আসসালামু আলাইকুম
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি হাজির হলাম আমার গতকালের ডাইরি নিয়ে । তো চলুন বেশী দেরি না করে শুরু করা যাক আমার গতকালের ডাইরি। |
ছবিটি ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে
আজকে আমি ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে আটটায়। ঘুম থেকে সকাল সাড়ে আটটায় উঠলেও বিছানা থেকে উঠেছি সকাল সাড়ে নয়টায়। কেননা ঘুম থেকে উঠেই আগে মোবাইলটা হাতে নিয়ে স্টিমিটে প্রবেশ করে নোটিফিকেশন চেক করলাম। তারপর কয়েকজনের পোস্টে আপভোট দিলাম। এরপর চলে গেলাম ইউটিউবে। ইউটিউবে গিয়ে আমি আজকের WWE Smackdown এর হাইলাইটস দেখা শুরু করলাম। আমি একজন রেসলিং ফ্যান। আমি প্রতি সপ্তাহের দুইটি শো এরই হাইলাইটস দেখি। খুব সকালে লাইভ হয় বলে এগুলোর লাইভ দেখা হয় না। রেসলিং দেখার পর মোবাইলটা রেখে ফ্রেস হয়ে নিলাম। তারপর আমার সকালের খাবার খেয়ে নিলাম।
ভাতিজা ফারহান
খাওয়ার পর একটু বিশ্রাম নিলাম। কিছুক্ষন পর আমাকে একা বাড়িতে রেখে সবাই গেলো আমাদের আলু ক্ষেতে আলু তোলার জন্য। কিছুক্ষন পর আমার জেঠাতো ভাইয়ের ছেলে ফারহান আসলো আমাদের বাড়িতে। ফারহানকে কয়েকটা খেজুর খেতে দিলাম ও তার ছবি তুললাম। কিছুক্ষন পর ফারহান চলে গেলো। এরপর আমি দরজাটা লাঠি দিয়ে আটকে দিলাম ও রুমে এসে টিভি দেখতে বসলাম। কিন্তু কিছুক্ষনের মধ্যেই বিদ্যুৎ চলে গেলো। আজকে সকাল থেকেই বিদ্যুৎ অনেক বিরক্ত করছে। তাই আমি আমার পাওয়ার ব্যাংকটা চার্জে লাগিয়ে দিয়ে সুইচ অন করে রাখলাম। বিদ্যুৎ আসলেই আমার পাওয়ার ব্যাংক অটোমেটিক চার্জ হবে। এরপর আমি বসে বসে একটি আর্ট করে ফেললাম। তারপর স্টিমিটি একটি পোস্টও করে ফেললাম।
আমার সেলফি ও আমাদের বাড়ির ছবি
এভাবে দুপুর হয়ে গেলো। এরপর আমাদের পাড়ার এক বড় বোন আসলো এবং আমাদের আলু বাছাই করার চাইলন নিয়ে গেলো। আমি আমাদের বাড়িতে থাকা কবুতরের খোপের কয়েকটা ছবি তুললাম। এরপর বিদ্যুৎ আসলে আমার দুইটা মোবাইলই চার্জে লাগিয়ে দিলাম। তারপর বাড়িতে তালা দিয়ে একটু বাইরে বের হলাম এবং বাইরে দোকানে গিয়ে দেখলাম যে আবারো বিদ্যুৎ চলে গেছে। তাই বাড়িতে এসে মোবাইল দুইটা পাওয়ার ব্যাংকে চার্জে লাগিয়ে দিলাম। এরপর আমি চলে গেলাম গোসলখানায় গোসল করার জন্য। গোসল করার পর এসে গায়ে সরিষার তেল মেখে রোদে কিছুক্ষন দাড়িয়ে থাকলাম। এরপর আমার ফুফাতো ভাই আসলো ও আলু রাখার জন্য বাড়ি থেকে কয়েকটা বস্তা নিয়ে গেলো।
আমার সেলফি ও বাড়ির ছবি
তারপর আমি আবারো দরজা লাগিয়ে দিলাম। তারপর আমার দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়ার পর একটু বিশ্রাম নিলাম। এরপর কয়েকটা সেলফি তুললাম ও দরজার সামনে দাঁড়িয়ে আমাদের বাড়ির একটা ছবি তুললাম। তারপর রোদে বসে বসে বই পরা শুরু করলাম। কিছুক্ষন পর আমার বাবা চলে আসলো। আমার বাবা আসলে আমি একটু বাইরে বের হলাম। বাইরে গিয়ে দেখলাম যে আমাদের পাড়ার ছেলেরা দোকানে বসে ফ্রি ফায়ার গেম খেলছে। আমিও তাদের সাথে যোগ দিলাম। কিছুক্ষন তাদের সাথে ফ্রি ফায়ার খেলার পর এক ছোট ভাইয়ের সাথে কাস্টম ম্যাচ খেললাম। ফ্রি ফায়ার খেলতে খেলতে বিকাল ৫ টা পার হয়ে গেলো।
