এক্সিডেন্ট
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
১লা ফেব্রুয়ারি, শনিবার ।
হ্যালো ইনক্রেটেবল ইন্ডিয়াবাসী। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।
এক্সিডেন্ট
সকাল বেলা বাসা থেকে না খেয়ে বের হয়েছিলাম, বাইরে বের হয়েই প্রথমে চায়ের দোকানে চা খেয়ে দিন শুরু করলাম। যাইহোক প্রয়োজনীয় কিছু কাজ তারপর বন্ধুদের সাথে দেখা সব শেষ করতে করতে বেলা প্রায় দুটো, মোটামুটি ভালই খিদে পেয়েছিল তাড়াতাড়ি বাসায় আসলাম গোসল করে খেতে বসলাম।
খাবার খেতে খেতে প্রায় তিনটা বেজে গেল, খাবার খাওয়া মোটামুটি শেষের দিকে হঠাৎ করেই রাস্তায় বিকট জোরে একটা শব্দ হলো, সাথে সাথেই কারেন্ট চলে গেল। বুঝতে আর বাকি রইল না কোন একটা বড় গাড়ি আমাদের ট্রান্সমিটারের মধ্যে লাগিয়ে দিয়েছে। খাবার ওইখানেই রেখে সোজা দৌড় দিলাম রাস্তায়।
হাতেনাতে ধরলাম ড্রাইভারকে, ড্রাইভার অকপটে স্বীকার করল তাকে জোর করে এই লাইনে ঢুকানো হয়েছে। যাই হোক মালিকও সাথে ছিল, এটা মূলত একটা কোম্পানির গাড়ি এবং সেই কোম্পানিরই একজন কর্মকর্তা তার বাড়ির মালামাল বিনা খরচে এই গাড়িটি নিয়ে আসছিল। তিনি কয়েকটা টাকা বাজাতে গিয়ে আমাদের এখানে একটা বড় ক্ষতি করল।
পর্যায়ক্রমে আমাদের রাস্তাগুলো এত পরিমাণ উঁচু করা হয়েছিল যে রাতের বেলা বড় কোন গাড়ি আসলে এরকম এক্সিডেন্ট হয়ে থাকে, অনেক সময় অন্য মানুষের গাড়ির জন্য আমাদেরকে হাজার হাজার টাকা খরচ করতে হয়েছে।
আর ২-৩ মাস আগে রাতের বেলা এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই সময়ে আমার কম্পিউটার আমার ওয়াইফাই সহ আমাদের বাড়ির আরো একটি কম্পিউটার এবং আরো তিনটি ওয়াইফাই নষ্ট হয়ে যায়। তাহলে চিন্তা করুন ওই ট্রান্সমিটারের যত মানুষের ইলেকট্রিক লাইন ছিল প্রত্যেকে বাড়িরই কোন না কোন জিনিস নষ্ট হয়ে যায়।
তাই এবার তাকে ছাড় দেওয়া যাবে না তাকে খুব জোরালোভাবেই বলা হলো জরিমানা দিয়ে যেতে হবে, বিদ্যুৎ অফিসের লোক এসে বলল শুধুমাত্র ট্রান্সমিটারের জন্য এক লাখ টাকা জরিমানা করা হবে। কিন্তু আসলে তিনিও ভাড়াটিয়া মানুষ নতুন এলাকায় এসেছে এত বড় একটা জুলুম হয়ে যাবে তার জন্য তিনি না বুঝেই বিষয়টা ঘটিয়েছেন।
এতক্ষন এলাকার মানুষেরাই ওই গাড়ির মালিক এবং ড্রাইভারকে বকাঝকা করছিল, পরক্ষণে এলাকার মানুষরাই তাদের কাছে সাপোর্ট করল এবং শুধুমাত্র বিদ্যুৎ অফিসের লোকদের চা-নাস্তার একটা ব্যবস্থা করে গেল এবং তাদের থেকে আর কোন জরিমানা নেয়া হলো না এবং আমরা এলাকার কয়েকজন নিজেরা দায়িত্ব নিয়ে পুরো রাস্তা খালি করে তাদের নিরাপদ ভাবে এলাকা থেকে বের হওয়ার জন্য রাস্তা করে দেয়া হলো।
সত্যি বলতে প্রথমে খুবই মাথা গরম হয়েছিল কারণ পূর্বেও আমার নিজের পার্সোনাল অনেক ক্ষতি হয়ে গেছিল, সে সাথে এলাকার আরো মানুষের ক্ষতি হয়েছে এবং আমার বাড়ির মানুষদেরও ক্ষতি হয়েছে। কিন্তু তারপর আমরা সবাই ভাবলাম লোকটি না বুঝেই এত বড় গাড়ি নিয়ে এখানে এসে পড়েছে, আজকে আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করলে আমাদের এলাকারই একটা বদনাম। সবকিছু বিবেচনা করে মানবিক চিন্তা করে তাদের সাথে ভালো ব্যবহার করি পুরো বিষয়টি মিটমাট করে ফেলা হলো।
সৃষ্টিকর্তার অশেষ রহমত এবার আমাদের খুব বেশি একটা ক্ষতি হয়নি, মেইন রোডের সাথে বাড়ি হওয়ার এই একটা অশান্তি, যে কোন বিপদ-আপদ প্রথমে নিজেদের উপর আসে। যাই হোক ওই সময় বৈদ্যুতিক তেমন কোন কিছু চালু করা ছিল না বিধায় বেঁচে গেলাম।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
