নারীদের নিরাপত্তা কোথায় আছে আজ আপনাদের সমাজে।

in Incredible India3 days ago

1000060957.jpg Pexels:

লেখাটি কি ভাবে শুরু করব কিছু বুঝে উঠতে পারছি না,, তবে আমরা যে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি এ কথা বললে ভুল হবে না,, আজ আমার দেশে এমনও কিছু ঘটনা ঘটে যাচ্ছে,, যে ঘটনা গুলো দেখলে চোখ দিয়ে পানি পড়ে আসে।

মাগুরার ছোট্ট ৮ বছরের বাচ্চার ঘটনাটি ইতি মধ্য সবাই জেনেছেন,, শুধু এই ঘটনাটি ঘটে যাচ্ছে না আমাদের দেশে,, এমনও হাজারো ঘটনা ঘটে যাচ্ছে আমাদের বাংলাদেশ,, যেখানে আমরা গর্ব করে বলবো আমরা বাংলাদেশী,, সেখানে লজ্জার সাথে বলতে হচ্ছে আমরা বাংলাদেশী।

আজ আমাদের মধ্যে মনুষ্যত্ব নেই বলে এমন নিচু কাজ করে যাচ্ছি আমরা,, আসলে এই ঘটনাটি আমি আজকে ফেসবুকের মাধ্যমে দেখেছি,, সত্যিই ঘটনাটি একটি লজ্জাজনক ঘটনা ঘটে গিয়েছে।

যেখানে নারীরা নিরাপদ নয়,, নিরাপদ নয় ছোট বাচ্চারা,, বাংলাদেশের অবস্থা দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে,, স্বাধীন দেশে বসবাস করে অস্বাধীন এর মতো কার্যকলাপ চলছ,, এটা সত্যি আমাদের জন্য বড় লজ্জাজনক বিষয়।

আজ এই ছোট্ট বাচ্চাটির পরিবারে কি হচ্ছে সেটা হয়তোবা আমরা সবাই অনুভব করতে পারছি,, কাল এই সমস্যাটি আমাদের পরিবারেও আসতে পারে,, আমাদের পরিবারে ও কন্যা সন্তান আছে,, তারাও কি স্বাধীনতা নিয়ে বাঁচতে পারবে এ দেশে।

1000060959.jpg Pexels:

এ কথা গুলো কার কাছে জানাবো এই কথা গুলো কাকে বললে ভালো হবে,, আজ নারীরা কার কাছে নিরাপদ আছে,, কোথায় তারা সম্মান পাচ্ছে,, কেনো নারীদের সাথে এমন ঘটনা ঘটে যাচ্ছে,, সব গুলোর প্রশ্নের উত্তর আমার জানা নেই,, তবে এ কথা বলতে পারি যারা এই কাজ গুলো করছে তাদের পারিবারিক শিক্ষা টাই নেই।

তারা ভদ্র সমাজে বসবাস করলেও তাদের পারিবারিক শিক্ষা টাই হয়তো বা ঠিক ভাবে দেওয়া হয় নাই,, কতটা জঘন্য মানুষ হলে এমন কাজ তারা করতে পারে,, বোনের শশুর বাবার সমান,, বোনের হাজবেন্ড বড় ভাইয়ের সমান,, তাদের কাছে আজ একটি শিশু ধর্ষণের শিকার,, ঘটনাটি সত্যি জঘন্যতম ঘটনা।

আজ নারীরা কি ভাবে বাহিরে গিয়ে ঘোরাফেরা করবে,, নারীদের একা চলার অধিকার নাই আমার দেশে,, এমন অনেক ঘটনা আছে যার সঠিক ভাবে বিচার হচ্ছে না,, কতো মানুষ রাস্তায় মৃত হিসাবে পাওয়া যাচ্ছে,, সত্যি এই ঘটনা গুলো যখন চোখের সামনে আসে,, তখন চোখে পানি ধরে রাখতে পারি না।

কোন সমাজে বসবাস করছি আজ আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি,, দেশের আইন কোথায় গেলো আইন কি কখনো ভালো হবে না,, আজ আমার দেশের আইন যদি সঠিক ভাবে কাজ করতো,, তাহলে কি এমন নিচু ধরনের কাজ করার সাহস কারো থাকতো।

আমার তো মনে হয় না যদি আইন সঠিক ভাবে তার দায়িত্ব গুলো পালন করে,, কোনো অপরাধ করার সাহস কারোর হবে,,এখান থেকে ২-১ দিন আগে এমনই একটি ঘটনা দেখছিলাম,, যেখানে ৮ মাসের গর্ভবতী মহিলার ধর্ষণ হয়েছে,, কেনো আমার দেশে এমন ঘটনা বারবার হচ্ছে।

আমরা কি একটি সঠিক পরিবেশ খুঁজে পাবো না,, আমি চাই আমার দেশের আইন এতটাই কড়া হোক,, যে যেখানে নারীরা সম্মানের সাথে বাঁচবে,, রাত তিনটার সময় বাহিরে গেলেও নিরাপদে ঘরে ফিরবে।

1000060958.jpgPexels:

আজ নারীরা একা বাহিরে গেলে ঘরে ফিরবে কি না এই ভরসা টাও আর খুঁজে পাচ্ছি না,, ঘেন্না হয় এই সমাজের প্রতি,, আমাদের মাঝে এমন জঘন্যতম মানুষ বসবাস করে তাদের প্রতি,, নিজের গালে নিজেকে জুতা মারতে মনে চায় যখন ভাবি আমরাও তাদের সাথে চলাফেরা করি।

একটি মানুষের পারিবারিক শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ এটা হয়তোবা এখন আমরা উপলব্ধি করতে পারি,, যদি পরিবার থেকে তাদের সঠিক শিক্ষা দেয়া হতো,, তাহলে তারা আজ জঘন্যতম কাজ করতে পারত না,, তারা কোনপরিবেশে বড় হয়েছে জানা নেই আমা,,র তবে এখন মনে হচ্ছে তারা জঘন্যতম পরিবেশে বড় হয়েছে।

তাদের বাবা-মা তাদের কে সঠিক শিক্ষা দিতে পারি নাই,, তাই তো এমন ধরনের কাজ তারা করে যাচ্ছে,, এমন আরো অনেক ভিডিও দেখেছি,, যেখানে খুন ধর্ষণ ঘটে যাচ্ছে বিচার পাচ্ছে না সঠিক ভাবে,, কেনো পাচ্ছে না এই উত্তরটাই আমার জানা নেই।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 82833.96
ETH 1918.79
USDT 1.00
SBD 0.78