পালং চিকেন রেসিপি

in Incredible India3 days ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। গত দুদিন শারীরিক অসুস্থতার কারণে পোস্ট করতে পারিনি। আজকে আবারো নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি সকলেরই ভালো লাগবে।

IMG_20241229_230117.jpg

আজকে একদমই নতুন এক ধরনের রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম হল পালং চিকেন রেসিপি। পালং শাক দিয়ে বিভিন্ন রকমের পদ রান্না করা যায়। শীতকালে পালং শাক হল শাকের মধ্যে অন্যতম। পালং শাক যেভাবেই রান্না করা যায় না কেন সেই ভাবেই খেতে ভালো লাগে। পালং শাকের বহু উপকারিতা রয়েছে। পালং শাক খেলে আমরা বিভিন্ন রোগ থেকে রক্ষা পায়। তবে পালং শাকের সাথে মুরগির মাংস একদমই অন্যরকম একটা পদ। আমিও এই প্রথমবার ট্রাই করেছিলাম ।তবে খেতে দুর্দান্ত হয়েছিল। প্রথমে বাড়ির কেউ বুঝতেই পারিনি মাংস দিয়ে পালং শাক রান্নার রেসিপি।

ভিডিও লিংক

বাড়িতে প্রত্যেক রবিবারে মুরগির মাংস রান্না করা হয়। তবে মাঝে মাঝে মাংস যদি একটু অন্যরকম ভাবে রান্না করা যায় সেটা খেতে আরো ভালো লাগে। আবার অনেকে মুরগির মাংস একদমই খেতে চাই না। কিন্তু এইরকম পদ্ধতিতে মুরগির মাংস রান্না করলে সকলেই আবার দ্বিতীয়বার খেতে চাইবে। চলুন তাহলে শুরু করি পালং চিকেন রেসিপি।

উপকরণ
নংসামগ্রীপরিমাণ
মুরগির মাংস৫০০ গ্ৰাম
পালং শাক২০০ গ্ৰাম
বড়ো সাইজের আলু৪ টে
সরষের তেল৭৫ গ্ৰাম
কাঁচা লঙ্কা৮ টা
গোটা রসুন১ টা
বড়ো সাইজের পেঁয়াজ২ টো
টমেটোহাফ
ধনেপাতাপরিমাণ মতো
১০আদা বাটা১ চামচ
১১জিরে গুঁড়ো১ চামচ
১২তেজপাতা২ টো
১৩শুকনো লঙ্কা২ টো
১৪গোটা জিরে১ চামচ
১৫এলাচ২ টো
১৬লবঙ্গ২ টো
১৭দারচিনিসামান্য
১৮হলুদ১ চামচ
১৯লবণ২ চামচ
২০চিনি১ চামচ
২১গরম মসলাহাফ চামচ

IMG_20250219_202737.jpg

প্রথম ধাপ

প্রথমে পরিমাণ মতো পালং শাক নিয়েছিলাম। পালং শাক ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে জল ঝরিয়ে নিতে হবে। পরিমাণ মতো আলু ,সমস্ত মসলা, পরিমাণ মতো মুরগির মাংস পরিষ্কার করে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম।

IMG_20250219_202857.jpg

দ্বিতীয় ধাপ

এরপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম ।কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে ছোট ছোট করে কেটে রাখা পালং শাক গুলো কড়াইতে দিয়ে খানিকক্ষণ ঢেকে রাখতে হবে।

IMG_20250219_122401.jpg

তৃতীয় ধাপ

খানিকক্ষণ পর ঢাকনা খুললেই দেখা যাবে পালং শাক গুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে পালং শাক কড়াই থেকে নামিয়ে জল ঝরানোর জন্য রেখে দিতে হবে।

IMG_20250219_203024.jpg

চতুর্থ ধাপ

এরপর আবারো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হলে কেটে রাখা আলু ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় আমি সামান্য পরিমাণে লবণ, হলুদ অ্যাড করেছি। লবণ, হলুদ দিয়ে আলুগুলো ভাজলে আলু গুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়।

IMG_20250219_203354.jpg

পঞ্চম ধাপ

আলু ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে। এরপর ওই তেলের মধ্যে আরো খানিকটা তেল এড করে তেলের মধ্যে গোটা জিরে, লবঙ্গ ,এলাচ ,দারচিনি ,শুকনো লঙ্কা ,তেজপাতা সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করতে হবে।

IMG_20250219_203457.jpg

ষষ্ঠ ধাপ

আলু ভাজার সাথে সাথে অন্য দিকে জল ঝরতে দেওয়া পালং শাক গুলো মিক্সার গ্রাইন্ডার দিয়ে এর সাথে কাঁচা লঙ্কা ,রসুন, টমেটো ভালো হবে পেস্ট করে নিতে হবে।

