মৃত্যুsteemCreated with Sketch.

in Incredible Indialast month

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।

৯ই ফেব্রুয়ারি , রবিবার।



হ্যালো ইনক্রেটেবল ইন্ডিয়াবাসী। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


মৃত্যু


Beige Torn Paper Vision Board Life Goals Photo Collage (8).jpg


মৃত্যুই একমাত্র এই পৃথিবীতে চরম সত্য, একটা প্রাণীর জীবন চক্রের শেষ ধাপ হল মৃত্যু, যে পৃথিবীতে জীবন পেয়েছে তার মৃত্যু অনিবার্য। একটা প্রাণীর জীবন চক্রের স্বাভাবিক একটা প্রক্রিয়া মৃত্যু, কিন্তু স্বাভাবিক হলেও জীবনচক্রের এই ধাপে একদিন আমাদের কেউ পার হতে হবে, চরম সত্যটা একদিন আমাদের জন্য অনিবার্য। এই জগত সংসারে আমরা কতই ব্যস্ত চাকরি, ব্যবসা, পরিবার, সমাজ, সম্পদ, ক্ষমতা ইত্যাদি সবকিছুর পেছনে আমরা এত পরিমাণ ব্যস্ত হয়ে গেছি এসব কিছুর নেশায় আমরা আমাদের বিবেককেও নষ্ট করে ফেলেছি।


IMG_20250130_123920.jpg

IMG_20250130_123937.jpg


যেখানে জন্মালেই মরিতে হয়, মৃত্যুর মতো সত্য আর কোন কিছু নেই। সেখানে আমরা ক্ষণস্থায়ী এ জীবনের জন্য আমাদের সারাটা জীবন ব্যয় করে দেই।

সম্ভবত ২০১২ বা ১০১৩ সালের আমরা একটা পারিবারিক কবরস্থানের অংশ কিনেছিলাম। বাসার খুব কাছে হলেও আমি খুব একটা বাহিরে যেতাম না প্রয়োজন ছাড়া। ঐ দিক দিয়ে সবসময় যাওয়া-আসা হলেও কখনো কবরস্থানটি দেখতে যাওয়া হয়নি।

তবে সপ্তাহখানেক আগে হঠাৎ করেই একটা প্রয়োজনে সেখানে যাওয়া হল, আসলে আমি মনে করি প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষেরই তাদের নিজ নিজ ধর্ম অনুসারে তাদের প্রিয় মানুষদেরকে যেভাবে শেষ বিদায় জানানো হয় সেই প্রক্রিয়াগুলো দেখা উচিত।


IMG_20250130_123904.jpg

IMG_20250130_123911.jpg


যেমন হসপিটালে গেলে বোঝা যায় সুস্থতা এই পৃথিবীতে কত বড় নেয়ামত, একইভাবে কবরস্থান, শ্মশান ইত্যাদি জায়গা গুলোতে গেলে বোঝা যায় জীবনের মূল্য আসলে কিছুই না। একদিন এই পৃথিবীর মোহ মায়া কাটিয়ে আমাদের কেউ একইভাবে মাটির সাথে মিশে যেতে হবে, মিশে যেতে হবে এই প্রকৃতির সাথে, মিশে যেতে হবে আমরা যেখান থেকে এসেছিলাম সেখানে।

বহু ধর্মে মৃত্যুকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে, কেউ বিশ্বাস করে পুনরায় জীবন পাওয়া যাবে, কেউ বিশ্বাস করে জীবন একবারই। যে যায় বিশ্বাস করুক যদি সে ধর্মে বিশ্বাসী হয় সে যদি সৃষ্টিকর্তায় বিশ্বাসী হয়। তাহলে সে তার মৃত্যুকে স্মরণ করে সৃষ্টিকর্তাকে স্মরণ করে নিজেরা আত্মার শান্তির জন্য এই জগত সংসারে ভালো কাজ করে যাবে।


IMG_20250130_124218.jpg

IMG_20250130_123857.jpg


তাই সকল ধর্মেই একই বিশ্বাস করা হয় ভালো কর্মের জন্য অবশ্যই স্বর্গ বা বেহেশত রয়েছে। একমাত্র মৃত্যুর কথা স্মরণ করলেই আমরা আমাদের সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আমাদেরকে যিনি তৈরি করেছেন যার নিয়ামতে আমরা সুস্থ হয়ে বেঁচে আছি তার কথা স্মরণ হয়।

এ কবরস্থানেও আমার পরিচিত কয়েকজন সারা জীবনের জন্য ঘুমিয়ে গেছে, হয়তোবা জীবিত অবস্থায় তাদের অনেক টাকা পয়সা ছিল, কেউ অনেক শক্তিশালী ছিল, কে বা ক্ষমতার জোরে অনেক কিছুই করেছিল যুবক বয়সে, কিন্তু আজকে সে অসহায় এখন সে হয়তো তার প্রিয়জনদের কাছে দোয়া চায় তার ভালো থাকার জন্য , খুবই সেনসিটিভ একটা বিষয় নিয়ে আজকের লেখার দুঃসাহস করেছি।

যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুরূপ দৃষ্টিতে দেখবেন।


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  
 last month (edited)

মৃত্যু সত্যিই এক কঠিন বাস্তবতা, যা আমাদের জীবনকে আমি নতুন ভাবে ভাবতে শিখায়। কবরে বা শ্মশানে গেলে জীবনের ক্ষণস্থায়ী তো আরো গভীরভাবে অনুভূত হয়।তাই আমাদের উচিত সৎকর্মে মনোযোগী হওয়া যাতে মৃত্যুর পরও ভালো কাজের স্মৃতি আমাদের জীবিত রাখে। আপনার লেখাটি খুবই ভাবনার খোরাক যোগায়।

 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেখার মূল সারাংশ বোঝার জন্য, আপনার মন্তব্য দেখে খুব ভালো লাগলো।

Loading...
 last month 

এই লেখা সত্যিই গভীরভাবে ভাবনার খোরাক যোগায় এবং মৃত্যুর অমোঘ বাস্তবতাটিকে আমরা কীভাবে গ্রহণ করি, তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মৃত্যুর পরের সময়ের চিন্তা আমাদের জীবনের মূল্য বুঝতে সহায়তা করে। আপনে মৃত্যুকে নিয়ে যে পরিপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন আমাদের সাথে, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো।

 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.030
BTC 81671.84
ETH 1867.62
USDT 1.00
SBD 0.73