Incredible India monthly contest of March by @sampabiswas|All about motherhood!

in Incredible India2 days ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম,, আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই,, আজ আবারো নতুন একটি প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য চলে এসেছি আপনাদের মাঝে,, আজকের এই প্রতিযোগিতাটি চলছে আমাদের কো এডমিন @sampabiswas ম্যামের আইডি দ্বারা,,, যেখানে মাতৃত্ব নিয়ে অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন রেখেছে।

  • আমি আশা করি এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী সব গুলো বিষয়ের উত্তর দেয়ার চেষ্টা করবো,, এবং আমি এখানে আমার কিছু বন্ধুদের কে আমন্ত্রিত করতে চাই,, তারা এই সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আমার অনেক ভালো লাগবে,, @iqrarana786 @drhuma @sojib1996 @tammanna ,,, আমি আশা করি আমার বন্ধুরা এখানে অংশগ্রহণ করে নিজের মতামত শেয়ার করবে।

1000060687.jpgPexels:

বন্ধুরা তাহলে এবার আমরা জেনে নিতে পারি এই প্রতিযোগিতায় কি জানতে চেয়েছে।

1000059949.png

✅What is the definition of motherhood in your opinion? How necessary motherhood is for a girl after marriage? Share your views on this.

আমার মতে মাতৃত্ব কেবল একজন নারী সন্তান জন্ম দেয়ার ক্ষেত্রে নয়,, এটি একটি ত্যাগ ভালোবাসা যত্ন এবং অন্যদের প্রতি দায়িত্ব নেওয়া,, কারণ মাতৃত্ব পালন করতে হলে সবাইকে ভালবাসতে হবে,, সবাইকে অনেক বেশি যত্ন নিতে হবে এবং ত্যাগ স্বীকার করতে হবে,,সংসারের গার্জিয়ান থাকে বেশির ভাগ এক জন নারী,, যাকে আমরা সহজ ভাষায় মা বলে থাকি,,শুধু সন্তানের প্রতি তার অধিক ভাবে যত্ন ভালোবাসা থাকলে হবে না,, একটি পরিবারে সবার প্রতি ভালোবাসা ও যত্ন থাকতে হবে,, মাতৃত্ব মানে অন্য এক জনের প্রতি নিঃস্বার্থ ভাবে ভালোবাসা ও দায়িত্ব পালন করা।

আমার মনে হয় বিয়ের পরে এক জন মেয়ের জন্য মাতৃত্ব কতটা প্রয়োজনীয় এটা সম্পূর্ণ নিজের উপর ভিত্তি করে,, কারণ অনেক মেয়ে আছে তার নিজের ক্যারিয়ার গড়তে চাই,, আবার অনেক মেয়ে আছে বিয়ের পরে সন্তান নিয়ে তাদের সাথে সময় কাটাতে চাই,, তাই আমার মনে হয় বিয়ের পরে এক জন মেয়ের ক্ষেত্রে তার নিজের উপরে সে মাতৃত্ব কি ভাবে পালন করবে,, এবং আমার মনে হয় মাতৃত্ব একটি ব্যক্তিগত এবং গভীর অনুভূতির বিষয়,, যা সমাজের চাপের জন্য নয় বরং এক জন নারীর ইচ্ছা ও পরিস্থিতির ভিত্তিতে হওয়া উচিত।

1000059949.png

1000060689.jpg Pexels:

✅How important is the desire of a girl in the decision to become a mother? Sometimes due to social pressure many girls are forced to choose motherhood, share your views on this.

এ প্রশ্নে আমি বলতে চাই একটি মেয়ের মা হওয়ার সিদ্ধান্তটা তার নিজের উপরে থাকা উচিত,, সে আসলে প্রস্তুত আছে কি না এবং তার ইচ্ছা আছে কি না সেটা জানার অনেক প্রয়োজন আছে,, কারণ অনেক মেয়ে চাই তার জীবনটা সুন্দর ভাবে উপভোগ করবে,, এবং লেখাপড়া শেষ করে ভালো একটি চাকরি করবে,, তখন তার মা হওয়ার সিদ্ধান্ত বা প্রস্তুত থাকে না,,এবং সে তার সন্তান কে সঠিক ভাবে যত্ন এবং ভালোবাসতে পারবে কি না সেটাও তার ওপরে ডিপেন্ড করে,,, তাই বাচ্চা নেওয়ার সিদ্ধান্তটা একটি মেয়ের ইচ্ছার মধ্যে থাকা উচিত।

সন্তানের ভবিষ্যৎ তৈরি করার জন্য অনেক মা সঠিক সময়ের অপেক্ষা করে,, মেয়ে দের অধিকার এবং সমাজের উচিত এই সিদ্ধান্ত কে সমর্থন করা,, শুধু মা হওয়ার জন্য সন্তান জন্ম দিলে হবে না,, সন্তান কে সঠিক ভাবে গুরুত্ব দিতে পারবে কি না সেই মেয়ের উপর দায়িত্বটা আসা অনেক প্রয়োজন।

তবে দুঃখের সাথে বলতে হয় যে আমাদের সমাজে এখনো নারীদের ওপর মাতৃত্বের জন্য চাপ দেওয়া হয়,, এই চাপ গুলো দিয়ে থেকে পরিবার থেকে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব,, যার ফলে অনেক মেয়ে মাতৃত্ব বেছে নিয়ে থাকে,, এই মাতৃত্বের চাপ থেকে বেরিয়ে আসতে আমাদের নারীদের নিজেদের অধিকার সম্পর্কে আরো সচেতন হতে হবে।

