বহু বছর পর হঠাৎ দেখা।.

in Incredible India14 days ago

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।


হ্যালো আমার প্রিয় স্টিমিয়ান বন্ধুরা।
আমি @rasel72. #বাংলাদেশ থেকে।


1000006767.jpg
ছবিটা picsart অ্যাপ দিয়ে তৈরি।

শিরোনাম দেখে কেউ ভাববেন না আমি কোনো প্রেমের গল্প করতে চলেছি৷ কেউ মনে মনে ভাবতে পারেন, হয়ত আমার পুরাতন কোনো প্রেমিকার সাথে দেখা হয়েছে বলেই এমন নাম। আসলে এসব কিছু না। মূলত আজকে বাংলাদেশের একটা নতুন দিক নিয়ে আলেচনা করব। আগেই বলে রাখি, এটা আমি ভালো দিক বিবেচনায় শেয়ার করছি, কেউ রাজনৈতিক দিকে বিবেচনা করবেন না। বাংলাদেশের জুলাই এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জনগণ যেন এক নতুন সূর্য এবং দেশকে পেয়েছে। যার ফলে সবাই যেন স্বাধীন ভাবে বাঁচতে, বলতে শিখেছে। দেশকে নতুন করে গড়তে সবাই যেন তাদের সবটুকু দিয়ে চেষ্টটা করে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা তাদের মতো করে এবং তত্তাবধায়ক সরকার চেষ্টটা করে যাচ্ছে বাংলাদেশের মানুষের মনের ইচ্ছা মতো দেশকে গড়ে তোলার। দেশে বর্তমানে চলতেছে সংস্করণ কাজ।

বাংলাদেশের একটা রাজনৈতিক দলের নাম হলো বাংলাদেশ জামাতি ইসলাম. এদের ছাত্রদের নিয়ে একটা সংগঠন আছে। যার নাম বাংলাদেশ ইসলামি ছাত্রশীবির। এটা মূলত ইসলামিক নিয়মে প্রতিষ্ঠিত এবং পরিচালিত। যারা সব সময় ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় কাজ করে যায়। জীবন দিতেও পিছুপা হয় না। আমি দীর্ঘ ৪ টা বছর কুষ্টিয়া কলেজে পড়াশুনা করেছি, কিন্তু কখনও তাদের প্রকাশশে বা সরাসরি কোনো উৎসব করতে দেখি নাই। কারণ সরকারি নিষেদ্ধ ছিল। কেউ করলেই তাকে পুলিশ ধরে নিয়ে যেত। কিন্তু গত বৃহস্পতিবার যেন আমি অনেক আকাশ থেকে পরার মতো। যদিও স্বাধীন বাংলাদেশে এটা কল্পনা করাই যায়। গিয়েছিলাম বিকেলে ডাক্তার দেখাতে কুষ্টিয়া। হঠাৎ অটোতে বসে থাকতেই কুষ্টিয়া সরকারি কলেজের মাঠে তাকাতেই একটা ব্যানার চোখে পরল। লেখা প্রকাশনী উৎসব, বাংলাদেশ ইসলামি ছাত্রশীবির. দেখা মাত্র আমি অটো থেকে নেমে পরলাম। কারণ এতো বছর কুষ্টিয়া থেকে গেলাম, কিন্তু এমন কোনো অনুষ্ঠান করে দেখি নাই। এই প্রথমবার দেখলাম।

1000006654.jpg1000006655.jpg
1000006656.jpg1000006657.jpg

এটা মূলত ইসলামিক বিভিন্ন বইয়ের প্রকাশনী। যেখানে গিয়ে মানুষ ছাত্রশীবির এবং ইসলাম সম্পর্কে জানতে পারবে। জানতে পারবে তারা কিভাবে কাজ করে কি নিয়ে কাজ করে। আমি গিয়ে স্টোলগুলো ঘুরে ঘুরে দেখলাম। বিভিন্ন বইয়ের নামগুলো পরলাম। অনেকগুলো দেখলাম। বাইরে এবং ভিতরে বিভিন্ন ধরনের ব্যানাের নানা ধরনের ছন্দ লেখা। যা আমাদেরকে সত্যের পথে চলতে সাহায্য করে। এগিয়ে নিয়ে যাবে।

