হোয়াইট বোর্ডের উপর মার্কার কলম দিয়ে নকশা ড্রইং।.
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটা আলপনা শেয়ার করব। চলুন শুরু করি-
ড্রইং আমার কাছে একটা পেশা, ভালো লাগা, ভালোবাসা, সময় কাটানো। সব বলতে পারেন। আমি সুযোগ পেলেই বসে যায় রঙ পেন্সিল নিয়ে। যেকোনো জিনিস দিয়েই তৈরি করি, নতুন কিছু সৃষ্টি করার। মাঝে মাঝে তো আপনাদের সাথে শেয়ারও করেছি। আজকেও নতুন কিছু শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি বোর্ডের উপর মার্কার কলম দিয়ে আলপনা নকশা বা মেহেদী নকশা অংকন করার চেষ্টটা করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি।
হোয়াইট বোর্ডের উপর মার্কার কলম দিয়ে নকশা ড্রইং।
উপকরণ-
১. হোয়াইট বোর্ড।
২. কালার মার্কার কলম।
প্রথম ধাপ
প্রথমে বোর্ডেটা নিয়ে নিলাম। এরপর নীল কালার মার্কার কলম দিয়ে একটা ছোট গোল আকৃতির ফুল অংকন করে নিলাম।
দ্বিতীয় ধাপ
এবার ফুল দুই দিকে দুইটা কলকা অংকন করে নিলাম। ভিতরে ছোট ছোট ডিজানই করে নিলাম।
তৃতীয় ধাপ
এবার এক পাশে তিনটা দুইটা ত্রিভুজ আকৃতি ও মাথার দিকে কিছু নকশা করে নিলাম।
চতুর্থ ধাপ
এবার বাকি অংশগুলো কিছু ছোট ছোট ডিজাইন দিয়ে দিলাম।
এরই মধ্যে দিয়ে আমি আমার আজকের নকশার ড্রইংটা শেষ করলাম। যদি আপনাদের কাছে এটা ক্ষুদ্র বা কমন বিষয় মনে হতে পারে। কিন্তু আমি যেহেতু ড্রইংকে ভালোবাসি, যার ফলে এটাও আমার কাছে অনেক কিছু। আশা করি আমার আজকের দেখানো ধাপগুলো আপনারা সবাই ভালো ভাবে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি অনেক সুন্দর ভাবে ড্রয়িংটি করেছেন যা দেখে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বিষয়বস্তু আমাদের সাথে উপস্থাপন করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
অনেক ধন্যবাদ ভাই।
ফুলের ফটোগ্রাফি বা ফুল আঁকতে সাধারণত মেয়েরা পছন্দ করে কিন্তু আজকে দেখলাম আপনি হোয়াইট বোর্ড এর উপর আপনার মার্কার দিয়ে খুব সুন্দর একটা ফুলের ছবি তৈরি করেছেন যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে আসলে চেষ্টা করলে মানুষ সবকিছুই পারে সেটা ছেলের হোক কিংবা মেয়ে মানুষ চেষ্টার মাধ্যমে সবকিছু করা সম্ভব অসংখ্য ধন্যবাদ চমৎকার অংকন করার পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ বোন।