এবং স্বামী পরিবার ও আত্মীয়-স্বজন যদি এক জন নারী কে সম্মান করতে পারে,, তাহলে সেই নারী স্বাধীন ভাবে তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে,,এবং সমাজের মানুষ কে বুঝতে হবে এক জন নারী শুধু মা হওয়ার জন্য পৃথিবীতে আসে নাই,, তার লক্ষ্য তার স্বপ্ন পূরণ করার জন্য সে চেষ্টা করতে পারেন।

তাই বলবো মা হওয়ার জন্য নারীর নিজস্ব সিদ্ধান্ত হওয়া উচিত,, এটি সমাজ বা আত্মীয় স্বজনের চাপের সিদ্ধান্ত নয় এবং নারীর সিদ্ধান্ত ছাড়া মাতৃত্ব চাপিয়ে দেওয়া এক ধরনের অপরাধ,, তাই সমাজকে আরো ভালো ভাবে বুঝতে হবে এবং নারী কে সম্মান করতে হবে।

1000059949.png

1000060690.jpg Pexels:

✅What do you think how a husband should take care of his wife during maternity?

একটি মেয়ে যখন মাতৃত্বকালীন সময়ে থাকে তখন তার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়,, এবং সেই সময়ে তার স্বামীর অনেক প্রয়োজন হয়,, এবং তার স্বামীর দায়িত্ব থাকে তার স্ত্রীকে সঠিক ভাবে যত্ন নেওয়ার।

সর্বপ্রথম তো মাতৃত্ব থাকা কালীন তার স্বামীর উচিত তাকে সঠিক ভাবে সেবা যত্ন করা,, যেমন বাসা বাড়ির মধ্যে ছোট ছোট কাজ গুলো করে দেওয়া,, এবং স্ত্রীকে চিকিৎসা ও পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে,, এবং তার ঘুম ও চলাফেরা করার জন্য নিয়ে যেতে হবে।

অনেক সময় মেয়েরা এই সময় তার সন্তানের ভবিষ্যতের চিন্তা করে তাই স্বামীকে এই সময় তার ভরসা দিতে হবে,,,এবং বিশেষ করে এই সময়ে স্ত্রীকে ভালোবাসার কথা বলা বা তার পছন্দের কিছু খাবার তৈরি করে দেওয়া এমন ধরনের কাজ করতে হবে।

হসপিটালে গিয়ে স্ত্রীকে সময় দিতে হবে এবং তার বাচ্চার জন্য প্রয়োজনীয় জিনিস গুলো গুছিয়ে রাখতে হবে,, সন্তান জন্মগ্রহণ করলে দুজন মিলে সব কিছু সামলাতে হবে এমন ধরনের ছোট ছোট কাজ।

1000059949.png

1000060691.jpg Pexels:

✅Share your thoughts on how a husband and wife should prepare not only physically but also mentally to take on the responsibilities of parenting.

আসলে শুধু শারীরিক ভাবে নয় এক জন স্বামী স্ত্রী মানসিক ভাবে অভিভাবকদের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ,, সন্তান লালন পালন করার জন্য খাবার পোশাক দেওয়ার বিষয় না এটি অনেক সময়ের ব্যবধান,, সুস্থ অভিভাবকের জন্য স্বামী-স্ত্রীর মধ্যেও সুন্দর সম্পর্ক থাকার প্রয়োজন আছে,,, একে অপরের প্রতি সম্মান ধৈর্য এবং বোঝাপড়ার ব্যাপার আছে,, একজন অভিভাবক হিসেবে ধৈর্য ধারণ করতে হবে দুশ্চিন্তা রাগ এগুলো নিয়ন্ত্রণ করতে হবে,,, এবং স্বামী স্ত্রী দুজনকেই অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে,, একজনের দায়িত্ব আরেক জনের উপরে চাপিয়ে দিলে হবে না,,, দুজন মিলে মিশে সেই অভিভাবকের দায়িত্বটি সঠিক ভাবে পালন করতে হবে।

এবং সন্তানের সামনে ভালো ভালো কথা এবং ভালো চিন্তা নিয়ে আসতে হবে,, কারণ তারা তাদের অভিভাবকের কাছ থেকেই বড় শিক্ষা গ্রহণ করে,,এবং তার যদি খেলাধুলা করার ইচ্ছা থাকে তাহলে অভিভাবক হিসেবে,, তাকে সহযোগিতা করে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে,, এবং তার পাশা পাশি সন্তান হওয়ার আগে স্বামী স্ত্রী ভালো অভিভাবক হওয়ার জন্য কিছু পরিকল্পনা করে রাখতে হবে।

1000059949.png

যাইহোক বন্ধুরা আমি আজকের মতো এখানেই শেষ করছি এবং এই বিষয়ে আমার খুব বেশি অভিজ্ঞতা নেই,, তবে আমার নিজের মনে যা আছে সে গুলো আপনাদের মাঝে শেয়ার করেছি,,জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কিছুটা উত্তর দেওয়ার জন্য,, এবং আমি আশা করি এগুলো আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

1000045708.png

1000046883.gif

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.032
BTC 88555.94
ETH 2188.16
USDT 1.00
SBD 0.80