দোলযাত্রা!🎨

in Incredible India14 days ago
IMG_20250315_010644.jpg

নমস্কার বন্ধুরা,,,
কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। সবাইকে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমার আজকের দোলযাত্রার নিয়ে সকাল থেকেই বেশ উত্তেজনা কাজ করছিল। দোলযাত্রা মানেই রঙের উৎসব, আনন্দের মেলা। তাই তার প্রস্তুতিটাও ঠিকঠাক হওয়া চাই।

IMG20250314081516.jpg

সকালে ঘুম থেকে উঠেই প্রথমে বাড়ি একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। বাড়ির মেয়েরা উঠোন আর বারান্দায় রঙিন আলপনা এঁকে দিয়েছে, যেন উৎসবের আমেজটা ঠিকমতো ফুটে ওঠে। এরপর নিজের জন্য সাদা গেঞ্জি আর প্যান্ট বের করে রেখেছি, কারণ দোলের দিনে সাদা পোশাকে রং মাখানোর মজাই আলাদা।

তারপর রঙের ব্যবস্থা করা হয়েছে। পিচকারি, আবির বিভিন্ন রং রাখা হয়েছে। এবার আর কেমিক্যাল রং ব্যবহার করা হবে না। গত বছর কেমিক্যাল দেওয়া রঙ ব্যবহার করে ত্বকের ক্ষতি হয়েছিল। এছাড়া কেমিক্যাল দেওয়া রং একবার শরীরের কোথাও লাগলে সহজে উঠতে চায় না। তাই এবার বাজার থেকে শুধু হালকা, ত্বকের জন্য নিরাপদ রঙই কিনেছি। পাশাপাশি বাড়িতে কিছু প্রাকৃতিক রং তৈরি করেছি। যেমন পুইশাক এর ডিম দিয়ে লাল রং এবং হলুদ দিয়ে হলুদ রং।

রঙের পাশাপাশি মিষ্টির ব্যবস্থাও করতে হয়েছে। মা আর দিদার সাহায্যে পায়েস রান্না করা হয়েছে। যাতে পাশের গ্রাম থেকে দোল নিয়ে আসলে তাদের মিষ্টি মুখ করাতে পারি।

IMG_20250315_004810.jpg

দোলের দিন মানেই বন্ধুদের সাথে মজা করা আর রং খেলার দিন। তাই বন্ধুদের সাথে কোথায় দেখা হবে, কীভাবে রং খেলা হবে তা আগেই ঠিক করে রাখা হয়েছে। মোবাইলে মেসেজ দিয়ে সবাইকে জানিয়ে দিয়েছি যেন সময়মতো সবাই চলে আসে। আমাদের উঠোনটাই এবার রং খেলা হবে। গত বার হয়েছিল আমাদের বাড়ির পাশে একটা স্কুল মাঠে।

IMG_20250315_005336.jpg

বাড়ির ছোটরাও দোলের জন্য বেশ উত্তেজিত। তাই তাদের জন্য আলাদা করে কিছু হালকা রং রাখা হয়েছে যাতে তাদের ত্বকে কোনো সমস্যা না হয়। আর হ্যাঁ, সবাইকে সাবধান করে দিয়েছি যেন কেউ চোখে-মুখে বেশি রং না দেয়।

সব শেষে নিজের ত্বক আর চুলের সুরক্ষার জন্য তেল মেখে নিয়েছি। কারণ জানি, রং মাখানো তো সহজ, কিন্তু পরিষ্কার করা বেশ কষ্টের।

সব মিলিয়ে আজকের দোলযাত্রার প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন। এখন শুধু অপেক্ষা বন্ধুদের আসার আর রঙের খেলায় মেতে ওঠার।

IMG_20250315_005710.jpg

বেশ কিছু সময় পর সবাই একজায়গায় হই এবং আমাদের রং খেলা শুরু করা হয়। একে অপরকে জোর করে রং মাখানোর প্রতিযোগিতা শুরু হয়। দোলের আনন্দ তো রং মাখানোয়। আর এভাবেই আমাদের আজকের দোলযাত্রা রং মাখামাখি দিয়ে শেষ হয়।

সমাপ্ত

"ধন্যবাদ সবাইকে"

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

IMG-20250228-WA0022.jpg

Curated by @mikitaly

 13 days ago 

Thank you so much.

 13 days ago 

দোলযাত্রা আপনাদের হিন্দু সম্প্রদায়ের জন্য খুবই মূল্যবান একটা দিন যেই দিনটা আপনারা আপনাদের বন্ধুদের সাথে রং মাখামাখি করার মাধ্যমে ব্যস্ত হয়ে পড়েন আপনি আজকে আপনার বাড়ির প্রতিবেশী এবং আপনার বন্ধুদের সাথে খুব সুন্দর ভাবে দিনটা উপভোগ করেছেন আপনাদেরকে দেখেই বোঝা যাচ্ছে আপনারা কতটা আনন্দ উপভোগ করেছেন অসংখ্য ধন্যবাদ দোলযাত্রায় আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.031
BTC 83779.33
ETH 1869.23
USDT 1.00
SBD 0.77