১০ দিন পর...
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও ১০ টা দিন পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার নতুন পোষ্ট নিয়ে। আজকে মূলত ১০ দিন পোষ্ট না করার কারণগুলোই আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি
আপনারা সবাই হয়ত অবগত ছিলেন গতকাল পর্যন্ত একমাস ছিল মুসলমানদের আনন্দময় ফজিলত পূর্ণ একটা মাস রমজান মাস। এই মাসকে ঘিরে মুমিন মুসলমান ব্যক্তিদের থাকে নানা ধরনের পরিকল্পনা। যার মাধ্যমে তারা চেষ্টটা করে আল্লাহ তায়ালার নৈকট্য লাভ করার জন্য। এই মাসে আল্লাহর রহমত ও দয়া সবচেয়ে বেশি পরিমাণ মুমিন ব্যক্তির উপর বর্ষিত হয়। রোজা, সাহরি, ইফতারি আর নানা মুখি ইবাদতের মাধ্যমে কাটানো হয় এ মাস। অন্যান্য মাসের তুলনায় এই মাসের ফজিলত আল্লাহ তায়ালার কাছে সবচেয়ে বেশি। এই মাসে অন্য মাসের তুলনায় ইবাদতের সওয়াব বেশি পাওয়া যায়। অন্য মাসের তুলনায় ৭০ গুন বেশি সওয়াব পাওয়া যায়। এই রমজান মাসকে তিনটা ভাগে ভাগ করা হয়:-
১. রহমতের দশ দিন।( প্রথম দশ দিন)
২. মাগফিরাতের দশ দিন।( দ্বিতীয় দশ দিন)
৩. নাজাতের দশ দিন। ( শেষ দশ দিন).
প্রথম দশ দিনে আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দাদের উপরে বেশি বেশি রহমত দান করেন। বান্দারা তাদের ইবাদতের মাধ্যমে আল্লাহ তায়ালার কাছ থেকে রহমত হাসিল করে নেন।
এই মাসের শেষ দশ দিন হলো সবচেয়ে বেশি ফজিলত ও বরকতপূর্ণ সময়। এটাকে বলা হয় লাইলাতুল কদর পাওয়ার মুহূর্ত। কদরের রাতের ইবাদত হাজার মাস অপেক্ষা উত্তম। এই শেষ দশ দিন মসজিদে অবস্থা করে ইবাদত করলে সবচেয়ে বেশি আল্লাহ নৈকট্য লাভ হয়। শেষ দশ দিনের সবচেয়ে ফজিলতপূর্ণূ ইবাদত ইতেকাফের ইবাদত। ইতেকাফ অর্থ:-
আল্লাহ তায়ালা নৈকট্য লাভের আশায় এবং লাইলাতুল কদর পাওয়ার আশায় রমজানের শেষ দশ দিন দুনিয়াবি সকল কাজ বাদ দিয়ে দুনিয়ার চিন্তা বাদ দিয়ে সকল প্রযুক্তি, ডিভাইস কথা বার্তা বলা থেকে বিরত থেকে মসজিদে অবস্থান করে শুধু আল্লাহ তায়ালা ইবাদতে মগ্ন থাকা। জরুরি প্রয়োজন ছাড়া ( প্রসাব, পায়খানা, আর ফরজ গোসল) বাদে মসজিদের বাইরে আসলে ইতেকাফ নষ্ট হয়ে যায়। ইতেকাফ থাকা অবস্থায় বাইরের লোকেদের সাথে অপ্রয়োজনীয় কোনো কথা বলা নিষেদ্ধ। খাবার বা অন্য জরুরি প্রয়োজনীয় জিনিসগুলো বাড়ি থেকে কেউ এসে শুধু সময় মতো দিয়ে চলে যাবে।
গতবার রমজান মাসে আমি শেষ দশ দিন এতেকাফে বসেছিলাম মসজিদে। এই সময়ে কোনো পড়াশুনা বা কাজ করা থেকে বিরত থাকার চেষ্টটা করেছিলাম। এই রমজানে গত ২০ তারিখে আবারও ইতেকাফে বসার নিয়তে আমি মসজিদে গিয়েছিলাম। ফোনটা বাসায় রেখে গিয়েছিলাম। কারণ, আগেই বলেছি রমজান মাস হলো মুসলমানদের জন্য ইবাদতের একটা মাস৷ এই মাসে বেশি বেশি ইবাদত করা উচিত। তাই চেষ্টটা করি একটু আল্লাহ তায়ালা নৈকট্য অর্জন করার। বাড়ী থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে ২০ রমজান আসরের পরে চলে গিয়েছিলাম মসজিদে। তারপর থেকে মসজিদেই অবস্থান করেছি। নিয়ম অনুযায়ী মসজিদে থাকতে হবে। কারণ এটা পবিত্র স্থান ইবাদতের স্থান। এট পবিত্রতা রক্ষা করা উচিত। প্রতিটা মসজিদেই কিছু সংখ্যক মানুষ ইতেকাফে বসেন। কারণ, সবাই বসতে পারে নাহ, কাজের জন্য।
আমার খাবার আমার আব্বু দিয়ে আসত। সন্ধার সময় ছোটদের কেউ দিয়ে আসত আর সাহরির সময় আব্বু গিয়ে দিয়ে ফোন বাড়ীতে রেখে আসছিলাম। এজন্য কারুর সাথে কোনো যোগাযোগ করা হয় নাই, কোনো কাজও করি নাই। পোষ্টও করতে পারি নাই। আসলে দুনিয়াতে কয়দিনই বা আর থাকব। এই অল্প সময়ের মধ্যে সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করাটায় আমাদের মূল উদ্দেশ্য। যাতে মৃত্যুর পরের জীবনে আমরা সুখ লাভ করতে পারি।
ঈদের চাঁদ উঠার পর আমরা মসজিদ থেকে সন্ধার সময় বের হয়েছিলাম। তারপর আজকে ঈদের দিন পালন করেছি (আলহামদুলিল্লাহ). ইনশাআল্লাহ আবারও নিয়মিত আমার পোষ্ট আবারও আপনাদের সাথে শেয়ার করতে পারব। ১০ টা দিন পোষ্ট শেয়ার করতে না পারার জন্য আন্তরিক দুঃখীত। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
রমজান মাস হচ্ছে ফজিলত এর মাস এই মাসে আমরা যত বেশি ইবাদত করব আমাদের জন্য তত ভালো হবে সব সময় আল্লাহর পথে নিজেকে নিয়োজিত রাখার মধ্যেই কিন্তু মুসলমানের ঈমান ভরে রাখাটা উত্তম হয়ে যায়।ইতেকাফ এরমধ্যে যুক্ত হয়েছেন জানতে পেরে ভালো লাগলো শেষের ১০ দিন এই ইত্তেকাফ করা হয়ে থাকে আপনি ওখানে নিজের সময়টা বের করেছেন আপনি ঠিকই বলেছেন এই সময় অন্য কারো সাথে অপ্রয়োজনীয় কথা বলা মোটেও ঠিক না যাইহোক অসংখ্য ধন্যবাদ দশ দিন পর আপনি আবারো আমাদের সাথে ফিরে এসেছেন জানতে পেরে ভালো লাগলো ধন্যবাদ ভাল থাকবেন।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য৷