1000006660.jpg1000006661.jpg
1000006663.jpg

অনেক মানুষ সেখানে ভির জমিয়েছিল স্টোলগুলো দেখতে এবং বই কিনতে। কেউ লিফলেট, কেউ বই কিনতে ব্যস্ত। বেশির ভাগ ছাত্র এবং যুব সমাজ ছিল সেখানে। দেখে আমার মনটা ভরে গেল। বহু বছর পর হঠাৎ উৎসবটা দেখে মনটা ভরে গেল। যদিও আমি কোনো বই কিনি নাই শুধু সকল জায়গাগুলো ঘুরে দেখলাম।।আমি অনেক আগে থেকেই ছাত্রশীবির সম্পর্কে জানতাম। আসলে আমাদের সবার উচিত সত্যের পথ খুজা, সত্যকে প্রতিষ্ঠায় কাজ করা। যাতে আমরা আমাদের জীবনের স্বাধীন বাক্যগুলো শেয়ার করতে পারি। মন খুলে বলতে পারি। দেশটা যাতে মানুষের মিলে মহব্বতে ভরে যায়। আমরা এই আশা করি, এই দেশে একদিন শান্তি আসবেই। দেশ শাসন করবে ইসলামিক নিয়ম বিধানের মাধ্যমে।

আমি আগেও বলেছি, আবারও বলছি দয়া করে কেউ এটাকে রাজনৈতিক দিকে বিবেচনা করবেন না। আমি মূলত আমার মনের কথা এবং হঠাৎ দেখা উৎসব নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।

Sort:  
 13 days ago 

আসলে আপনি ঠিকই বলেছেন বহু বছর পরে এই জিনিসগুলো আমাদের এখানেও হচ্ছে দেখে বেশ ভালই লাগছে জামায়েত ইসলাম একটা দল বাংলাদেশের রাজনৈতিক সংগঠনের দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার কাছে বিষয়গুলো জানতে পেরে বেশ ভালো লাগলো বাংলাদেশে যদি জামায়েত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তাহলে বেশ ভালই হবে অন্ততপক্ষে বাংলাদেশ ইসলাম ধর্ম অনুযায়ী চলতে পারবে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

ইনশাআল্লাহ,, একদিন বাংলাদেশে ইসলামি শাসন আসবে। ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্যের জন্য।

TEAM 4

Your content has been successfully curated by our team via @khursheedanwar

Thank you for your valuable efforts! Keep posting high-quality content for a chance to receive more support from our curation team.

banner.png

 10 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 13 days ago 

আপনার অভিজ্ঞতা ও অনুভূতি সুন্দরভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ। ইসলামিক বইয়ের এমন একটি প্রকাশনী উৎসবে গিয়ে সত্যের পথে চলার অনুপ্রেরণা পাওয়ার বিষয়টি নিঃসন্দেহে প্রশংসনীয়। বই মানুষের চিন্তাধারা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে যদি তা ন্যায় সত্য ও মানবতার বার্তা বহন করে। আশা করি এমন আয়োজন আরো হবে এবং মানুষ উপকৃত হবে।

আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য।

TEAM 4

Your content has been successfully curated by our team via @khursheedanwar

Thank you for your valuable efforts! Keep posting high-quality content for a chance to receive more support from our curation team.

banner.png

 8 days ago 

আপনার টাইটেল একরকম আর পোষ্টের ভিতর পড়ে অন্যরকম পেলাম সেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।।

জুলাইয়ের পল মানুষ এক স্বাধীনতা পেয়েছে সে বিষয়ে আপনি বেশ কিছু বলেছেন এছাড়াও জামাত-শিবির নিয়েও কথা বলেছেন তাদের বই সম্পর্ক কথা বলেছেন।। সবকিছু মিলিয়ে খুব সুন্দর ভাবে আজকের পোস্টে উপস্থাপন করেছেন।।

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96671.20
ETH 2774.98
SBD 0.66