শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করার মুহূর্তে কিছু ছবি তুলেছি।

in Incredible India2 years ago

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করার মুহূর্তে কিছু ছবি তুলেছি।

প্রিয় বন্ধুরা,

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাপি নিউ ইয়ার ২০২৩.

এবং আমার লেখা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় মহান আল্লাহতালার নামে শুরু করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। বন্ধুরা আমি আজকে উপস্থিত হয়ে আপনাদের মাঝে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করার মুহূর্তে কিছু ছবি তুলেছি তা নিয়ে আলোচনা করব ‌।

IMG_20230101_154759.jpg

ছবিতে দেখতে পারছেন আমিও আমার সেম ইয়ার একজন বন্ধু ছবি তুলেছি। গত শুক্রবার আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিল । এই শিক্ষক নিবন্ধন পরীক্ষা টি ছিল ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। এই পরীক্ষাটি হওয়ার কথা ছিল দুই বছর আগে অর্থাৎ আমরা এই ১৭তম পরীক্ষার জন্য আবেদন করেছিলাম ২০২০ সালে।

কিন্তু পরীক্ষাটি হওয়ার কথা ছিল আবেদন করার ৩ বা ৪ মাস পর । কিন্তু ভাগ্যের কি পরিহাস করোনার কারণে পরীক্ষাটি পিছিয়ে যায় অর্থাৎ করোনার কারণে শিক্ষা ব্যবস্থায় অনেক পিছিয়ে গিয়েছিল তাই আমাদের এই ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটি দীর্ঘ দুই বছর পর অনুষ্ঠিত হলো। আমি যখন ভার্সিটিতে পড়তাম তখন আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দিয়ে আইসিটির উপরে সহকারী শিক্ষক পোস্টে আবেদন করি।

আলহামদুলিল্লাহ এখন আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেছি । তাই এই ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার জন্য আমি ঢাকা আসি আমার আপুর বাসায়। আমার পরীক্ষা কেন্দ্র টা পড়েছিল ঢাকা গুলিস্তান নাজিমুদ্দিন রোডের পাশে আনোয়ারা বেগম মুসলিম বালিকা স্কুল এবং কলেজে। আমার আপুর বাসা হতে পরীক্ষার কেন্দ্র টা দূরে ছিল তাই আমি আপুর বাসা হতে বৃহস্পতিবার বিকালে গিয়ে হেমায়েতপুরে আমার মামাতো ভাই অর্থাৎ আমার ছোট ভাইয়ের বাসাতে গিয়ে রাতে থাকি।

পরীক্ষা ছিল সকাল দশটায় তাই আমি ছোট ভাইয়ের বাসা থেকে খুব ভোরে অর্থাৎ সকাল সাড়ে সাতটার দিকে বের হয়। বের হয়ে হেমায়েতপুর বাসস্ট্যান্ড হতে গুলিস্থানের বাসে উঠি। বাসে উঠে বাসের সুপারভাইজার কে বললাম গুলিস্তান যেতে কতক্ষন লাগবে। তখন সুপারভাইজার আমাকে বলল ৫০ মিনিট লাগবে। কিন্তু ঢাকা শহরে খুব জ্যাম তাই ৫০ মিনিট এর রাস্তা ১:৩০ মিনিট লেগেছে।

এজন্য আমি খুব ভোরে বের হয়েছিলাম কারণ ঢাকা শহরে খুব জ্যাম থাকে। কারণ আপনারা বুঝতে পারছেন আমার পঞ্চাশ মিনিটের রাস্তা এক ঘন্টা ত্রিশ মিনিট লেগেছে। আমি যখন পরীক্ষা কেন্দ্রে পৌঁছলাম তখন দেখি সকাল ৯ টা বাজে।এরপর আমার সাথে এক বন্ধু বলল এখন সিট কোথায় পড়ল এটা চেক দেন তখন আমি রোল চেক দিয়ে দেখি সিট কোথায় পরছে এবং এই সময় কিছু ছবি তুলি ।

IMG_20230101_155225.jpg

এই সময় রোল চেক দিয়ে দেখি আমাদের সিট পরেছে ২ তলা ভবন এর ২০৯ এবং ২১০ নাম্বার রুমে। তখন আমরা ২ জন রুমে গেলাম রুমে গিয়েও কিছু ছবি তুলি।

IMG_20230101_154733.jpg

ছবি তোলার মাঝে এক স্যার বলল যে যারা ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেছেন তারা ফোন সামনে জমা দিন ।তখন আমরা সবাই ফোন সামনে জমা দেই। ফোন জমা দিয়ে যার যার মত সিটে চলে গিয়ে পরীক্ষা দেই।

আলহামদুলিল্লাহ পরীক্ষা আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে রিটেন পরীক্ষাতেও টিকতে পারি। বন্ধুরা আমি যে নতুন বছরের প্রথম দিনে কথাগুলো শেয়ার করলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজকের মত এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।

আজকের মত এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথাগুলো শেষ করছি সকলেই ভাল থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি পরবর্তীতে আপনাদের মাঝে আমার নিজের লেখা গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।

বন্ধুরা আমি যে ছবিগুলো তুলেছি এগুলো আমার নিজস্ব মোবাইল দিয়ে তুলেছি।

Location: Dhaka, Gulisthan
Camera Used:
Quad 13 MP, f/2.2, (wide), PDAF
8 MP, f/2.3, 119˚ (ultrawide)
2MP B/W, f/2.4
2MP, f/2.4
Mobile Name: Realme C15

Sort:  
 2 years ago (edited)
DescriptionInformation
Verified User
#steemexlusive
Plagiarism Free
Bot Free
300+ Words
Club5050
Voting CSI
Quality7.3/10
Feedback / Observation
  • আপনি ঢাকায় গিয়েছেন আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। আপনি আপনার আপুর বাসায় অবস্থান করতেছেন। একই সাথে আপনি আপনার পরীক্ষার হলের কিছু ছবি আমাদের সাথে শেয়ার করেছেন। দোয়া রইল আপনি রিটার্ন পরীক্ষায় যেন টিকতে পারেন। ভালো থাকুন সুস্থ থাকুন।

  • We would like to appreciate your presence and activities towards the community. Our community also like to inspire you to participate in the engagement by visiting others post and make insightful comments .


Regards
@jakaria121(Moderator)
Incredible India

 2 years ago 

আমার পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পেরেছেন দেখে বেশ অবাক হলাম। আপনার জন্য শুভকামনা রইলো। নতুন বছর ভীষণ ভালো কাটুক। ভালো থাকবেন।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনিও ভালো থাকবেন আপু। আসলে আপু মোবাইল নিতে দেয় না। কিন্তু কোন উপায় ছিল না ।আমি মোবাইল কোথায় রাখবো এজন্য এক পুলিশ ভাইয়ের অনুমতি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করি। তাও অনেক কাহিনী করে কিন্তু আমি বলি যে আমি আগে যেকয়টা এক্সাম দিয়েছি সেখানেই মোবাইল নিয়ে হলে প্রবেশ করি এবং হলে প্রবেশ করে মোবাইল আমি সামনে জমা দেয়।পরে এই কৌশল টা কাজে লাগিয়ে পরীক্ষার হলে প্রবেশ করি।


This post has been upvoted through Steemcurator09.

Congratulations! (1).png


Curated by - @deepak94

 2 years ago 

Thank you so much dear for your support❤️❤️❤️

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 83399.35
ETH 1566.02
USDT 1.00
SBD 0.79