যে যার কাছে সুখ পাই সে থাকুক না তার কাছে কি সমস্যা তাতে আমাদের।

in Incredible India7 days ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম,, আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই,, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন,, আজ আবারো আপনাদের মাঝে নতুন একটি লেখা নিয়ে উপস্থিত হয়েছি,, আশা করি আজকের লেখাটি আপনাদের কাছে ভালো লাগবে।

আসলে আমরা সবাই জানি ভালোবাসা একটি পবিত্র জিনিস,, এই ভালোবাসা কখন কি ভাবে কোন মানুষের প্রতি আসবে এটা আমরা কেউ জানি না,, এবং আমরা অনেক সময় একটি জিনিস দেখতে পাই,, যে জিনিসটি দেখে আমাদের কাছে অনেক খারাপ লাগে।

তবে আমার কাছে মনে হয় এই জিনিসটা আসলে খারাপ কিছু না,, সেই জিনিসটা কি জানেন বয়স,, আমরা বর্তমান সময়ে এসে দেখতে পাচ্ছি,, অনেক অল্প বয়সী ছেলেরা অনেক বেশি বয়সী মেয়েদের প্রতি আসক্ত হয়ে পড়েছে।

আমার কাছে এটা কোনো ভুল বা খারাপ কিছু মনে হয় না,, কারণ ছেলেটি তাকে ভালোবেসেছে তার যদি সমস্যা না থাকে আমাদের কি সমস্যা,, এবং তার পাশাপাশি ভালোবাসা কখনো বয়স দেখে হয় না,, আমরা অনেক সময় এটাও দেখতে পাই,, একটি অল্প বয়সী মেয়ে একটি বয়স্ক ছেলের সাথে আছে।

1000060813.jpg Pexels:

আসলে এই গুলো নিয়ে আমরা অনেক সময় অনেক ধরনের কথা বলে থাকি,, তবে এই কথাটি আমরা ভুলে যাই আমরাও মানুষ তারাও মানুষ,, তার কাছে হয়তো বা সেই মানুষটি অনেক মূল্যবান,, এবং তার মায়াতে সে আসক্ত হয়ে আছে,, তার কাছে এটা কোন সমস্যা না তাহলে আমাদের কেনো সমস্যা।

আসলে আজকে এমনই একটি ভিডিও দেখছিলাম ফেসবুকের মধ্যে,, যেখানে একটি ছেলে তার চেয়ে বেশি বয়সী মেয়ের সাথে সম্পর্ক করেছে,, এবং সে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে এসেছে,, এবং তার পরিবারও তাকে সমর্থন জানিয়েছে,, তবে সমাজের কিছু মানুষ সেখানে গিয়ে বাধা সৃষ্টি করছে।

আমার কাছে বিষয়টি চিন্তা ও ভাবার বিষয় হয়ে গেলো,, যেখানে ছেলের পরিবার এবং ছেলের কোন সমস্যা না,, তাহলে এই সমাজের মানুষ সেখানে গিয়ে এমন ধরনের কাজ করা ঠিক হচ্ছে না,, কারণ আমি একটি ছেলে আমিও কোন মেয়ের প্রতি আসক্ত হতে পারি।

এবং এটা আমার জীবন আমি একটি সুন্দর জীবন সঙ্গিনীর আশা করতে পারি,, এবং আমার কাছে এবং আমার চোখে যে মানুষটি ভালো লাগবে তাকে নিয়েই থাকবো,, তাহলে কেনো এই বাধা কেনো এই সমাজ এতো কথা বলে,, আমি মাঝে মাঝে ভেবে পাই না তার উত্তর।

1000060814.jpg Pexels:

ছেলেটি যদি মানিয়ে সেই মেয়েটির সাথে চলতে পারে তাহলে আমার মনে হয় না,, সেখানে তার বাবা-মা ও কিছু করতে পারে,, হয়তোবা মানুষের কাছে বিষয়টি একটু অদ্ভুত লাগতে পারে,, তবে যদি সুন্দর দৃষ্টিতে তাকানো হয় তাহলে বিষয়টি কোন অদ্ভুত নয়।