গত বছরে, আপনার হয়তোবা মনে আছে কিনা, আমি জানিনা, এই ট্রান্সমিটারের জন্য কতইনা আন্দোলন করেছি। দুই রাত জেগে থেকে কত দৌড়াদৌড়ি করেছি। আজকে আপনারা সবাই একটি ভাল কাজ করেছেন হয়তো এই লোকটার ১ লক্ষ টাকা জরিমানা হলে হয়তো তার উপরে অনেক জুলুম হয়ে যেত। এই জন্যই বাসায় যখন আসলাম আমি তখন আম্মু বলল বিদ্যুৎ ছিল না। এখন বুঝতে পারলাম কি কারনে আজকে বিদ্যুৎ কয়েক ঘন্টার জন্য ছিল না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের সাথে শেয়ার করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
হ্যাঁ মনে আছে নিয়ে বেশ অনেক ঝামেলাই হয়েছিল, আমাদের রাস্তা এতটাই উঁচু করা হয়ে গেছে তাই বড় কোন গাড়ি ঢুকতে পারে না। এই এলাকার সবাই মিলে এর কোন সমাধান বের করতে পারি কিনা, ধন্যবাদ আপনাকে।
আপনার অভিজ্ঞতা পড়ে বুঝতে পারলাম, সামান্য অসতর্কতা কতো বড় ক্ষতির কারণ হতে পারে। এলাকাবাসীর সচেতনতা এবং সহযোগিতা প্রশংসনীয়, তবে দোষীদের দায়িত্ব এড়িয়ে যাওয়াটা ঠিক হয়নি। প্রশাসনের আরও কঠোর হওয়া দরকার, যাতে ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি না হয়। আশা করি, সংশ্লিষ্টরা বিষয়টি গুরুত্বসহকারে দেখবে।
আপনি খুব সুন্দর কথা বলেছেন, তবে ওই লোকটি এলাকায় নতুন এসেছে এবং সেই দুর্ঘটনার কয়েক মিনিটের মধ্যে সেখানে সরকারি কর্মকর্তারাও চলে এসেছে। তাই যা হয়েছে অফিসারদের সামনেই হয়েছে। আমরা সবাই শুধুমাত্র তার 1 লাখ টাকার জরিমানাকে শুধু অল্প কয়েক হাজার টাকা করে দিয়েছে। কারণ একটা মানুষ আমাদের এলাকায় ভাড়া থাকবে এসেছে তার পক্ষে অবশ্যই এত টাকা দেয়া সম্ভব না, শুধুমাত্র নামমাত্র একটা খরচ দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এক্সিডেন্ট আসলে ইচ্ছে করে হয় না তাই সবাই ওই মানুষটাকে ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখেছে।
কদিন আগে রংপুর রোডে সকাল বেলা একটা এক্সিডেন্ট দেখলাম দেখে অনেক ভয় পেয়েছি আসলে এই সময়ে বেপোড়োয়া গতিতে গাড়ি চালানো আর কুয়াশা থাকার কারণে এক্সিডেন্ট গুলা বেশি হচ্ছে ৷ তারপরও মানুষ সতর্কতা অবলম্বন করছে না এটা আসলে আমাদের অসেচতনা ৷
আমাদের এখানে আসলে মূলত নতুন রোড এবং প্রায় 24 ফুট উচ্চতার গাড়ি তারা আসলে বুঝতে পারিনি এরকমটা হয়ে যাবে, তবে তারা আরো সতর্ক হতে পারত এত বড় একটা গাড়ি। যাই হোক পরবর্তীতে তাদের একটা শিক্ষা হয়েছে।
ছোট রাস্তার মধ্যে যদি এত বড় বড় গাড়ি প্রবেশ করানো হয় তাহলে রাস্তার মধ্যে থাকা তার ট্রান্সমিটার সবকিছু ক্ষতি হবে এটাই স্বাভাবিক আমার মনে হয় এত ছোট রাস্তার মধ্যে এত গাড়ি বা এত বড় গাড়ি ঢুকানোটা সম্ভব না তার পরে ওরা জোরপূর্বক এই কাজটা করেছে যার কারণে অনেকের অনেক ক্ষতি হয়েছে আসলে বৈদ্যুতিক জিনিস আর এভাবে যদি হঠাৎ করে তার ছিড়ে যায় তাহলে তো আরো বেশি সমস্যা ধন্যবাদ এক্সিডেন্ট সম্পর্কে আমাদেরকে অবগত করার জন্য ভালো থাকবেন।
রাস্তা আসলে মোটামুটি অনেক বড়, এখানে অনেক বড় বড় ট্রাক ওরা এসে আসতে পারে। কিন্তু এইটা হচ্ছে সুন্দরবনের কুরিয়ার সার্ভিসের গাড়ি। উচ্চতায় ২৪ ফিট বিল্ডিং এর একতলা কভার করে দুই তালা ছুই ছুই অবস্থা, মূলত গাড়ির সাইজ টাই অনেক বড় ছিল যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।