আমার আরেকটি নতুন অতিথি

in Incredible India2 years ago
আসসলামু আলাইকুম প্রিয় পাঠবৃন্দ আশা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি আমার আরেকটি নতুন অতিথি দেখাতে চলেছি, মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।

IMG_20230123_100859.jpg

আশা করি আপনারা সবাই জেনে ছিলেন যে আমার কয়দিন আগে একটি বিড়ালছানা মারা গিয়েছিল আমি আমার সম্পূর্ণ চেষ্টা করেছিলাম বিড়ালটাকে বাঁচানোর হয়তো ঈশ্বরের ইচ্ছায় সে আজ চলে গিয়েছে।

কুরআনে বর্ণিত আছে:

كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ

অর্থ=প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে’

সেই জন্যে হয়তো আমার বিড়ালছানা অকালে মারা গিয়েছে।


কয়দিন আগে অনলাইনে বিড়াল ডোনেট করছিল একটা ফেসবুক পেজ থেকে আমি বেশ আগ্রহবশত নেওয়ার ইচ্ছা পোষণ করি তাদের সাথে আমার অনেক কথা হওয়ার পর তারা আমাকে দিতে চেয়েছে।


কয়দিন অপেক্ষার করার ছিল বিড়াল তারা কবে দিবে, তারা আমাকে আগে থেকেই ক্যাট ফুড কিনে রাখতে বলেছিল ওদের কথামতো আমি আগে থেকেই একটা ক্যাট ফুট কিনে রেখেছিলাম। বেশ ৫ দিন অপেক্ষার পর আমার বাসায় একটা ভাইয়া এসেছিল সে এসে আমাকে বিড়াল দিয়ে যায় আমি অনেক খুশি ছিলাম। বিড়াল টাকে হতে পেয়ে ওকে ভালো মত করে খাওয়া দাওয়া করিয়ে খুব যত্ন সহকারে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম।

IMG20230104184128.jpg

কয়দিন আগে গিয়েছিলাম রেস্টুরেন্টে খাইতে কেনো জানি কাকতালীয় ভাবে রেস্টুরেন্টে ঢোকার পর থেকেই বিড়াল গুলা আমার পিছে পিছে আসতেছিল। খাওয়া-দাওয়ার এক পর্যায়ে অনেকগুলো বিড়াল আমাদের খাওয়ার টেবিলের নিচে ঘুরঘুর করছিল দেখে মনে হচ্ছিল বিড়ালগুলা সারাদিন কিছু খায়নি আমার একটু বেশ খারাপ লাগলো খাওয়াদাওয়া অর্ধেক খেয়ে বাকি টুকু ওদের কে খেতে দিয়েছিলাম।

IMG20230114181332.jpg

IMG20230114181325.jpg

আমরা ইচ্ছা ও শখ বলতে: আমার বিড়াল অনেক ভালো লাগে বলতে গেলে আমি পশু পাখি অনেক পছন্দ করে থাকি। আমার ইচ্ছা ও শখ বলতে গেলে একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু যুব্বার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসূলের দরবার শরীফে উপস্থিত হয়েছিলেন বিড়ালটি হঠাৎ করে সকলের সামনে বেরিয়ে পড়ল। এ অবস্থা দেখে রাসূল তাঁকে রসিকতা করে বলেন- 'হে বিড়ালের পিতা'! বলে সম্বোধন করলেন।


আমার ইচ্ছা ও শখ এটাই যে আমিও বিড়ালের পিতা হতে চাই এবং পশু পাখিকে বেশি বেশি ভালবাসতে পারি।


পরিশেষে বলতে চাই আমাদের সমাজে একটা শ্রেণীর মানুষ আছে যারা পশুপাখি ভালোবেসে থাকে আমিও তাদের ভেতর একজন সবাইকে ছোট্ট আকার মেসেজ হিসেবে দিতে চাই কেও কোনদিন কোন প্রাণীর সাথে খারাপ আচরণ করবেন না কারণ তারা কষ্ট পেলে মন থেকে বদদোয়া দেয় সেই বদদোয়া ঈশ্বর কবুল করলে হয়তো অনেক বড় শাস্তির মোকাবেলা করতে হবে আপনাকে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPofYUtFN5SFMjH9ZnWz3NLs5AetuH8HxR7W56EwE8AGmZW1ynnHW562xhdtUL...bPS2yECH2xwRLXjygLUKqACirZSMPTz28743EcpoAMSSmWYSMHvkxKuS1xsfqCdmcBcrSttQerrR5TWvCB5pKb28z8reHguEP7tS6cbY6zGjuyNWj3Qhi2S734.png

আজকের মত এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আসালামুআলাইকুম।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg5AGi6JHyAxwmCHXKLdxAsYWGpHaDW6c8HYGEuww6XbyXYUpwpQxUUkwJHAb...oJ8TzCheyufTZ2iFnjjq64nv92A1aEKGRzkJB82ydZLnPZZHS3WS7xNA1S7jMiGwUPRbUy7qDMhf7S18GvXuuXENwFEdPj61BFtmUUJM9Zov2AejeTDako485C.png

cc: @farhan456

Devicename
Android:realme 8
Android version:realme UI 3.0 Android 12
Camera:64MP
Location:Bangladesh-bogura
Short by :@farhan456

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.032
BTC 87694.71
ETH 2157.78
SBD 0.92