আমার কাছে মনে হয় ভালোবাসা কখনো বয়স বা সৌন্দর্য দেখে হয় না,, এবং এটা আমি সত্যি বিশ্বাস করি কারণ অনেক মানুষ দেখেছি,, মেয়েটা অনেক সুন্দরী ছেলেটি দেখতে অনেক খারাপ,, আবার এমনও আছে ছেলেটি দেখতে অনেক সুন্দর মেয়েটি দেখতে অনেক খারাপ।

তবে তাদের কাছে একে অপরের মনে হয় সে পৃথিবীর বিশ্ব সুন্দরী,, তাইতো তার কাছে সে আছে এবং থাকছে,, এটাকে তো ভালোবাসা বলা হয়,, ভালোবেসে যে কোন মানুষের সাথে থাকা যায়,, কারণ ভালোবাসা কখনো মানুষের সৌন্দর্য দেখে না মনের সৌন্দর্য দেখে হয়।

1000060815.jpg Pexels:

আমি যার প্রেমে পড়েছি বা ভালোবেসেছি তার মনের সৌন্দর্য দেখেই তো ভালোবেসেছি,, এই পৃথিবীতে অনেক মানুষ আছে খারাপ পথ থেকে ফিরে আসছে ভালোবাসার জন্য,, আবার অনেক মানুষ ভালোবাসার জন্য খারাপ পথ বেছে নিয়েছে।

আসলে ভালোবাসা সুন্দর যদি মানুষটি সঠিক হয় এবং তার বয়স কোন বিষয় না,, যে যেখানে সুখ খুঁজে পায় সে সেখানে গিয়েই থাকুক এটাই আমি চাই,, এবং কারো প্রেম ভালোবাসার মধ্যে বাধা সৃষ্টি করা এটা আমি পছন্দ করি না,, এক একটি মানুষ এক এক ধরনের চিন্তা করে হয়তো বা আমার সাথে আপনারা সহমত নাও দিতে পারেন,, তবে আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই শেয়ার করেছি।

1000060731.png

1000046882.gif

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

@baizid123

Sort:  
 7 days ago 

এই লেখাটি পড়তে অনেক ভালো লাগলো। আপনি খুবই সুন্দরভাবে ভালোবাসা এবং বয়সের মধ্যে সম্পর্কের বিষয়টি উপস্থাপন করেছেন। সমাজের প্রথাগত ধারণা ছাড়িয়ে গিয়ে, আমরা অনেক সময় ভুলে যাই যে, ভালোবাসা কোনো বয়স বা বাহ্যিক সৌন্দর্যের ওপর নির্ভর করে না। আপনি যে কথাগুলি বলেছেন, তা সত্যিই চিন্তা করার মতো—ভালোবাসার আসল মানে হল মনের সংযোগ, যেখানে কোনো বাধা থাকা উচিত নয়। ধন্যবাদ, এমন একটি বিষয় শেয়ার করার জন্য।

 4 days ago 

ভালোবাসা আসে মন থেকে এবং কখনো তার ওপরের সৌন্দর্য বা তার বয়সের উপর ডিপেন্ড করে না,, এবং যে যাকে ভালোবাসে সে তার কাছেই সুখ খুঁজে পায়,, কিন্তু আমাদের সমাজ বা পাশের মানুষ গুলো মেনে নিতে চায় না,, যে মানুষটি অন্য মানুষকে ভালোবাসে সে যদি সুখে থাকতে পারে,, তাহলে আমাদেরকে সমস্যা এটাই আমি ভেবে পাইনা,, ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে এবং অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

Loading...
 4 days ago 

বর্তমান সমাজের মানুষের একটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনি ভালো থাকুন এটা আমি কখনোই চাইবো না নিজের জায়গা থেকে বলছি না এটা হচ্ছে মানুষের মেইন সমস্যা একটা ছেলে মেয়ে যদি মানিয়ে নিয়ে ভালো থাকতে পারে তাহলে তাদেরকে ভালো থাকতে দেয়াটা আমাদের সবচাইতে বড় সমস্যা।

