বাবুই ও চাষী ভাই
নমস্কার বন্ধুরা। গতকাল আপনাদের সঙ্গে কোন অভিজ্ঞতা ভাগ করে নিতে না পারার জন্য আমি খুবই দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। চলুন আজ একটি গল্প শোনানো যাক।
লিংক লোকেশন
একটি তাল গাছে দুটি বাবুই পাখির বাসা ছিল। বাবুই পাখি দুটি খুব যত্ন করে খরকুটো দিয়ে তাদের বাসা বানিয়েছিল। দুটি পাখির মধ্যেই ছিল খুব আন্তরিকতা ও ভালোবাসা। তারা কেউ একে অপরকে ছাড়া থাকতে পারতো না।
বৈশাখ মাসে প্রখর রোদে তাল গাছের মাথায় বসে পাখি দুটি সূর্যের প্রখর তাপে পুড়ে এক চাষীকে ফসল তুলতে দেখছিল। অপরদিকে তারি পাশে তার সহোদর মাঠে বসে তামাক টানছে।
এমনটা দেখতে দেখতে বাবুই পাখি দুটির মধ্যে একটি বলে উঠল ও ভাই তুমি বসে আছো কেন একটু দাদার হাতে হাত লাগাও তাতে তোমাদের কাজও তাড়াতাড়ি শেষ হবে আর দাদাও রোদে পুড়ে বেশি কষ্ট পাবে না। এই কথা শুনে বসে থাকা ভাইটি বাবুই পাখিকে উত্তর দিল ও কাজ আমার নয়। আমি ও কাজ করতে পারবো না।
এই শুনে বাবুই পাখি আর কোন উত্তর দিল না। এরপর কয়েক মাস চলে গেল আবারো এক বর্ষার দিনে যখন প্রখর রোদে বসে থাকা ভাইটি বৃষ্টিতে ভিজে ভিজে মাঠে ফসল বোনার জন্য জমিতে লাঙল দিচ্ছিল তখন তার দাদা তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেল ও দুজনে মিলে খুব সহজেই কাজটি সম্পন্ন করল।
লিংক লোকেশন
এসব কিছুই বাবুই পাখি দুটো দেখছিল। তখন আবারো একটি বাবুই পাখি সেই ভাইটিকে বলে উঠলো কি ভাই সেদিন তো তুমি তোমার দাদাকে সাহায্য করোনি? কিন্তু আজ তো তোমার একা কাজ করার কথা ছিল। তবে তোমার দাদা যে তোমাকে সাহায্য করল। এই কথা শুনে ভাইয়ের খুব অনুশোচনা হল। সে ভাবল সত্যিই তো পাখি হয়েও বাবুই পাখিটির কত সহমর্মিতা। সে কি আন্তরিকভাবে দাদার কষ্ট বুঝেছে। কিন্তু আমি ভাই হয়ে সে কষ্ট একটু অনুভব করতে পারলাম না। কেমন ভাই আমি। এরকম কথা ভাবতে ভাবতে ভাইয়ের নিজের প্রতি গ্লানি তৈরি হচ্ছিল।
তারপর সে বাবুইকে উত্তর দিল হে বন্ধু তুমি আজ আমার চক্ষু উন্মোচন করে দিয়েছো। আজ আমি বুঝতে পেরেছি অপরের কষ্টে যদি নিজের কষ্ট অনুভব না হয় তবে সে জীবন বৃথা। আর আমি তো আমার নিজের দাদার কষ্টই বুঝতে পারিনি সেদিন। আমি সত্যি হতভাগা, যার মধ্যে তোমার মত অত বড় হৃদয় নেই। হে বন্ধু তুমি তোমার মত বড় একটি হৃদয় দিও আমায়। যাতে আমিও তোমার মতো করে অপরের কষ্টকে অনুভব করতে পারি।
সত্যি অনেক সময় ছোট হয়েও অনেক বড় হৃদয়ের অধিকারী হওয়া যায়। কিন্তু অনেক বড় হয়েও অনেকের ছোট হৃদয় থাকে। যে হৃদয়ে অন্যের কষ্ট অনুভূত না হয় সে হৃদয় পাষানবই আর কিছু নয়। তাই আমাদের উচিত নিজেদের হৃদয়কে বড় করে তোলা এবং সকলের কষ্ট সমানভাবে অনুভব করা ও তাদের পাশে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যাতে তাদের কষ্ট একটু লাঘব হয়।