ফটোগ্রাফির সাথে কবিতা

in Incredible India3 days ago (edited)

নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন। বেশ কিছুদিন ধরে আমার শরীর ভীষণ খারাপ ছিল। আসলে আমার হাতের অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি কোনরকম ভাবেই কোন কাজ করতে পারছিলাম না। যাইহোক এখন অনেকটাই সুস্থ আছি। এখন সুস্থ এবং সাথে খুব আনন্দে আছি।

কারণ একটু আগেই ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ম্যাচ শেষ হলো। আর ইন্ডিয়ান ক্রিকেট টিমকে আমি খেলতে দেখলাম লাস্ট চার ওভার। তার আগের ওভারগুলো দেখা হয়নি। আসলে সবাই মিলে খেলা দেখতে না বসলে ,মজাটা হয় না। যেহেতু আপনাদের আগেই বলেছি আমি ক্রিকেট সম্পর্কে অতটা বুঝিনা, আর ক্রিকেটের থেকেও আমার ফুটবল দেখতে ভালো লাগে। তাই ক্রিকেট খেলা দেখা হয় না।

বাড়িতে মা বাবা ছিল না। ওরা একটু নাটক দেখতে গিয়েছিল সন্ধ্যাবেলায়। পৌনে নটা নাগাদ ফিরে এসে আমার বাবা খেলা দেখতে বসলো, আর বাবার সাথে আমরা সবাই বাড়ির মানুষজন খেলা দেখা শুরু করলাম।
নিজের দেশকে জিততে দেখলে স্বাভাবিক গর্ব বোধ হয় এবং ভেতর থেকে এক অদ্ভুত শান্তি অনুভব হয়। এখন বর্তমানে আমার অনুভূতি সেরকমই।

20250305_185020.jpg

সন্ধ্যাবেলা থেকে পোস্ট লিখব করে লেখা হয়নি, কিন্তু আজকে ভেবেছিলাম আপনাদের সাথে আজকে আমার লেখা দুটো কবিতা শেয়ার করব। আপনারা যারা আমার পোস্ট অনেক বছর থেকে করছেন, তারা জানেন আমি লেখালেখিও করি। তবে আমি সোশ্যাল মিডিয়া বা অন্য কোন জায়গায় আমার লেখা খুব একটা শেয়ার করতে পছন্দ করি না। এ কারণে এই প্লাটফর্মেও লেখা খুব একটা শেয়ার করা হয় না। তবে এই দুটো লেখা আমার খুব ইচ্ছা হচ্ছিল আপনাদের সাথে শেয়ার করি।

আসলে আমার দুটো খুব পছন্দের ফুলগাছের ওপর আমি লেখা দুটো লিখে ছিলাম। সাথে ছিল ফটোগ্রাফি। আসলে আমি কখনোই ফটোগ্রাফি লেখার ভিত্তির ওপর করি না। বরং ফটোগ্রাফি করার পর, সেটা দেখে তারপর লেখালেখি করি। ফটোগ্রাফি করতে আমার যেমন ভাল লাগে ,ঠিক তেমনি ভালো লাগে লিখতে। একটা ছবিকে নিজের ভাষায় ,নিজের মন মতো করে, নিজের অনুভূতি দিয়ে প্রকাশ করতে আমার খুবই ভালো লাগে। একটা ফটোগ্রাফিকে ভিত্তি করে একটি লেখা যখন আমি পুরোপুরি সম্পূর্ণ করতে পারি, তার পরের অনুভূতি আপনাদের ভাষায় প্রকাশ করে আমি বোঝাতে পারবো না ।তবে বলতে পারি সৃষ্টির এক অদ্ভুত শান্তি রয়েছে।

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

20250305_190006.jpg

কুন্দ

কুন্দ - এর মতই
থোকা থোকা হয়ে ফুটে ওঠো ,এই বসন্তে।
তোমার সবটা আমার জন্য রেখো।
আমি রোজ বেলা শেষে তোমার কাছে যাব।
যুগ যুগ ধরে তোমাকে দেখব।
দেখতে যাব ,
তুমি কেমন করে
আকাশ আলো করো।
কেমন করে আলো করে রাখো,
সবুজের বন আর,
আমার গোধূলির অন্ধকার।



