"ঈদ সবার জন্য নয়.............."
![]() |
---|
Edit Canva
ঈদ মানেই আনন্দ। ঈদ মানে খুশি এটা আমরা সবাই জানি। কিন্তু ঈদের দিন সবার ঘরে আনন্দ থাকে না। সবার মনেও আনন্দ থাকে না। এক একটা মানুষের এক একটা কষ্ট অবশ্যই থেকে যায়। সেটা যত আনন্দের দিন না কেন। আজকে ঈদের দিন কেউ আনন্দ করছে আবার কেউ মন খারাপ করে চুপচাপ ঘরে এক কোণে বসে আছে। মনে হয় তার জীবনের সব আনন্দ একেবারেই বিলীন হয়ে গেছে। তবে সব রকমের আনন্দ উপভোগ করার মত মানুষের বড্ড অভাব। ঈদের দিনে সবাই অনেক বেশি আনন্দ করে। আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ঘুরতে বের হয়। তবে কিছু কিছু মানুষের মনে ঈদের আনন্দ থাকে না।
যেমন ধরন গতকালকে প্রবাসীদের ঈদ গেল, কিন্তু তারা কি করল ঈদের নামাজ পড়ে এসে হালকা নাস্তা করে ঘুমিয়ে পড়েছিল। কারণ তাদের ঘুমের অনেক বেশি প্রয়োজন। কালকে যখন আমি আমার ছোট ভাইয়ের সাথে কথা বলছিলাম। তখন ও আমাকে বলল যে আমি ঘুমাচ্ছি তখন আমি বললাম কেন কি হয়েছে। আজকে তো ঈদের দিন ঘুরতে বের হলেই তো ভালো হয় মনটা ভালো হয়ে যায়। তখন আমার ভাই আমাকে বলল আপু আমার জীবনে সবচাইতে বর্তমান সময়ে যে জিনিসটা প্রয়োজন। সেটা হচ্ছে ঘুম। আমি যদি ঘুমাতে পারি তাহলেই আমার জীবনে শান্তি।
এরপরে আমার খালাতো বোনের হাজবেন্ড আমাকে কল করলো। ওনারা একই অবস্থা ঘুম থেকে উঠে আমাকে কল করলেন। তখন আমি ওনাকে জাস্ট একটা কথা জিজ্ঞেস করলাম। আপনি বাড়িতে আসলে কি করেন। উনি আমাকে বলল আমি বাড়িতে গেলে অন্ততপক্ষে 10-15 দিন নিজের মতো করে ঘুমাই। কারণ এই প্রবাস জীবনে সঠিকভাবে ঘুমাতে পারি না। নিজের মতো করে যে একটু ঘুমাবো এই সময়টা আমাদের হয়ে ওঠে না। তখন বুঝলাম প্রবাসীদের ঈদ মানে হচ্ছে একটু ঘুম। নিজের মত করে একটু ঘুমানো এটাই তাদের ঈদের আনন্দ।
![]() |
---|
আজকে আমাদের ঈদ। তবে ঈদের আনন্দ নেই কেন জানেন। কারণ অনেক আপন মানুষকে হারিয়ে ফেলেছি। বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক মানুষের কাছ থেকে এত পরিমাণে আঘাত পেয়েছি। এখন কোন আনন্দ কখনোই আনন্দ মনে হয় না। আমার কথা বাদ দেন একটা ছেলের কথা বলি যার বাবা নেই। তার কাছে ঈদের আনন্দ বলতে কিছু নেই। কারণ কি জানেন কারণ সে নতুন জামা ঠিকই পরিধান করে। কিন্তু নতুন জামা পরে তার বাবাকে সালাম দিয়ে ঈদের সালামি নেয়ার মত আনন্দটা, সে উপভোগ করতে পারে না। সবাই ঈদের নামাজ পড়ে ঘরে আসে। কিন্তু সে ঈদের নামাজ পড়ে ঘরে আসে না সোজা চলে যায় কবরস্থানে, তার বাবার কবর জিয়ারত করার জন্য।
![]() |
---|
একটা মা হারা সন্তান জানে ঈদের আনন্দটা তার মা থাকার সময় কতটা ছিল, আর এখন তার মা নেই এখন তার ঈদ বলতে কিছুই নেই। সকাল বেলা যখন চাচাতো ভাইয়ের কাছে কল করেছিলাম খুব কান্না করছিল, আর আমাকে বলছিল আপু আমি আমার মা কে অনেক বেশি মিস করি। আজকে আমি সবাইকে দেখতে পাচ্ছি ঈদের দিনে সবাই আনন্দ করছে, কিন্তু আমি আমার মাকে দেখতে পাচ্ছি না। আমার মায়ের হাতে বানানো সেমাই খেয়ে আমি ঈদে যেতে পারছি না। আসলে ওর কথা শোনার পর নিজেকে আটকে রাখতে পারলাম না। ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ কান্না করলাম। আপন মানুষ হারিয়ে গেলে কতটা কষ্ট হয় সেটা আনন্দের দিনে এসে উপলব্ধি করা যায়।
আর তাই আমার কাছে মনে হয় ঈদের আনন্দ সবার জন্য না। তবে যারা আনন্দ করছে তারা সবসময় এভাবে হাসিখুশি থাকুক এটাই দোয়া করে সৃষ্টি কর্তার কাছে। আর যাদের প্রিয় মানুষগুলো হারিয়ে গেছে তারা যেন পরকালে ভালো থাকে। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেন এটাই কামনা করি। সবাই ভাল থাকবেন। ঈদ মোবারক।