পছন্দের উপহার পেতে সবসময়ই ভালো লাগে

in Incredible India2 years ago

IMG_20221008_131922.jpg

আমার জন্মদিনে বোনের দেওয়া উপহার

Hello,
Everyone,

আশাকরি আপনারা সকলে খুব ভালো আছেন,সুস্থ আছেন। আপনাদের আজকের দিনটা নিশ্চয়ই খুব ভালো ভাবে শুরু হয়েছে এবং আজকের সারাদিন যেন খুব ভালোভাবে কাটে আমি সেই প্রার্থনা করি।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার জন্মদিনের উপহারের কথা। উপহার এমন একটা জিনিস যার মূল্য কখনোই অর্থ দিয়ে বিচার করা উচিৎ নয়। বরং তার থেকেও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো যে মানুষটা আমায় উপহার দিলো, আমার প্রতি তাঁর অনুভূতি।

অনুভূতি এমন একটি জিনিস যা আপনি বাজার থেকে মূল্য দিয়ে কিনে আনতে পারবেন না। আপনার ব্যবহার, অন্যের প্রতি আপনার আচরণ,কথাবার্তা ঠিক করে, উল্টো দিকের মানুষটার মনে আপনার সম্পর্কে কি অনুভূতি জন্ম নেবে।

আমার বোনকে এই কয়েকদিনের মধ্যে আপনারা অনেকেই চিনেছেন। ও আমার থেকে ৭ বছরের ছোটো। আমি কিন্তু ওকে অনেক বকাবকি করি, ও ঠিক ঠাক ভাবে কাজ না করলে উল্টো পাল্টা কথা শোনাই। তবুও কিন্তু ও আমার উপর রাগ করে না। কারন ও নিজেও জানে ও ভুল করেছে বলেই ওকে বকেছি।

IMG_20221008_132334.jpg

ফুলটির রঙ আমার ভীষন পছন্দ হয়েছে

কিন্তু কি অদ্ভুত ভাবে এই বোনটি আমায় আমার জন্মদিনে উপহার দিতে ভোলে না। প্রতি বছর আমাকে কিছু না কিছু দেবেই। আর তার সাথে আমার পছন্দের একটা ফুল। আমি আসলে ওর মতো সাজতে পছন্দ করিনা বলে ওর খুব রাগ আমার উপর। ও আমাকে কানের দুল, হাতের চুড়ি এগুলো সব দিয়েছে। কিন্তু সেগুলো ব্যবহার করিনা বলে এবার শুধু ফুল আর চকলেট এনেছে।

IMG_20221008_132352.jpg

শ্বেতা জানে আমি ফ্রুট অ্যান্ড নাট্ চকলেট পছন্দ করি

সন্ধ্যা বেলা কলিংবেল বাজতেই গেটের সামনে গিয়ে দেখলাম হাত ফুল আর চকলেট নিয়ে দাড়িয়ে আছে। পিকলুও ওর সাথে অনেক মিশে গেছে। এরপর বিজয়ার পর্ব সেরে আমরা স্টিমিট প্লাটফর্মে সম্পর্কিত বেশ কিছু কাজ নিয়ে বসলাম। সেগুলো শিখতে শিখতে কখন আমার বোনের যাওয়ার সময় চলে এলো, বুঝতেই পারিনি।

শাশুড়ি মা ওকে মিষ্টি খেতে দিলো। কোনো রকমে একটা মিষ্টি মুখে দিয়েই ও বেড়িয়ে গেলো, কারন ট্রেনের সময় প্রায় হয়ে এসেছিলো। আমি সত্যিই ভাবিনি দুদিন বাদে এসে ও এইভাবে আমাকে সারপ্রাইজ দেবে। তবে দুঃখের বিষয় এই সব কিছুর মধ্যে আমি ওর সাথে একটা ছবি তুলতে ভুলে গিয়েছিলাম। কিন্তু ও আমাকে গিফ্ট দেওয়ার পর ছবি তুলতে চাইছিলো। আমি তুলতে চাইছিলাম না বলে এইরকম করছিলাম। তবে ও ভালো ছবি তুলেই ছেড়েছে। ওর পোস্টে নিশ্চয়ই দেখেছেন।

IMG_20221008_132311.jpg

ছবি না তুলতে চাওয়ার ব্যর্থ চেষ্টা 😊

তবে লজ্জার বিষয় কি জানেন, দুদিন বাদে ওর জন্মদিন। কিন্তু আমি ওকে সারপ্রাইজ দিইনি কখনো। সারপ্রাইজ তো দুরের কথা জন্মদিন উপলক্ষ্যে কোনো উপহারও সেভাবে দিইনি কখনো। আসলে ওর জন্মদিনে মামা প্রতি বার যেতে বলে, কিন্তু আমারই সময় হয়ে ওঠে না। তবে যদি সম্ভব হয় তাহলে আমি চলে যাই।

এটা সত্যিই লজ্জা কিন্তু আমি জানি এই কারণে শ্বেতার সাথে আমার কোনো দিন ভূল বোঝাবুঝি হয় নি আর হবেও না।কারন ও জানে আমি চাইলেও অনেক সময় পরিস্থিতির চাপে অনেক কিছু করতে পারিনা। তবে ভালোবাসা কোনো পরিস্থিতিতেই কমে না। কারন ভালোবাসতে গেলে সবসময় কাছে থাকার প্রয়োজন হয় না।

যাইহোক, শেষ করার আগে আমি আমার বোনকে বলবো,অনেক ধন্যবাদ প্রতিবার আমাকে আনন্দ দেওয়ার জন্য এতো কষ্ট করার জন্য। তোকে বকাবকি করলেও আমি কিন্তু তোকে খুব ভালোবাসি। আর মামী আমার কাছে কি সেটা তোর অজানা নেই। আর যে মানুষটার জন্য তোদেরকে পাওয়া (মামা) ভালোবাসা তার জন্যও অপরিসীম। সবাই খুব ভালো থাকিস।

আপনারাও সকলে ভালো থাকবেন। আমার জন্মদিনে বোনের দেওয়া সারপ্রাইজ আপনাদের কেমন লাগলো, নিশ্চয়ই জানাবেন। দিনটি অনেক শুভ হোক আপনাদের।

Sort:  
Loading...
 2 years ago 

@sampabiswasজন্মদিনে নিজের লোকের থেকে পাওয়া উপহার অনেক আনন্দো দেয়। ভালো থাকুন ও আপনার আগামিদিন খুব ভালো কাটুক।

 2 years ago 

সত্যিই তাই। আপনারাও আমাকে যে এতো সুন্দর একটা সারপ্রাইজ দেবেন ভাবিনি। অনেক ধন্যবাদ আপনাকে @piudey। আপনিও ভালো থাকবেন।

 2 years ago 

বলছি ম্যাডাম আমার অনুপস্থিতির জন্য তো আপনার জন্মদিনের খাওয়া দাওয়া থেকে বাদ গেলাম, বলছি ফিরে আসলে কি সেটা পাবার সম্ভবনা আছে?

 2 years ago 

নিশ্চয়ই @pulook স্যার, পরের বার দেখা হলে আপনাকে ও খাওয়াবো। ভালো থাকবেন।

 2 years ago 

@sampabiswas love you❤

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95924.26
ETH 2810.51
SBD 0.67