প্রথম কবিতার যে ফটোগ্রাফি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আমার পছন্দের কুন্দ ফুলের। কুন্দ গাছটা এই বছর ভ্যালেন্টাইন্স ডের উপহার। আমি আমার ভালোবাসার মানুষের কাছে খুব শখ করে আবদার করেছিলাম গাছ কিনে দেওয়ার জন্য। সেদিন ও আমাকে এই কুন্দ গাছটা কিনে দিয়েছিল। আর দেখতে দেখতে এইটুকু সময়ের মধ্যে গাছে এত এত ফুল ধরেছে। আমি একদিন সন্ধ্যাবেলায় ছাদে হাঁটাহাঁটি করতে গিয়ে দেখি , গাছ আলো করে রয়েছে ফুলগুলো। তাই সাথে সাথে অনেকগুলো ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
আর সব কটা ফটোগ্রাফির মধ্যে যে ফটোগ্রাফি টা আমার সব থেকে পছন্দ হয়েছে, সেটার উপর ভিত্তি করেই আমি কবিতাটা লিখেছিলাম।

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

20250215_123046.jpg

বসন্তবিলাস

দীর্ঘ থমকে থাকা আকাশে
হাওয়া বদলে দিও।
বদলে দিও প্রকৃতির রং।
উড়িয়ে নিয়ে এসো
লাল গোলাপি বসন্তবিলাস ।
তোমার শরীরের গন্ধ মিশিয়ে নিয়ে,
গত বছরের চারাগাছটুকু
যত্নে বেড়ে উঠুক।
আরও আরও জোছনায় ভিজুক
ওর প্রত্যেকটা পাপড়ি।
ভিজতে থাকুক
প্রত্যেকটা দিনের স্মৃতি
আর, আমাদের ভালবাসা।



এই কবিতাটি আশা করি বুঝতে পারছেন কিসের উপর ভিত্তি করে লেখা। আমার আরো একটি পছন্দের ফুল অর্থাৎ কাগজ ফুলের উপর ভিত্তি করে আমি কবিতাটা লিখেছি।। কাগজ ফুলের বৈজ্ঞানিক নাম হল বোগেনভিলিয়া। তবে রবীন্দ্রনাথ ঠাকুর এই কাগজ ফুলের নাম দিয়েছিলেন বাগান বিলাস। বসন্তকালে বাগান বিলাসের এক অপরূপ সৌন্দর্য দেখা যায় । সারা বছরের রুক্ষ সুক্ষ গাছটাই থোকা থোকা ফুলে ঢেকে যায়। আমার ছাদ বাগানে বাগান বিলাস দুই রকমের রয়েছে। এই গাছটি আমি অনেক পছন্দ করি। আপনি যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন বাগান বিলাসের, সেটা আমার বাড়ির বাগান বিলাস নয়। আমি যখন কুন্দ ফুলের গাছটা কিনতে গিয়েছিলাম, সেদিন নার্সারিতে আমি ফটোগ্রাফিটি করি।

কিন্তু বাগানবিলাসকে নিয়ে লেখা কবিতার নাম আমি বসন্ত বিলাস রাখলাম কেন, সেটাও আপনাদের বলে দিই। বিলাস শব্দের অর্থ হল সুখ / আনন্দ/ আরাম। এই কাগজফুলের গাছ বসন্তকালে যে রূপ ধারণ করে, তা আমার আত্মাকে আরাম দেয়। বাগান বিলাস আমার কাছে বসন্তের সুখ। তাই কবিতার নাম আমি সেরকমই দেখেছি। বাকি পুরোপুরি নিজের অন্তর্গত অনুভূতি আমি শেয়ার করছি না।

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

আশা করছি আমার আজকের পোস্ট আপনাদের সকলের ভালো লেগেছে। নিজের লেখাটুকু অনুভূতি সহকারে আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগলো।

প্রত্যেকটি ফটোগ্রাফি আমি আমার এন্ড্রয়েড ফোন samsung galaxy a 52 দিয়ে ক্যাপচার করেছি।

Sort:  
Loading...
Loading...
 2 days ago 

আসলে গতকালকে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার খেলা হয়েছিল আমি খেলাটা আসলে দেখতে পারিনি পরবর্তীতে ডিসকর্ডে সবার ফটোগ্রাফি দেখে আসলে খুব খারাপ লাগছিল যে মিস করেছিলাম সেই সাথে আপনি বেশ কিছু ফটোগ্রাফি এবং তার সাথে কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন যেটা দেখে বেশ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ফটোগ্রাফি এবং কবিতা আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 2 days ago 

আপনার কবিতা ও ফটোগ্রাফির এক্সপ্রেশন সত্যিই অসাধারণ! কুন্দ ফুলের ছবি এবং আপনার লেখায় যে অনুভূতি প্রকাশিত হয়েছে তা আমার মন ছুঁয়ে গেছে। ভালোবাসা আর প্রকৃতির সৌন্দর্য যেন একে অপরকে পরিপূরক করছে।আপনার পোস্টটি অনেক ভালো লাগলো। কবিতায় আপনার অনুভূতি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এত সুন্দর একটি পোষ্ট আমাদের কে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.030
BTC 83478.61
ETH 1925.89
USDT 1.00
SBD 0.80