বিগত কিছুদিনের জীবন সম্পর্কে অভিজ্ঞতা

in Incredible India4 days ago

জীবনের হিসাবের খাতাটা খুলে দেখলে একটা সময় যেন মনে হয় পুরো জীবনটাই খরচের খাতায় চলে গেল। এই অভিজ্ঞতা কেবলমাত্র আমার ব্যক্তিগত নয় এ অভিজ্ঞতা ছোট থেকে বড় সকলের। আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত এত হিসেব করে চালাতে পছন্দ করে যে মনে হয় সেই হিসাবের কোন গরমিল নেই। কিন্তু একটু ভালো করে যদি নিজেদের এই কাটানো মুহূর্ত গুলি হিসাব করে দেখি তাহলে একটা সময় যেন মনে হয় জীবনটা পুরোটাই বৃথা।
IMG-20250410-WA0001.jpg

আমরা প্রতিনিয়ত সুখে থাকার আশায় কাজ করে চলি এবং এই সুখ যেন কোনভাবেই আমাদের জীবনে চিরস্থায়ী হয় না তা আমাদের কার্যকলাপ দেখলেই বোঝা যায়। আমরা যেন এক ধোঁয়াশার মধ্যে দিয়ে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং নিজেদেরকে সবসময় যেন সান্তনা দিচ্ছি, যে আগামী দিনটা আমাদের সুখের হবে। কিন্তু প্রতিমুহূর্ত যেন আমরা ভীষণ চিন্তার মধ্যে নিমজ্জিত থাকি, যে এই বুঝি কোন অজানা দুঃখ এসে নামল আমাদের জীবনে।

আমাদের সাথে জড়িয়ে থাকা প্রতিটি কর্ম থেকে আমরা যেন এক ভালো ফল পাওয়ার আশা নিয়ে বাঁচি। শিক্ষা জীবনে এক স্বপ্ন নিয়ে এগিয়েছিলাম যাতে ভবিষ্যতে নিজেদের কর্মজীবন খুব ভালো হয়। কর্মজীবনে প্রবেশ করে আমরা পরিকল্পনা অনুসারে ঠিক করেছিলাম যাতে ভবিষ্যৎ জীবন সুরক্ষিত থাকে। কিন্তু এই পরিকল্পনার জীবন যে এক নিমেষে পাল্টে যেতে পারে তার বিন্দুমাত্র আভাস আমরা পাইনা। এর ফলে আমাদের জীবনে নেমে আসে এক বিষম দুঃখ।

আমরা যেন বাঁচার মতো বাঁচতে ভুলে যাচ্ছি। ভুলে যাচ্ছি নিজেদেরকে সবকিছু পরিকল্পনা থেকে সরিয়ে সময়ের সাথে ছেড়ে দিতে। আমাদের জীবন যেন আমরা নিজেরাই হাতে করে দুঃখের স্রোতে ঠেলে দিচ্ছি। একবিন্দু নিজেরা বিবেচনা করে দেখছি না কিভাবে আমরা নিজের সৃষ্ট এই দুঃখের জাল থেকে নিজেদেরকে মুক্তি দেব। আমরা সর্বদা আমাদের দুঃখের কারণ হিসেবে অপরকে দায়ী করে থাকি। কিন্তু আমাদের এই দুঃখের কারণ আমরা নিজেরাই।

হিসাব করে জীবন চালানো বড়ই কঠিন, কারণ হিসেবের বাইরে গেলেই সেই জীবন যেন আমাদের গ্রহণযোগ্য হয়ে ওঠে না। আর আমাদের এই হিসেবের জীবনে কোন কোন সময় অবাঞ্ছিতভাবে এমন কিছু মানুষের প্রবেশ ঘটে যারা আমাদেরকে আরো ধাধার মধ্যে প্রবেশ করিয়ে দেয়। যে ধাঁধার মধ্যে প্রবেশ করলে সে ধাঁধা থেকে বেরোনোর পথ খুঁজে পাওয়া যায় না। সেকেন্ড মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস চলে যায় সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে। আর এই সমস্যাগুলি যেন আমাদের এক দম বন্ধ করা পরিস্থিতির সৃষ্টি করে। ব্যক্তিগত জীবনে আমরা প্রত্যেকেই বহু সমস্যার মধ্যে থাকি কিন্তু নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারলেও যখন অন্যের সমস্যা এসে আমাদের ঘাড়ে অযাচিতভাবে এসে পড়ে তখন আরো দুর্বিষহ হয়ে ওঠে জীবনটা।

অন্যের কৃতকর্মের ফল অযাচিতভাবে আমাদেরকেউ ভোগ করতে হয় কোন কোন সময় কেবলমাত্র আত্মীয়তার খাতিরে। জীবনের এই মুহূর্তগুলি কাটিয়ে আবার নিজের হিসেব মতো চলা একটু সময় সাপেক্ষ হয়ে ওঠে। কিন্তু কি করা যাবে কোন কোন সময় এরকম সমস্যাগুলিকেউ হাসিমুখে নিজেদেরকে গ্রহণ করতে হয় যাতে পরিবারের মানুষগুলির মুখে হাসি থাকে। আর যদি এই অযাচিত দায়িত্বগুলি পালন করতে অস্বীকার করা হয় তাহলে তাদের মনেও দুঃখ দেওয়া হয়।

Sort:  
Loading...
 19 hours ago 

আমাদের জীবনের মুহূর্ত গুলো কখন পেরিয়ে যায় সেটা আমরা কেউ বুঝতে পারি না তবে আমার কাছে মনে হয় জীবনের খরচের পাতায় জীবনের প্রতিটা মুহূর্ত পার করার চাইতে কিছু অভিজ্ঞতা অর্জন করাটা অনেক বেশি প্রয়োজন আপনার জীবনে ফেলে আসা স্মৃতিগুলো স্মরণ করে আপনি আপনার মুহূর্তগুলোকে স্মরণ করেছেন জানতে পেরে ভালো লাগলো ধন্যবাদ ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.25
JST 0.031
BTC 85557.04
ETH 1639.61
USDT 1.00
SBD 0.77