আমার কাছে মনে হয় একটা মানুষ যদি অন্য একটা মানুষকে নিয়ে সুখে থাকতে পারে তাহলে আমাদের সমস্যা কোথায়। ভালো থাকুক এটা আমরা কেন দেখতে পারি না কেন দেখতে পারি না তারা তাদের প্রিয় মানুষদেরকে নিয়ে একটু ভালো আছে।

কারোর মনে সৌন্দর্য দেখে যখন আমরা তাকে ভালোবাসি তখন তাকে নিয়ে আমার ভালো থাকার চেষ্টা করি আমরা জীবনে যতই খারাপ কাজ করি না কেন চেষ্টা করি সব কাজ ছেড়ে দিয়ে তাকে নিজের কাছে আগলে রেখে তার মত করে চলার। অনেকেই নিজের ভালোবাসার জন্য নষ্ট হয়ে যাচ্ছে নেশা করা শুরু করছে। আপনার সে আপনারই থাকবে তাকে যত আঘাত করেন না কেন সে আপনাকে কখনোই ছেড়ে যাবে না আর যে আপনার না সে আপনার কখনোই থাকবে না তাকে সামান্য কথা বললেও সে আপনাকে ছেড়ে চলে যাবে এই দুনিয়ার সার্থকতা এটাই আর এটাই বাস্তব।

 4 days ago 

একদমই তাই আমিও চিন্তা করি যে যেখানে সুখ পায় সে সেখানেই থেকে যাক,, আমি যদি একটি মেয়েকে ভালবাসি তার বয়স আমার ছাড়া বেশি হতেই পারে,, আমার যদি সমস্যা না থাকে তাহলে অন্য মানুষের কেন সমস্যা হবে,, আসলে একটি অল্প বয়সী মেয়ে যখন বেশি বয়সী ছেলের সাথে বিয়ে হয় তখন এত কথা হয় না,, তবে একটি অল্প বয়সী ছেলে যখন একটি বেশি বয়সী মেয়েকে বিয়ে করে বা সম্পর্কে জড়াই তখন অনেক ধরনের কথা হয়,, বর্তমান সময়ে অনেক জায়গায় আমরা এই ঘটনাটি দেখতে পাই,, ছেলে মেয়ের মত সমস্যা না হলেও আশেপাশে মানুষের সমস্যাটা অনেক বেশি থাকে।

এখানে সমস্যার কিছু আছে বলে আমার মনে হয় না কারণ ছেলেটি তাকে ভালোবাসে বলেই তো তার সাথে সে থাকতে পারছে,, ভালো লাগলে আপনার সুন্দর মন্তব্য পেয়ে ধন্যবাদ ভালো এবং সুস্থ থাকবেন।

 4 days ago 

বয়স কোন মেয়েটার পড়ে না আপনি যে মেয়েটাকে ভালবাসেন আপনার প্রতি তার মনের অনুভূতি তার প্রতি আপনার মনের অনুভূতি যদি সঠিক থাকে আমার মনে হয় তাকে নিয়ে ভালো থাকাটা উত্তম। বয়স শুধুমাত্র একটা সংখ্যা মাত্র মনের দিক থেকে যদি তার প্রতি এত আর ভালোবাসা থাকে তাহলে কেউ আপনাদের ভালো থাকাটা ঠিকই রাখতে পারবে না।

বর্তমান সময়ের মানুষ সবাইকে ভালো থাকতে দেয় না কেউ একজন একটু ভালো থাকার চেষ্টা করলে তাকে কিভাবে দ্বিতীয়বার হোঁচট খেয়ে মাটিতে নিয়ে আসা যায় তার ভালো থাকাটা কিভাবে নষ্ট করা যায় এটা নিয়ে মানুষ অনেক বেশি ব্যস্ত থাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 82833.96
ETH 1918.79
USDT 1.00
SBD 0.78