প্রবিত্র ঈদুল ফিতর প্রত্যেকের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ ও শান্তি।

in Incredible India2 years ago (edited)

প্রবিত্র ঈদুল ফিতর প্রত্যেকের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ ও শান্তি।

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এবং সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই ও সকলকে ঈদ মোবারক।

বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে একটা টপিক শেয়ার করব।টপিকটার নাম হলো:প্রবিত্র ঈদুল ফিতর প্রত্যেকের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ ও শান্তি।

IMG20230422085045.jpg

ঈদুল ফিতর ইসলামিক সমাজের একটি প্রধান উৎসব। এটি রমজান মাসের শেষের দিনের পর শুরু হয়ে তিন দিন যাবৎ চলে। ঈদ মুসলিম সমাজের বড় উৎসব হিসেবে পরিচিত। ইসলামিক শরীয়তে এই উৎসবের সাথে একটি নামায হচ্ছে সালাতুল ঈদ। এছাড়াও ঈদ উপলক্ষে সবার বাড়ি বাড়ি বিশেষ খাবার আয়োজন করে থাকে ।

এই উৎসবের মূল উদ্দেশ্য সামাজিক ঐক্য ও সমস্তকে আনন্দ দেওয়া। ইসলামিক সমাজে সমাজসেবা এবং বন্ধুত্বের স্বরূপ এই উৎসবে প্রকাশ পাওয়া হয়। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল চারিদিকে দানের পরিমান বেড়ে দেওয়া হয়। যা দরিদ্র ও দুর্বল লোকদের জীবনযাত্রার উন্নয়নে সহায়তা করে। সকলের জন্য এই উৎসব একটি সুখময় ও আনন্দময় হয়।

IMG20230422085042.jpg

ঈদুল ফিতর ইসলামিক ধর্মের একটি প্রধান উৎসব। এটি সালামাতি এবং সুখ চিরকালের জন্য আল্লাহর কাছে দোয়া করে নবী মুহাম্মাদ সাঃ নির্ধারিত করেছেন। ঈদুল ফিতর একটি তিন দিনের উৎসব যা ঈদের পরে শুরু হয়।

ঈদ উপলক্ষে মুসলিম সমাজে আলোচিত প্রথম দিনে সালাতুল ঈদ নামক নামায হচ্ছে এবং দ্বিতীয় দিনে কেবল উৎসব এবং তৃতীয় দিনে যানবাহন সারাদিন খেলার মাধ্যমে আনন্দ করা হয়। সমাজের বন্ধুবান্ধবদের সাথে গল্প ও আড্ডা দেয়া হয় এবং খাদ্য পরিবেশ ভাগ করা হয়। মোটকথা সবার মনেই আনন্দ বয়ে আনে।

IMG20230422090140.jpg

ঈদ উল ফিতর মুসলিম সমাজের প্রধান উৎসব হিসেবে পরিচিত। এটি রমজান মাসের শেষের দিনের পর শুরু হয় এবং তিন দিন চলে। এই উৎসবে সকল মুসলিম ভাইবোনের হৃদয় আনন্দের মধুর ঝর্ণার মতো ভরে উঠে।

খানাপিনায় স্পেশাল খাবার পরিবেশ হলেও এই উৎসবের মূল উদ্দেশ্য হল সামাজিক ঐক্য ও আনন্দ বৃদ্ধি করা। একসাথে উপস্থিত থাকার সুখবর অনুভব করতে এই উৎসব সকলের মাঝে একটি ভালো সংস্কার সৃষ্টি করে। ঈদ উল ফিতর সমস্ত মুসলিম ভাইবোনের জীবনে সুখ, শান্তি, আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনুক।

বন্ধুরা আজকে আর লিখছি না। আজকে এখানেই শেষ করছি । আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন। অন্যদিন আবার নতুন টপিক নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ

TQ.png

DeviceName
AndroidRealme C15
Camera8MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@hafizur46n

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
Loading...

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

Many many thank for your support ❤️❣️❤️

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.031
BTC 82032.52
ETH 1781.68
USDT 1.00
SBD 0.66