IMG_20250219_123033.jpg

সপ্তম ধাপ

এদিকে কড়াইতে সমস্ত কিছু দেওয়ার পর কেটে রাখা পেঁয়াজ কুচি কড়াইতে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে।

IMG_20250219_203652.jpg

অষ্টম ধাপ

পেঁয়াজ গুলো হালকা ভাজা হয়ে গেলে মুরগির মাংস কড়াইতে দিয়ে দিতে হবে। মাংস তে পরিমাণ মতো লবণ ,হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে খানিকক্ষণ ঢেকে রাখতে হবে।

IMG_20250219_203809.jpg

নবম ধাপ

খানিকক্ষণ পর ঢাকনা খুললে দেখা যাবে মুরগির মাংস থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে, যতক্ষণ না জল শুকাবে ততক্ষণ ঢাকনা দিয়ে মাংসগুলো ভালো করে ভেজে নিতে হবে ।যখন জল শুকিয়ে আসবে তখন পেস্ট করে রাখা পালং শাক কড়াইতে দিয়ে দিতে হবে।

IMG_20250219_203859.jpg

দশম ধাপ

পেস্ট করে রাখা পালং শাকের সাথে আদা বাটা, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে।

IMG_20250219_204159.jpg

একাদশ ধাপ

খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো মিট মসলা দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে।

IMG_20250219_204248.jpg

দ্বাদশ ধাপ

ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছাড়বে তখন পরিমাণ মতো জল দিয়ে খানিকক্ষণ ঢেকে রাখতে হবে।

IMG_20250219_123412.jpg

এয়োদশ ধাপ

খানিকক্ষণ পর ঢাকনা খুলে কুচিয়ে রাখা ধনেপাতা গুলো কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে।

IMG_20250219_123613.jpg

শেষ ধাপ

আরো খানিকক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে পরিমাণ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করতে হবে।

IMG_20250219_123636.jpg

তৈরি

এরপর পরিমাণমতো গরম মসলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পালং চিকেন রেসিপি। তবে পালং চিকেন রেসিপির ঝোল আপনারা আপনাদের পরিমাণমতো রাখবেন।

IMG_20241229_230037.jpg

আপনারা সকলেই রেসিপিটি বাড়িতে তৈরি করতে পারেন। খেতে অসাধারণ লাগবে। দুপুরবেলায় গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তৈরি করতে বিশেষ কিছু উপকরন ব্যবহার করিনি ।মাংস রান্না করতে যে উপকরণগুলো লাগে সেগুলোই ব্যবহার করেছিলাম ।তবে মাংস রান্নার পর পালং শাকের কোনরকম গন্ধ থাকে না। আপনারাও এই রেসিপিটি তৈরি করে বাড়ির সকলকে খাওয়াতে পারেন। আমি এই রেসিপিটি অনেক জনকেই খাইয়ে ছিলাম ।কিন্তু কেউ বুঝতে পারেনি রেসিপিটি পালং শাক দিয়ে মাংস রান্না। ভিডিও লিংক দেওয়া থাকলো। আপনারা চাইলে দেখতে পারেন।


আজ এইখানেই শেষ করছি। আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

Sort:  

অনেক ধরনের চিকেন বা মুরগির মাংস রান্নায় এখন পর্যন্ত খেয়েছি। কিন্তু পালং চিকেন কখনও খাওয়া হয় নাই৷ কিছু দিন আগে ইউটিউবে দেখে ভাবছিলাম রান্না করব, কিন্তু আর করা হয় নাই। আজকে আপনার পোষ্ট দেখে আবার মনে পরে গেল। যারা খেয়েছে তারা বলে এটা নাকি খুব টেস্ট হয়৷ আপনার পোষ্টের ছবি দেখে মনে হচ্ছে বেশ লোভনীয় হয়েছিল একদিন রান্না করতে হবে দেখছি।
ধন্যবাদ এতো সুন্দর একটা পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Loading...
 yesterday 

আবারো নতুন কিছু আপনার প্রণালীতে দেখতে পেলাম চিকেন দিয়ে পালং শাক রান্না যেটা আমি আমার লাইফে মনে হয় এই প্রথম দেখলাম। আসলে এই প্লাটফর্মে আসার পর থেকে নতুন নতুন অনেক কিছুর সাথেই পরিচিত হয়েছি ভালো লাগা কাজ করছে এটা ভেবে যে অনেক কিছুই দেখতে পাচ্ছেন আপনার চিকেন এবং পালং শাক রান্না করার পদ্ধতিটা একটু অন্যরকম ইনশাআল্লাহ অবশ্যই একদিন রান্না করার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ চমৎকার রন্ধন প্রণালী আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

TEAM 6

Congratulations!

Your post has been supported by THE PROFESSIONAL TEAM. We support quality posts, quality comments anywhere, and any tags


1000048570.png

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96627.07
ETH 2769.68
SBD 0.65