This post was hidden due to low ratings.

Sort:  
 7 days ago 
  • আজ আপনি গল্পের ছয় নম্বর পর্ব লিখেছেন।তবে গল্পের কাহিনী প্রথম পর্ব থেকে শুরু হয়েছিলো, মাঝখানের বাকি পর্ব গুলো কতদিনের গ্যাপে লিখেছিলেন হয়তো আপনার নিজেরও মনে নেই। আর সত্যি কথা বলতে এতো গ্যাপে পোস্ট করলে, আর এত পর্বে ভাগ করে লিখলে আদেও সেই গল্প কতজন পড়ে সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই যদি গল্প লিখতেই হয় চেষ্টা করবেন সেটাকে পরপর লেখার।

  • আমার বিশ্বাস আপনার জায়গায় অন্য কেউ লিখলেও আপনি সেই ইউজারের প্রোফাইল খুজে প্রথম পাঁচটি পর্ব কিছুতেই পড়তেন না। হয়তো আমার মন্তব্য পড়ার পর আপনি কিছুটা আশাহত হতে পারেন, কিন্তু যেটা সত্যি সেই বিষয়টা আপনাকে জানানো প্রয়োজনীয় ছিলো ।পাশাপাশি এই বিষয়টিও অবগত করার ছিল যে, গল্প লেখার ক্ষেত্রে অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখবেন এবং চেষ্টা করবেন কম পর্বে বিভক্ত করে লেখার। ধন্যবাদ।

 7 days ago (edited)

আপনার সাথে আমিও একমত দিদি। কিন্তু সমস্যা হচ্ছে জীবনে প্রথমবারের মত লিখেছি। লেখার সময় আসলে এই বিষয়গুলো মাথায় ছিলো না। লিখতে লিখতে অনেক গুলো পর্ব হয়ে গেছে। চেষ্টা করবো দুই তিনটি পর্ব এক পোস্টে করে ফেলার।

পরবর্তী গল্প লেখার সময় আপনার পরামর্শ অবশ্যই মাথায় রাখবো। আশা করি এভাবে আরো পরামর্শ দিয়ে পাশে থাকবেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.030
BTC 81821.15
ETH 1632.28
USDT 1.00
SBD 0.69