"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"
![]()
|
---|
Hello,
Everyone,
আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্রত্যেকের আজকের দিনটি খুব ভালো কেটেছে।
আজ সোমবার, সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপনের দিন। কমিউনিটিতে কর্মরত সকল একটিভ ইউজাররা জানেন, এই রিপোর্টের মাধ্যমে গত সপ্তাহে আপনাদের এনগেজমেন্টের ডিটেইলস আমি শেয়ার করি।
যাতে নিজেদের কার্যক্রমের পাশাপাশি সকলেই কমিউনিটির অন্যান্যদের কাজের প্রতিও একটা ধারণা পেতে পারেন। চলুন তাহলে এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট শুরু করি, -
চলুন তার আগে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা নিজেদের কাজকে আরও একটু উন্নত করতে পারেন।
|
---|
সবার প্রথমেই মনে রাখবেন, আপনি যে ভাষায় লিখতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন,সব সময় সেই ভাষাতেই নিজের পোস্ট লিখবেন। কারন যেমনটা আপনারা সকলেই জানেন, স্টিমিট প্ল্যাটফর্মে লেখার জন্য সকল ভাষারই গ্ৰহন যোগ্যতা রয়েছে। কতজন মানুষ আপনার লেখা পড়তে পারবে, আর কতজন পারবেন না, কখনোই সেই হিসাব করবেন না।
যে ভাষার উপরে আপনার দক্ষতা কম, যে ভাষায় লেখার জন্য আপনাকে অন্য কারোর সাহায্য নিতে হয়, সেই ভাষায় নিজের পোস্ট লেখা সবার প্রথম বন্ধ করা উচিত। তাতে ভুলের সম্ভাবনা কম থাকে।
আপনারা যে, যেভাবেই লেখেন না কেন, লেখার শেষে নিজের লেখা পোস্ট পড়ার অভ্যাস তৈরি করুন, দেখবেন নিজের লেখায় কোনো ভুল থাকলে তা অবশ্যই আপনার চোখে পড়বে।
সব সময় চেষ্টা করবেন নির্ভুল ভাবে লেখার। বানানের দিকে সর্বদা নজর দেবেন। লেখার পড়ে সেটাকে পোস্ট করার পূর্বে বেশ কয়েকবার পড়ে নেবেন, যাতে বানান ভুলের সম্ভাবনা না থাকে।
বাক্য গঠনের দিকে অবশ্যই সচেতন হবেন। অনেক সময় পোস্ট পড়তে পড়তে বেশ কিছু ইউজারের পোস্টে বাক্য গঠনের ক্ষেত্রে অসংগতি চোখে পড়ে। এই অসর্তকতার কারনে বাক্যের মানে সঠিক ভাবে বোঝা যায় না।
সঠিক ও সুন্দর শব্দ চয়ন আপনার পোস্টের মান উন্নত করে। সুতরাং সবসময় অন্যের পোস্ট পড়ার অভ্যাস করুন, দেখবেন শব্দ চয়নের ক্ষেত্রে আপনার সুবিধা হবে।
নিজের পোস্ট সর্বদা ছোটো প্যারাগ্রাফে লেখার চেষ্টা করবেন। যাতে আপনার পোস্ট দেখতে আকর্ষণীয় হওয়ার পাশাপাশি, তার মধ্যে কোনো বানান ভুল থাকলে তা সহজেই চোখে পড়ে।
ছবি ব্যবহার করার সঠিক নিয়ম আপনারা সকলেই জানেন, তবে আমি অনুরোধ করবো সবসময় আপনার লেখার বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ছবি ব্যবহার করার পাশাপাশি, ছবির সাইজের দিকেও লক্ষ্য রাখবেন। প্রতিটি ছবি একদম সমান মাপের হতে হবে এমন নয়, তবে তাদের মধ্যে যেন কিছুটা সামঞ্জস্য থাকে। যা আপনার পোস্টের সৌন্দর্য্য বৃদ্ধি করবে।
মার্ক ডাউন আমাদের পোস্টের সৌন্দর্য্য বাড়িয়ে দেয় ঠিকই, তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো, সঠিক বিষয় নির্বাচন। এরপর যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেগুলো হলো, বিষয়ের উপর ভিত্তি করে সঠিক শীর্ষক নির্বাচন, তার সাথে সঠিক ছবির ব্যবহার ও সবশেষে সঠিক হ্যাশট্যাগ নির্বাচন।
যাইহোক, এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো এই সপ্তাহে সকলের এনগেজমেন্ট ডিটেইলস। সবার প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করবো, কমিউনিটিতে কর্মরত সকল মডারেটরদের এনগেজমেন্ট ডিটেলস, -
|
---|
Username | No.of Post | comments |
---|---|---|
@sampabiswas | 7 | 63 |
@tanay123 | 6 | 38 |
@nishadi89 | 2 | 52 |
এরপর আমি আপনাদের সাথে শেয়ার করবো, কমিউনিটিতে কর্মরত সকল অ্যাক্টিভ ইউজারদের এনগেজমেন্ট ডিটেলস, -
|
---|
Username | No.of Post | comments |
---|---|---|
@rubina203 | 7 | 161 |
@rasel72 | 7 | 31 |
@baizid123 | 7 | 20 |
@sabus | 6 | 87 |
@mdsuhagmia | 6 | 38 |
@isha.ish | 5 | 15 |
@avishek93 | 5 | 5 |
@jahidul21 | 5 | 3 |
