মন খারাপের একটি সন্ধ্যা

Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটা আপনাদের সকলের ভীষন ভালো কেটেছে।
আজকে যদিও আমি সারাদিন খুব ব্যস্ত ছিলাম। অনেক গুলো কাজ বেশ কিছুদিন ধরে করবো করবো ভাবছিলাম। আজকে ফাইনালি করতে পারলাম।
আসলে আমার শাশুড়ি মা ও শশুর মশাই গতকাল বৃন্দাবনে রওনা করেছেন।তাই আজকে সারাদিন আমি ও পিকলু বাড়িতে ছিলাম। কিন্তু সন্ধ্যা বেলা থেকে আমার ও পিকলুর মনটা একটু খারাপ।
কথায় আছে মানুষ অভ্যাসের দাস। তবে শুধু মানুষ নয় পিকলুর মতো অবলা জীবগুলোও কিন্তু তাই। আমাদের সকলের সাথে থাকতে থাকতে পিকলু এখন কেউ একজন বাড়িতে না থাকলেই ওর মন খারাপ হয়। বিশেষ করে আমি এবং আমার শশুর মশাই।
তবে আশ্চর্যজনক ভাবে শুভ বাড়িতে না থাকলে ওর খুব বেশি ফারাক পড়ে না। কারন যেহেতু শুভ রোজ অফিসে যায় তাই পিকলু জানে যে শুভ কাজে গেছে। আজ শুভ বেড়িয়ে যাওয়ার পর ও সারাদিন আমার সাথে সাথে ঘুরে বেড়ালো।

আপনাদের আগেই জানিয়েছিলাম পিকলুর কিছু সমস্যা দেখা দিয়েছে যে কারনে ওকে অপরেশন করাতে হবে। অপারেশন করলে যাতে সেলাইয়ের জায়গাতে মুখ না দিতে পারে তার জন্য একটা হেলমেট টাইপের ক্যাপ পাওয়া যায়। যেটা গলায় পড়িয়ে দিলে আর পিছনের দিকে মুখ দিতে পারবে না।
কিন্তু এটা পড়িয়ে রাখার জন্য আগে থেকে অভ্যাস করাতে হবে, না হলে হয়তো পরে পড়ানো যাবে না।আর সেই কারনেই শুভ অপারেশন করানোর আগে এটা অর্ডার করে দিয়েছিল। তবে ওটা পড়িয়ে দিলেই পিকলুর মনটা খারাপ হয়ে যায়।
ও কালো মুখ করে আমার দিকে তাকিয়ে থাকে। ওর চোখ দেখে বুঝতে পারি ও ওটাকে খুলে দিতে বলে। কিন্তু কি বলুন তো ওকে এখন থেকে অভ্যাসের না করলে পরে আরও কষ্ট পাবে। হয়তো এখন ও মনে মনে কষ্ট পাচ্ছে, কিন্তু এটা যে ওর ভালোর জন্যই করছি একথা ও বুঝতে পারবে কিনা জানিনা।

মা আর সন্তানের সম্পর্কের সমীকরণ বোধহয় এমনই হয়। সন্তানের ভালোর জন্য মা সন্তানের কাছে খারাপ হতে দুবার ভাবে না। আজকে একটা বয়সের পরে এসে এটা উপলব্ধি করতে পারি।
প্রথম যখন ডেলিভারি বয় এসে প্যাকেট দিয়ে গেলো, পিকলুর সে কি উচ্ছ্বাস। কিন্তু যখন দেখলো ভিতরের জিনিস গুলি সব ওর অপছন্দের। তখন ওর মুখটা কালো হয়ে গেলো। এমনটা ছোটোবেলায় আমাদেরও হতো।
সমাজের দৃষ্টভঙ্গি দিয়ে বিচার করলে এখনও পর্যন্ত মা হওয়ার সৌভাগ্য হয়নি আমার। কিন্তু যদি আমার ব্যক্তিগত অভিমত জানতে চান তাহলে বলবো পিকলু আমার সন্তান তুল্যই বটে।

তাই ওর অপারেশনের দিন এগোচ্ছে বলেই হয়তো একটা ভয় কাজ করতে শুরু করেছে ভিতরে ভিতরে। আজকে যখন ওর জন্য এই জিনিস গুলো এলো আমার হঠাৎ মনে হলো অপরেশনের প্রথম ধাপ শুরু হলো।
এখন প্রতিদিন এটা পড়িয়ে ওকে অভ্যাস করাতে হবে। ওর কালো মুখ দেখতে হবে। কিন্তু সবটাই ওর ভালোর জন্য। তবে পিকলু এতো শান্ত এতো ভালো যে হেলমেট পড়িয়ে দিলে ও চিৎকার করে না, দৌড়ে পালানোর চেষ্টা করে না। শুধু পড়িয়ে দিলে ও একদম অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে থাকে। যেটা সবথেকে বেশি খারাপ লাগে আমার।
যাইহোক, আপনাদের সাথে আমার জীবনের সবকিছুই যেহেতু শেয়ার করি। তাই ভাবলাম এটাও আপনাদের জানিয়ে রাখি, যে পিকলুর অপরেশনের জন্য আমরা নিজেদের তৈরি করছি। আপনারাও আপনাদের আর্শাবাদের হাত ওর সাথে রাখবেন, যাতে ও পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। আমি ওকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারি।
সকলে ভালো থাকবেন, শুভ রাত্রি।
@sampabiswas আপনার পিকলু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এটাই কামনা করি। ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ। প্রার্থনা করবেন ওর জন্য।
@sampabiswas চিন্তা করিস না পিকলু ভালো হয়ে যাবে।
ভগবানের কাছে প্রার্থনা করি পিকলু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।
অনেক ধন্যবাদ।
আমিও এরকম একটা কিনবো নিজের জন্য, যাতে বউ ডাকলে ঘাড় না ঘুরিয়ে উত্তর দিলেও চলে যায়।
ভালো বলেছেন স্যার।
পিকলু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক সেই প্রার্থনা রইলো। ওকে দেখেও মনে হচ্ছে ওর মন খারাপ।
অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য
Congratulations! This post has been upvoted through steemcurator06. We support quality posts, and good comments anywhere, and with any tags.
Thank you @@@cryptogecko for supporting my lost.