শেষ বিকালে ধানক্ষেতের দৃশ্য
এরপর গেম খেলা শেষ করে আমি চলে গেলাম বাড়ির পাশে ধানক্ষেতে এবং সেখানে গিয়ে ধানক্ষেতের কয়েকটা ছবি তুললাম। তারপর বাড়িতে গিয়ে মোবাইল চার্জে লাগিয়ে দিলাম। এদিকে তখন বাড়িতে ভ্যানে করে আলুর বস্তা নিয়ে এসেছে আমার ফুফাতো ভাই। তাকে সেই আলুর বস্তা বাড়িতে ঢোকাতে সাহায্য করলাম। এরপর ফ্রেস হয়ে আমার বন্ধু তাজউদ্দীনকে জমির হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে আসতে বললাম। তাজউদ্দীনকে আসতে বলে আমিও চলে গেলাম জমির হাট মাঠে। মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ করে সবাই বল নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে।
মাঠের নারিকেল গাছের ফটোগ্রাফি
আমি মাঠের এক পাশে বসলাম এবং মাঠে থাকা নারিকেল গাছের ফটোগ্রাফি করলাম। কিছুক্ষন পর আমার বন্ধু তাজউদ্দীন চলে আসলো। এরপর আমরা দুজনে মিলে মাঠে বসে আড্ডা দিলাম। তাজউদ্দীনের বাড়ির কাছে গতকাল মাহফিল হয়েছিলো সেই মাহফিলের কিছু কথা সে আমাকে বললো। গতকাল তার সাথে ইন্টারেস্টিং যে ঘটনাগুলো ঘটেছিলো সেগুলো বললো। তাজউদ্দীনের সাথে মাঠে বসে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেলো। সেখানে আমরা আমাদের এক বন্ধু শফিকুলকে ভিডিও কল দিলাম ও তার সাথে দুজনেই কথা বললাম। শফিকুলের সাথে কথা বলার পর আমরা চলে গেলাম সাইদুলের দোকানে।
সাইদুলের দোকানের চা খাওয়ার সময় তোলা ছবি
আমাদের জমির হাটে সাইদুলের দোকানের চা অনেক ভালো ও বিখ্যাত। সাইদুলের দোকানে ছোলা ভূনা ও চা খেলাম। খাওয়ার সময় সাইদুলের একটা ছবি তুললাম। চা খাওয়ার পর যে যার বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে এসে ফ্রেস হয়ে বসে বসে স্টিমিটি একটা পোস্ট করলাম। তারপর মোবাইল চার্জে দিয়ে টিভিতে চ্যাম্পিয়নস ট্রফির অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড এর মধ্যকার ক্রিকেট ম্যাচ দেখতে শুরু করলাম। কিছুক্ষন খেলা দেখার পর আমার রাতের খাবার খেয়ে নিলাম। খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে বন্ধুদের সাথে চ্যাটিং করলাম। তারপর খেলা দেখতে দেখতে আমার আজকের এই পোস্টটি লেখা শুরু করলাম।
তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট । আশা করি আপনাদের ভালো লাগবে । ভূল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন । আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে । |
ধন্যবাদ সবাইকে
সবগুলো ছবিই আমার আইফোন ১২ মোবাইল দিয়ে তোলা হয়েছে
X promotion : https://x.com/saikat01718/status/1893335400183148613?s=46