহজ নয় যেমনটা অনেকেই আমরা ভাবি।তো যাই হোক,এসব কিছু গুছিয়ে নিতে নিতে আমার কিছু সময় লেগে যাচ্ছে।আজকে আমি আমার ছেলের সাথে কাটানো বিকেলের কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরতে এসেছি।
ক্যানভা হতে তৈরি
ফটোগ্রাফি আমার খুবই ভালো লাগে। আমি যখন যা করি বা যে স্থানে যাই বা যেখানেই যাই আমি ওই জায়গার মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে খুবই ভালোবাসি।বিকালে ছেলে খুব জোরাজুরি করছিল সে বাহিরে ঘুরতে যাবে।তাই তাকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম।আমরা মা ও ছেলে হাঁটতে হাঁটতে অনেক বিষয় নিয়ে গল্প করছিলাম,হাসাহাসি করছিলাম।একপর্যায়ে আমি তাকে কয়েকটা ছবি তুলে দিয়েছি।ছবিগুলো এতটাও সুন্দর হয়নি তাও আমি আপনাদের মাঝে শেয়ার করছি।
![]() | ![]() |
---|
তারপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা মাঠে নেমে গিয়েছি।ওইখানে অনেক রকম সবজি চাষ করা হয়।ওই মাঠে টমেটো গাছ,মূলা গাছ এবং সরিষার ক্ষেত ছিল।আমাদের গ্রাম্য ভাষায় আমরা সবজির বাগানকে 'ক্ষেত' বলে থাকি।তারপর আমি এক এক করে সবগুলো গাছের কিছু ছবি তুলেছি।তারপরে আমরা হাটাহাটি করে আমাদের বাসার পিছনে চলে আসি।বাসায় আসতে আসতে সন্ধ্যা ঘনিয়ে এসেছিলো।
শরীর মন-মেজাজ কোনটাই ভালো নেই।যার হলে খাওয়া দাওয়া ঘুম কোনটাই নিয়মের মধ্যে নেই।আসলে দিন দিন আমি কেমন হয়ে যাচ্ছি আমি নিজেও বুঝতে পারছি না।জীবনে অনেক সময়ই কঠিন পরিস্থিতি ও সময়ের সম্মুখীন হতে হয়।আমিও হয়তো এরকমই একটা পর্যায়ে আছি।দিন দিন নিজেকে একজন মানসিক রোগী মনে হয়।সারাদিন কাজে কর্মে ব্যস্ত থাকার ফলে একটা একঘেয়েমি সৃষ্টি হয়।শিক্ষাজীবন,কর্মজীবন ও সাংসারিক জীবন তিনটা নিয়েই অনেক হাপিয়ে গেছি।
মাঝে মাঝে মনে হয় আমি কি আসলে একজন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারছি নাকি।জীবনের এমন একটা পর্যায়ে আছি যে আমার পরিস্থিতি বা আমার মন খারাপের কথা ও আমি কাউকে বলতে পারছি না।কারণ হচ্ছিল বিশ্বাসের জায়গাটা হারিয়ে ফেলেছি।আমি জীবনে আমার আপনজনদেরকে খুবই বিশ্বাস করেছি,কিন্তু তারাই যখন আমার পেছনে পিঠে ছুরিবসিয়েছে তখনই আমি ধীরে ধীরে ভেঙ্গে পড়েছি।তাও কখনো আমি আমার আপনজনদেরকে প্রশ্ন করিনি কেন তারা এগুলো আমার সাথে করেছে।যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যেন সবকিছু পিছনে রেখে আমি আমার জীবনকে নতুন ভাবে সাজাতে পারি।
দোয়া করি সবাই যেন সুস্থ থাকেন ভালো থাকেন। আপনারা আমার এবং আমার ছেলের জন্য দোয়া করবেন,ভালোবাসা দিবেন।যাতে করে আমি নতুন কাজের অনুপ্রেরণা যোগাতে পারি।
Device | Captured by | Location |
---|---|---|
RealmeC63 | Me @saniya9 | Bangladesh |
জীবনের প্রতিটা মুহূর্তে সুখ দুঃখ সবকিছু কাটিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে কিছুটা সময় হয়তো বা কষ্ট হবে কিন্তু তারপরেও আপনি সবকিছু নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন আজকে আপনি আপনার ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়েছেন ঘোরাঘুরি করলে মন ভালো থাকে আপনি বেশ কিছু ফুলের ফটোগ্রাফি এবং টমেটো গাছের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন যেটা দেখে বেশ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।
X promotion link
https://x.com/EmaEm21101/status/1886794339323666644