@mou.sumi | 5 | 0 |
@muktaseo | 4 | 11 |
@hafizur46n | 3 | 10 |
@piya3 | 3 | 5 |
@roy.saikat | 3 | 0 |
@karobiamin71 | 2 | 5 |
@pinki.chak | 2 | 2 |
@sairazerin | 2 | 0 |
@yoyopk | 1 | 3 |
@saha10 | 1 | 1 |
@papiya.halder | 1 | 0 |
প্রতি সপ্তাহে কমিউনিটিতে আমার সাপ্তাহিক একটি দায়িত্ব হল এই এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করা। কিন্তু বিশ্বাস করুন আমাদের সকলের কার্যক্রম দিনে দিনে এতটাই খারাপ হচ্ছে যে, এই দায়িত্বটি পালন করতে আমার নিজেরই মাঝে মধ্যে লজ্জাবোধ হয়।
সত্যি কথা বলতে যখন পরিবারের সদস্য সংখ্যা অনেক হয়, কিন্তু পরিবারটিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব শুধুমাত্র এক বা দুইজন বহন করেন, তখন সেই পরিবারটিকে কখনোই সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না।
যে সপ্তাহে আমি নিজেও সঠিকভাবে কাজ করতে পারি না নিজেই লজ্জাবোধ করি। তবে যারা দীর্ঘদিন যাবত নিজেদের কার্যক্রমের এতো অবনতি দেখতে পারছেন, অথচ কার্যক্রমকে বদলানোর চেষ্টা করছে না, তাদের মনের ভিতর কি চলছে সেটা বুঝে ওঠা আমার পক্ষে দিনে দিনে অসম্ভব হয়ে যাচ্ছে। তবে আপনারা নিজেদের কার্যক্রমের পরিবর্তনের প্রতি কতখানি সচেষ্ট হচ্ছেন, সেই বিষয়ে আমি যথেষ্ট সন্ধিহান।
|
---|
যাইহোক উপরোক্ত রিপোর্টে প্রত্যেকে নিজের নিজের কার্যক্রম দেখে নেবেন এবং যদি মনে হয় এই এনগেজমেন্ট রিপোর্টে বিন্দুমাত্র পরিবর্তন আনার চেষ্টা আপনার করা উচিত, তাহলে তা পরবর্তী সপ্তাহে অবশ্যই একই দিনে এই রিপোর্টের মাধ্যমে প্রকাশ পাবে।
বাকি সকলেই ব্যক্তিগত জায়গার স্বাধীন এবং নিজেদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবেন। তাই সেই বিষয়ে আলাদা করে কিছু বলার নেই। যারা এখনও কমিউনিটির প্রতি ভরসা রেখেছেন এবং পাশে থাকছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা রইলো। ভালো থাকবেন সকলে।
আবারো আপনি সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট আমাদের সাথে উপস্থাপন করেছেন। আসলে যারা নিজেদের এনগেজমেন্ট বৃদ্ধি করছেনা তাদের মনে কি চলছে কেউ বলতে পারবেনা। আমার মনে হয় একটা জায়গায় যদি আপনি সঠিকভাবে নিজের সফলতা ধরে রাখতে চান। তাহলে অবশ্যই এনগেজমেন্ট ধরে রাখতে হবে। আপনি এনগেজমেন্ট ধরে রাখতে পারলেই আপনার এগিয়ে চলার পথ অনেক বেশি সহজ হবে।
প্রতিদিন একটা লেখা শেয়ার করার পাশাপাশি আমাদের উচিত নিজেদের এংগেজমেন্ট বৃদ্ধি করার জন্য, কিছু পোস্ট পড়ে কমেন্ট করা। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখছি লেখা শেয়ার করার সময় পায়না। তাহলে কমেন্ট করার সময় কোথায় পাবে। কাজ করতে হলে মন দিয়ে কাজ করা উচিত। তাহলে সেখানে সফলতা আসে। অসংখ্য ধন্যবাদ সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট আমাদের সাথে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে একটি সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট আমাদের মাঝে সুন্দর ভাবে তুলে ধরার জন্য,, নিজের এনগেজমেন্ট অনেকটা খারাপ আছে সেই তুলনায় কি আর বলব,, তবে চেষ্টা করে যাচ্ছি এনগেজমেন্ট কিছুটা বৃদ্ধি করার জন্য।
আসলে এই সপ্তাহের মধ্যে দুইবার জায়গা পরিবর্তন করার জন্য কিছুটা ব্যস্ততার মধ্য দিয়ে পার হয়েছি ,, আশা করি সামনের সপ্তাহে নিজের এংগেজমেন্ট আরো কিছু বৃদ্ধি করতে পারবো।
আপনার শেয়ার করা এনগেজমেন্ট ডিটেলস দেখে ভালো লাগলো। মনে হচ্ছে, আমরা সবাই যদি একটু সচেতন হই এবং আরও পরিশ্রমী হই, তবে আমাদের কাজের গুণগত মান অনেক উন্নত হতে পারে। আপনি যেমন বলেছেন, যদি সবাই একসঙ্গে কাজ করি এবং নিজেদের কার্যক্রম উন্নত করার চেষ্টা করি, তবে এই কমিউনিটি আরও সফল হবে।
সবশেষে, আপনার দেওয়া এই পরামর্শগুলো সকলের জন্য সত্যিই মূল্যবান। ধন্যবাদ আপনার এ ধরনের পরামর্শের দেওয়ার জন্য। আশা করি আগামী সপ্তাহগুলোতে আমাদের সকলে আরও উন্নতির দিকে এগিয়ে যাবো।ভালো থাকবেন দিদি