বন্ধুর বাসা পরিবর্তন
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
২৫শে, শনিবার।
হ্যালো ইনক্রেটেবল ইন্ডিয়াবাসী। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।
আজকে সারাদিন এই এক বন্ধুর বাসা পরিবর্তন এ সাহায্য করতে করতে সময় পার হয়ে গেল, হঠাৎ গতকাল অনেক রাতে এক বন্ধু ফোন করল আজকে তাকে সময় দিতে হবে বাসা পরিবর্তন করার সময়। খুব অল্প দিনের পরিচয় কিন্তু এমন ভাবে আসতে বলল যে না করা যায় না। এমন ভাবে বলল আমি যদি সকালে ব্যস্তও থাকি যদি আসতেও না পারি দুপুর বেলা লাঞ্চ যেন আমি তাদের সাথে করি।
এমনকি এই দাওয়াতটা আমাদের ফ্রেন্ড সার্কেলের সবাইকে দেখা হয়েছে, এখন অবশ্যই যেহেতু সবাই আসছে তাই আর কেউ মিস করলো না। যারা যারা পেরেছে তারা তারা সকালবেলায় চলে গেছে। আমি বেলা বারোটার দিকে গিয়েছি অনেকে আর পরে গিয়েছে। অনেক জিনিসপত্র এরা আমাদের পাশের এলাকায় থাকতো এখন তারা আমাদের এলাকায় চলে এসে যায়। যদিও আমার বাসা থেকে প্রায় ২০ মিনিটের দূরে কিন্তু যেহেতু আমাদের এদিকে চলে এসেছে তাই আমরা যদি না থাকি বিষয়টা খারাপ দেখায়।
সবাই খেয়ে না খেয়ে সময় দেয়ার চেষ্টা করছে এখানে, কাজ শেষ করতে করতে প্রায় বিকেল গড়িয়ে গেল। এদিকে আমার বন্ধুর আপুর বাসাও ওই একই দিকে আপুর বাসায় রান্নাবান্না করা হচ্ছে আমরা বন্ধুর বাসার কাজ মোটামুটি শেষ করে আপুর বাসায় চলে গেলাম খাওয়া-দাওয়া করতে। আমরা এতগুলো বন্ধু সারা দিনে একসাথে কাজ করলাম এবং খাওয়া দাওয়া করলাম বিষয়টা বেশ আনন্দদায়ক।
বাসায় ছোট ছোট বাবুরাও ছিল তাদের জন্য চিপস, বিস্কিট, চকলেট ইত্যাদি জিনিস গুলো কেনা হয়েছিল। খাওয়া দাওয়া করে আবার বন্ধুর বাসায় গেলাম জিনিসপত্র একটু গুছিয়ে দিতে। এরপর সবাই বিশ্রাম নেয়া শুরু করল বাকি কাজ তারা নিজেরাই কালকে করতে পারবে।
আমরা বেশ অনেকগুলো বন্ধু ছিলাম তারা অনেক রাত পর্যন্ত আড্ডা দিবে এটা আমার বাসার মধ্যে আড্ডা দিতে খুব একটা ভালো লাগছিল না তাই আমরা কয়েকজন বের হয়ে গেলাম। বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে কিছু সময় কম্পিউটারে গান শুনলাম।
এদিকে আমার একটা ছোট কাজিন এক ঝুড়ি চকলেট এবং তিলের খাজা নিয়ে এসেছে। আমি কম্পিউটার অন করলে সে সব সময় আমার পাশে বসে থাকে। আগে যখন অনেক ছোট ছিল তখন চুপচাপ আমার কাছে দেখতো। এখন কাজ করতে দেয় না বরং তার জন্য গান প্লে করে আমার বসে থাকতে হয়, যাই হোক দুজন গান শুনতে শুনতে তিলের খাজা চকলেট এগুলো খেলাম।
সারাদিন মোটামুটি অনেক খাটাখাটনি হল, শরীর যেমন এখন আর চলছে না। তাই কয়েক মিনিট রেস্ট করলাম এবং পরবর্তীতে কাজ করার জন্য উঠে বসলাম। যদি ইচ্ছে ছিল আজকে একটা ড্রইং পোস্ট করব এত সময়টা এত পরিমাণ কম ছিল যে সেটার করে উঠতে পারলাম না।


আজকে আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো, আপনার বন্ধুর বাসা পরিবর্তনের সময়। আপনারা সবাই একসাথে মিলেমিশে তাকে সাহায্য করেছেন। এটাই হলো বন্ধুবান্ধবের ঐক্য জোট! এটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত বন্ধু-বান্ধবের সাথে চলাফেরা করতে ভালো লাগবে। এত সুন্দর একটি বিষয়বস্তু নিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন এর জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
একটা কথা আপনি ঠিক বলেছেন এটা যতদিন থাকবে ততদিন একসাথে থাকতেও ভালো লাগবে, এইটা যদি নষ্ট হয়ে যাবে সেদিন হয়তো বা সম্পর্কটাও এতটা অটুট থাকবে না। ভালো লাগলো আপনার মন্তব্য দেখে আমার জন্য দোয়া করবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
আপনার পোস্টটি খুবই হৃদয়গ্রাহী হয়েছে। বন্ধুদের সাহায্য করা, সময় কাটানো এবং একসাথে খাওয়া-দাওয়া করার মুহূর্তগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। সত্যিই, বন্ধুত্বে এমন ছোট ছোট মুহূর্তগুলোই বড় আনন্দের কারণ হয়ে থাকে। আপনার দিনটি অনেক ভালো কেটেছে, আর ছোট কাজিনের সঙ্গে গান শোনা এবং তিলের খাজা খাওয়ার মুহূর্তটিও দারুণ হয়েছে। আশা করি আপনার পরবর্তী পোস্টেও এমন মিষ্টি মুহূর্তগুলো পাবো। শুভকামনা রইলো।
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য, খুবই ভালো লাগলো আমার পোস্ট পড়ে আপনি চমৎকার একটি মন্তব্য করেছেন। আজকে সারাদিনটা খুবই ব্যস্ততার মধ্যে ছিল এবং তাই একটা অংশ আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করলাম শুভকামনা রইল আপনার জন্য।
এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাসা পরিবর্তন করা সত্যি অনেক ঝামেলার একটি কাজ। একার পক্ষে একটি বাসা পরিবর্তন করা সম্ভব নয়। বাসার মালামাল একস্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য অনেক জনগণের প্রয়োজন হয়। আপনি কি আপনার বন্ধু বাসা পরিবর্তন এ সহযোগিতা করেছেন শুনে বেশ ভালো লাগলো।
দাদা ভালো থাকবেন আপনি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার অনুভূতি বোঝার জন্য এবং এত চমৎকার একটি মন্তব্য করার জন্য। খুবই ভালো লাগলো আপনার মন্তব্য দেখে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বাসা পরিবর্তন খুবই কষ্টের একটা কাজ আসলে এই সময় নিজের বাসার সমস্ত জিনিস একেবারে এলোমেলো হয়ে যায় তবে আপনার বন্ধুরা মিলে বাসার মধ্যে আড্ডা দিয়েছেন যেটা দেখে বেশ ভালো লাগলো এবং আপনার ছোট্ট কাজিন আপনাদের সাথে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ বন্ধুর বাসা পরিবর্তনের বিষয়টা আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।