আসসালামু আলাইকুম
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটি প্রজাপতির ছবি আর্ট করেছি যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন দেখে আসা যাক আমার আজকের আর্ট। |
আমার আর্ট
বন্ধুরা আজকে আমি একটি নীল রং এর প্রজাপতি আর্ট করেছি। প্রজাপতি দেখতে অনেক সুন্দর ।কিন্তু বর্তমানে আমাদের এলাকাতে আর আগের মতো অতো বেশী প্রজাপতি দেখা যায় না। আজকে হঠাৎ একটি প্রজাপতি দেখতে পাই। এটা দেখেই আমার প্রজাপতি আর্ট করার চিন্তা মাথায় আসে। তারপর আমি বাড়িতে এসে আমার পেন্সিল ও কালার পেন্সিল দিয়ে এই প্রজাপতিটি আর্ট করি। আমি কালো ও নীল রং দিয়ে প্রজাপতিটি আর্ট করেছি। প্রজাপতির নীল রঙের ডানার মধ্যে কালো রঙের ডিজাইন দিয়ে এটাকে আকর্ষণীয় করে তুলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে ।তো চলুন আমার আজকের এই প্রজাপতি আর্ট এর প্রক্রিয়া ধাপে ধাপে দেখে আসা যাক ।
উপকরণ
- সাদা কাগজ
- একটি পেন্সিল
- রং পেন্সিল
- রাবার
- সার্পনার
ধাপ - ০১
প্রথমে আমি একটি সাদা কাগজ ও একটি পেন্সিল নিলাম। তারপর সাদা কাগজের মাঝখানে প্রজাপতির দেহের চিকন অংশটা আর্ট করলাম। তারপর প্রজাতির মাহার উপর যে দুইটি বড় বড় লোম থাকে সেগুলো আর্ট করলাম ও উপরে গোল করে ঘুড়িয়ে নিলাম।
ধাপ - ০২
এরপর আমি দুইপাশে প্রজাপতির দুইটা ডানা আর্ট করলাম। প্রজাপতির ডানা দুইটিতে বেশ ভালভাবে ডিজাইন করলাম ।অর্থাৎ একটু আকাবাকা করে আর্ট করলাম ।ডানাগুলোর নিচে লম্বা গোলাকার ডিজাইন করলাম।
ধাপ - ০৩
এরপর প্রজাপতির দুইটি ডানার মধ্যে অনেকগুলো ডিজাইন করলাম। ডানার একেবারে সাইডে ছোট ছোট গোলাকার বৃত্ত ও বডির পাশে বড় বড় গোলাকার ডিজাইন করলাম।
ধাপ - ০৪
এরপর প্রজাপতির বডি, মাথার উপরে বড় লোমের উপরে থাকা গোলাকার অংশে কালো রং করলাম এবং ডানার ভিতরে থাকা গোলাকার অংশ বাদে বাকি সমস্ত জায়গায় কালো রং করে দিলাম।
ধাপ - ০৫
এরপর প্রজাপতির বাকি যে জায়গাগুলো সাদা ছিলো সেগুলোর সবগুলোতেই নীল রং করলাম। তবে সেগুলোতে গাঢ়ো নীল রং না করে আকাশী নীল রং করলাম।
ধাপ - ০৬
এরপর ডানার একেবারে সাইডে আকাশী নীলের উপর কিছু জায়গায় গাঢ়ো নীল রং করলাম। এরপর একইভাবে সাইডে থাকা গোলাকার ছোট ছোট বৃত্তগুলোতেও গাঢ়ো নীল রং করলাম ।এখানেই আমার আর্ট শেষ হয়ে গেলো।
আমার আর্টের সাথে সেলফি
সবশেষে আমি আমার আর্টের সাথে একটা সেলফি তুললাম।
তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট ।আশা করি আপনাদের ভালো লাগবে ।ভূল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ।আর দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো আর্ট আপনাদের উপহার দিতে পারি। |
ধন্যবাদ সবাইকে
সবগুলো ছবিই আমার আইফোন ১২ মোবাইল দিয়ে তোলা হয়েছে
X promotion : https://x.com/saikat01718/status/1892975252420141183?s=46
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি ড্রইং আমাদের মাঝে শেয়ার করার জন্য। প্রজাপতি সত্যিই দেখতে অনেক সুন্দর হয়েছে। বর্তমান সময়ে আমার নীল প্রজাপতি খুব কমই দেখা যায়। আপনি আপনার ড্রয়িং এর প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে ধাপে ধাপে ব্যাখ্যা করেছেন। এর ফলে আমরা চেষ্টা করলে প্রজাপতিটা আঁকতে পারবো।
দাদা আপনার ড্রইং দেখে খুব ভালো লাগলো। ভালো থাকবেন আপনি।
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা ড্রইং শেয়ার করার জন্য। আসল প্রজাপ্রতির মতো দেখতে লাগতেছে। অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে স্টেপ বাই স্টেপ শেয়ার করেছেন। এভাবেই আপনার আর্ট দক্ষতাগুলো আমাদের মাঝে শেয়ার করে যান৷