নতুন জীবনের সূচনা
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
৮ই ফেব্রুয়ারি, শনিবার।
হ্যালো ইনক্রেটেবল ইন্ডিয়াবাসী। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।
নতুন জীবনের সূচনা
মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং সকলের দোয়ায় আমি একটা রিক্স নিলাম। ছোট থেকে আমার যে ড্রিম জব ছিল তার পিছনেই আমি ছুটে চলেছিলাম এবং মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমি একদিনের জন্য আমার স্বপ্নের চাকরিটা করতে পেরেছিলাম। কিন্তু সৃষ্টিকর্তার কি লীলা খেলা, যে জবের জন্য এত পড়াশোনা করলাম, চার মাস ইন্টার্ন করলাম পরিবার থেকে অনেক দূরে ছিলাম এই দীর্ঘ চার মাস।
এটা সৃষ্টিকর্তা হয়তো এভাবে আমাকে দিতে চাইনি, পরিবারের এমন কিছু মানুষের এমন এমন কিছু রোগ ধরা পড়ল আমি বাধ্য হয়ে চাকরিটা না করে গেলাম। ছোট থেকেই নানা নানীর কাছে বড় হয়েছে, ছোটবেলায় সবকিছু হারিয়ে যখন আমি একা তখন আমার ভালো মন্দ বোঝার বয়স হয়নি, তখন থেকে নানা নানি আমাকে কোলেপিটে করেই মানুষ করে।
নানীর ক্যান্সার ধরা পরল, তখন আমার চাকরিটা কনফার্ম হয়নি। নানীই আমার এই পৃথিবীর সবচেয়ে আপন মানুষ ছিল, তাকে হারালাম। চাকরিটাও কনফার্ম হল আমার নানারও কিডনিতে সমস্যা ধরা পড়লো। সবার রিকুয়েস্ট এক দিনের মাথায় আমি চাকরিটা ছেড়ে দিলাম। হয়তো উনার অসুস্থ্যের এই সময়টা আমি পাশে থাকতে না পারলে মনের মধ্যে একটা অজানা কষ্ট কাজ করত।
নানীকে হারিয়েছি, অনেক চিকিৎসার পরেও সুস্থ হয়নি। তাই নানার অসুস্থ এই সময়টা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে তার সেবা করায় নিয়োজিত ছিলাম, আলহামদুলিল্লাহ এখন তিনি মোটামুটি সুস্থ। তবে আমি প্রিয় একটা মানুষকে হারিয়ে আমার স্বপ্নের চাকরি হারিয়ে দীর্ঘদিন একটা ট্রমার মধ্যে দিয়ে কাটিয়েছি।
যেহেতু আমার চাকরি হবে অনেক দূরে দূরে, কারণ ঢাকা রাজধানীর মধ্যে বড় বড় ইন্ডাস্ট্রি হয় না। ইন্ডাস্ট্রিগুলো একটু দূরে দূরে তাই আমি যদি আমার পরিবারকে দেখতে চাই এবং এলাকার মধ্যে থাকতে চাই আমার একটাই উপায় আমাকে ব্যবসা করতে হবে, ছোট থেকে ইচ্ছে বড় একটা চাকরি করব এই আশায় বড় হয়েছে, জানিনা নিজেকে ব্যবসায়ী হিসেবে কতটুকু তৈরি করতে পারব, কিন্তু চেষ্টা করব সৎ ভাবে উপার্জন করার।
যাইহোক নিজেকে আবার স্বাভাবিক করতে সময় নিয়েছি, বিভিন্নভাবে নিজের মনকে ভুলিয়ে রাখার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করেছি এবং নিজের কিছু জমানো টাকা দিয়ে আজকে একটা নিলাম। এখনো পরিবারকে ওইভাবে জানাইনি কারণ আমি নিজে কিছু করতে চাই এটাই আমার ইচ্ছে ছিল।
কয়েকজন বন্ধুকে আমার একটা প্ল্যান শেয়ার করলাম, তারাও অগাধ বিশ্বাস আমার উপর এবং তারাও আমার পার্টনার হতে চায়। রিক্স নিয়ে আজকে ঢাকার একটু দূরে একটা বাইং হাউসে চলে গেলাম, এখন নিজের ধ্যান-জ্ঞ্যান সবকিছুই ছোট একটা ব্যবসা শুরু করা, যেন এই সমাজে চলতে পারি। বেকারত্ব যে কত বড় একটা অভিশাপ এটা শুধুমাত্র যাদের চাকরি নেই বেকার তারাই বুঝতে পারে।
এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য, মহান আল্লাহ তায়ালার নামে আজকে নিজের ব্যবসার জন্য প্রথম পা রাখলাম। আমার পরিমাণ মত বেশ কিছু টি-শার্ট অর্ডার দিয়ে আসলাম। যদিও এই ধরনের টি-শার্টগুলো বাংলাদেশের নতুন , আশা করি খুব শীঘ্রই এই ধরনের টি-শার্টগুলো ট্রেন্ডিং হয়ে যাবে।
আমরা যে পরিমাণ অর্ডার দিয়েছি সে পরিমাণ তাদের স্টকে ছিল না, তাই আজকে আর মাল গুলো ডেলিভারি করতে বলিনি। তারা আরো কিছু তৈরি করবে এবং আমাদেরকে তিন থেকে চার দিন পর ডেলিভারি দিয়ে যাবে। এরপর এটার উপর আমরা বিভিন্ন ডিজাইন করব, ডিজাইন করার যত সরঞ্জাম রয়েছে সেগুলো আমাদের ক্রয় করা হয়ে গেছে।
যাই হোক গার্মেন্টসের ঝামেলা শেষ করে যখন বসলাম তারা আমাদেরকে আপ্যায়ন করল, সেখান থেকে চলে গেলাম আবার আমাদের এলাকার অপজিটে। ঢাকার মিরপুরে এক্সোসরিজের বেশ ভালো একটা মার্কেট রয়েছে। আমাদের কিছু গার্মেন্টসের এসোসরিজ প্রয়োজন সেই সাথে ডেলিভারির জন্য কিছু পলিব্যাগের প্রয়োজন। সেই পলিব্যাগ কেনার জন্যই এতটা দূরে আসা, যাইহোক নিজেদের পছন্দমত পলিব্যাগও পেলাম। যেহেতু আজকে আর গার্মেন্টসগুলো হাতে পেলাম না তাই পলিগুলো হাতে নিয়েই বাসার উদ্দেশ্যে রওনা হলাম।
মনের মধ্যে ভয়, সংকোচ আবার সকলের ভালোবাসা, সকলের বিশ্বাস ও নিজের আত্মবিশ্বাস অদ্ভুত একটা অনুভূতি নিয়ে নিজের নতুন জীবন সূচনা করলাম। আমি বিশ্বাস করি আপনারাও আমার একটা পরিবার তাই আপনাদের সাথেও আমার অনুভূতি ও আমার কার্যক্রম গুলো শেয়ার করলাম। আপনাদের এই ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন আমি যেন সবার ভালোবাসা সবার বিশ্বাস বজায় রাখতে পারি, আমি যেন সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি।
আজকের পোস্টটি পরে বুঝতে পারলাম, আপনি নতুন ব্যবসা শুরু করেছেন। আপনাকে শুভকামনা রইল নতুন ব্যবসার জন্য, এত সুন্দর একটি বিষয়বস্তু আমাদের সাথে শেয়ার করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুনেছিলাম আপনিও নতুন ব্যবসা শুরু করেছেন, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
টুইটার পোস্ট লিংক
আপনার নতুন জীবনের এই সাহসী পদক্ষে সত্যিই প্রশংসনীয়। স্বপ্নের চাকরি ছেড়ে পরিবারের পাশে দাঁড়ানোর মত কঠিন সিদ্ধান্ত নেওয়া সহজ নয়, কিন্তু আপনি দায়িত্বশীলতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অনুপ্রেরণাদায়ক। ব্যবসার প্রতি আপনার আত্মবিশ্বাস পরিশ্রম ও পরিকল্পনা দেখে মনে হচ্ছে ইনশাল্লাহ আপনি সফল হবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
যাইহোক অবশেষে আপনি নতুন কিছু করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন আসলে ছেলে হয়ে বসে থাকাটা কেমন দেখায় নিজে কিছু না করলে মনে হয় কত কিছুর অভাব আর শূন্য পকেটে আপন মানুষগুলোর আচরণ বেশ ভালোভাবেই দেখতে পাওয়া যায় যেহেতু আপনার বাবা-মা কেউ নেই নানা নানীর কাছে আপনি বড় হয়েছেন তাই তারা মরে যাওয়ার পর আপনার পরিচয়টা একেবারে শূন্য হয়ে গেছে।
আজকে আপনি আবার নতুন করে নিজের একটা ব্যবসা শুরু করেছেন আপনার ব্যবসার মধ্যে আপনি অনেক দূর এগিয়ে যান লাভবান হন এটাই কামনা করে সৃষ্টিকর্তার কাছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।