চিকেন পকোড়া

in Incredible India15 hours ago

নমস্কার বন্ধুরা। আপনারা সকলে কেমন আছেন? আজ আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করে নেওয়ার জন্য। অনেকদিন যাবৎ আপনাদের সাথে কোন রেসিপি শেয়ার করা হয়ে ওঠেনি। স্টুডেন্টদের পরীক্ষা চলছে যার ফলে ওদের পাশাপাশি আমার উপরেও খানিকটা চাপ এসে পড়েছে। তাই বাড়িতে যখন রান্না হয় সেই সময় আমি থাকি না যার ফলে আপনাদের সাথে রেসিপি শেয়ার করার সময় হয়ে ওঠে না। তবে কাল একটু সময় পেয়েছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করি।

গতকালই দাদা চিকেন এনেছিল। আমার পছন্দের রেসিপিটি তৈরি করার জন্য আমি সেখান থেকে বেশ কিছু সলিড পিস তুলে রেখেছিলাম। কাল যেহেতু একটু সময় পেয়েছিলাম তাই ভাবলাম চট জলদি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। আমি বানিয়েছিলাম আমার পছন্দের চিকেন পকোড়া। আমি এই প্রথমবার বানালাম। বাড়িতে যতবার বানানো হয়েছে বৌদিই বানিয়েছিল। তাই প্রথমে একটু ভয় পাচ্ছিলাম আদি ও বৌদির মত টেস্টি হবে কিনা তবে সত্যি কথা বলতে গেলে কালকের রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল।

1000158881.jpg

চলুন তাহলে জেনে নিই আমরা কিভাবে আমি আজকে রেসিপি টা বানিয়েছিলাম----

উপকরণ
নংসামগ্রীপরিমাণ
চিকেন২০০ গ্রাম
কাঁচা লঙ্কাপরিমাণ মতো
নুনস্বাদ অনুযায়ী
হলুদপরিমাণ মতো
জিরের গুঁড়োপরিমাণ মতো
রিফাইন তেলপরিমাণ মতো
আদাপরিমাণ মতো
লঙ্কার গুঁড়োপরিমাণ মতো
রসুনপরিমাণ মতো
গোলমরিচের গুঁড়োপরিমাণ মতো
১০গরম মসলার গুঁড়োপরিমাণ মতো
১১ডিম১টা
১২সয়া সস্২ চামচ
১৩ভিনিগার১ চামচ
১৪গ্রিন চিলি সস্১ চামচ
১৫টমেটো সস৩ চামচ
১৬ময়দাপরিমাণ মতো
১৭কর্নফ্লাওয়ারপরিমাণ মতো

1000158854.jpg

পদ্ধতি

ধাপ ১ :

প্রথমেই ফ্রিজ থেকে বের করে রাখা চিকেনের পিস গুলোকে ছোট ছোট করে সাইজ মত কেটে নিয়েছিলাম।

1000158858.jpg

ধাপ ২:

এরপর পেঁয়াজ , কাঁচালঙ্কা, আদা, রসুন, সবগুলোকে ছোট ছোট করে কেটে মিক্সচারে দিয়ে একসাথে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম।

1000158856.jpg

ধাপ ৩ :

এরপর মাংসের মধ্যে একে একে এক চামচ গ্রিন চিলি সস, তিন চামচ টমেটো সস, এক চামচ ভিনেগার ও ২ চামচ সয়া সস দিয়ে দিয়েছিলাম।

1000158860.jpg

ধাপ ৪ :

এরপর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো গরম মসলার গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো।

1000158862.jpg

ধাপ ৫ :

এরপর তার মধ্যে স্বাদ অনুযায়ী একে একে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো।

1000158864.jpg

ধাপ ৬ :

এরপর তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ, রসুন, আদা ও লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছিলাম।

1000158866.jpg

ধাপ ৭:

এরপর ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। যদি হাতে সময় থাকে আপনারা এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তবে আমার সময় কম থাকায় আমি কুড়ি মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম ।

1000158868.jpg

ধাপ ৮:

কুড়ি মিনিট পর তার মধ্যে পরিমান মত ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম। তারপর সমগ্র মিশ্রণ কে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম।

1000158870.jpg

ধাপ ৯:

এরপর তার মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছিলাম ।

1000158872.jpg

ধাপ ১০:

*এরপর মিশ্রণটা একটু পাতলা হয়ে যাওয়ায় আমি তার মধ্যে পরিমাণ মতো আরো কিছুটা ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। *

1000158874.jpg

ধাপ ১১:

এরপর দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম।

1000158876.jpg

ধাপ ১২:

এরপর ওভেনে কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম।

1000158878.jpg

ধাপ ১৩:

তেল গরম হয়ে এলে তাতে একে একে ম্যারিনেট করে রাখা চিকেনের পিক গুলো দিয়ে দিয়েছিলাম।

1000158880.jpg

ধাপ ১২ :

এরপর লো ফ্লেমে রেখে চিকেনগুলো ভেজে নিয়েছিলাম। এই মুহূর্তে এসে আমার ফোনের চার্জ একেবারেই শেষ হয়ে যায় যার ফলে এর পরের ছবিগুলো আমি আর তুলতে পারিনি। আপনারা লো ফ্লেমে রেখে বেশ অনেকটা সময় নিয়ে এপিঠ ওপিঠ ভালোভাবে ভেবে নেবেন।

1000158881.jpg

তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের চিকেন পকোড়া।

আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সকলে জানাবেন আপনারাও কি এইভাবেই চিকেন পকোড়া রান্না করেন এবং আমার রান্না আপনাদের কেমন লাগলো সে কথাও জানাতে ভুলবেন না। আগামীকাল আবার অন্য কোন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  

1000005434.png
Your post from Team6 has been curated by @adriancabrera

 11 hours ago 

Thank you so much.

Loading...

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 90329.45
ETH 2286.75
SBD 0.63