কিছু কিছু ডাক্তারের ভুল চিকিৎসার জন্য,, অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে।

in Incredible India4 days ago

আসলে আজকের পোস্টটা কি দিয়ে শুরু করব বুঝে উঠতে পারছি না,, আমরা সবাই একটা জিনিস বিশ্বাস করি ডাক্তার সৃষ্টিকর্তার সমান,, ডাক্তারের কাছে আশা ভরসা নিয়ে যায় আমরা,, যদি সেই ডাক্তার আমাদের ভরসা না রাখতে পারে তখন কার কাছে যাবো।

1000060926.jpg Pexels:

কিছু কিছু ডাক্তারের জন্য আজ অনেক নিরীহ মানুষ পথের ফকির,, অনেক নিরীহ মানুষ ভুল চিকিৎসার জন্য নিজের জীবন হারিয়ে ফেলছে,, আসলে কালকে রাতে ঘুমানোর কিছু সময় আগে,, আমার গ্রামের একটি ছেলে আমার কাছে মেসেঞ্জারে ফোন দিয়েছিল।

তার সাথে কথা বলে চোখ দিয়ে পানি চলে আসে আমার,, আসলে ছোটবেলা থেকে শুনে এসেছি সেঅনেক অসুস্থ থাকে সব সময়,, তাকে ডাক্তার দেখানোর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়।

1000060901.jpgছেলেটির সাথে যখন কথা বলছিলাম তখন স্ক্রিন শট মেরে রেখেছিলাম।

তবে তার অসুস্থতার কথা আমি অনেক আগে থেকে শুনেছিলাম,, কিন্তু সে আমাদের কলারোয়ার একটি ডাক্তারকে দেখাতো সব সময়,, ছেলেটির সমস্যা ছিলো মেরুদন্ডের তার জন্য ডাক্তারের কাছে সে সব সময় যেতো।

কিন্তু ডাক্তারের ভুল চিকিৎসার জন্য তার নাড়ীতে ইনফেকশন হয়েছে,, যার জন্য সে ঢাকাতে ৭ থেকে ৮ বার গিয়েছে,, এবং ইন্ডিয়াতে পাঁচ থেকে ছয় বার গিয়েছে,, বর্তমানে তার বাবার কোনো সয়-সম্পত্তি নাই তাকে চিকিৎসা করার জন্য।

এই ছেলেটি পরিবারের ছোট ছেলে তার বড় ভাই গাড়ি চালিয়ে নিজের লেখাপড়া চালিয়েছে,, এক কথা বলতে গেলে এখন তারা পথের ফকির হয়ে গিয়েছে,, গ্রামে বসবাস ছিলো আমাদের সবার সেখান থেকে এই ছেলেটির সাথে ভালো একটি সম্পর্ক ছিলো।

সে কালকে মেসেঞ্জারে আমার ছবি দেখে আমার কাছে ফোন দিয়েছিল,, কিছু সময় কথা বলার পরে দেখতে পেলাম সে চিকিৎসা না নেওয়ার জন্য অনেক সমস্যায় ভুগছে,, তার কাছে যখন জিজ্ঞাসা করলাম সে চিকিৎসা নিচ্ছে কি না,, তখন আমি জানতে পারি সে টাকার অভাবে চিকিৎসা নিতে পারছে না।

বিষয়টি জানতে পেরে সত্যিই আমার কাছে খারাপ লেগেছিল অনেক,, এবং আমাদের যে গ্রুপ আছে তার কথা আমি সেখানে বলেছিলাম,, সে বলছে সেখানে জানানো হয়েছে তবে তারা এখনো কিছু উত্তর দেয়নি।

আসলে এই গ্রুপে এখন রোজার মাস তাই সবাই একটু সময় কম দিতে পারছে,, তবে তার কথা গ্রুপে উল্লেখ করা হয়েছে,, এবং আমি সেই ছেলেটিকে বলেছিলাম আচ্ছা সমস্যা নেই গ্রুপে আমরা আবারো কথা বলব।

এবং নিজের ব্যক্তিগত ভাবে তাকে কিছু টাকা যদি পারি তো সহযোগিতা করব,, আমরা এখানে তিন ভাই আছি এবং আরো দুইটি ভাই আছে তাদের কে বিষয়টি বলেছিলাম,, তারা সবাই অল্প কিছু করে টাকা আমার কাছে দিয়েছিল এবং আমরা দুই ভাই সেখানে কিছু টাকা যোগ করে তার কাছে পাঠিয়ে দিয়েছিলাম।

এক কথা বলতে গেলে আমরা দুই ভাই প্রায় চার হাজার টাকা সেখানে দিয়েছি,, এবং আমাদের সাথে যারা কাজ করে তাদের কাছ থেকে আরও তিন হাজার টাকা নিয়ে সেখানে দেওয়া পড়েছে,, মোট বাংলা টাকা দেওয়া পড়েছে 7000 টাকা।

1000060928.jpgPexels:

আমাদের সাধ্যমত আমরা সেখানে কিছু টাকা দেওয়ার চেষ্টা করেছি,, এবং গুরুপে আলাদা ভাবে দুই ভাইকে ৫০০০ টাকা দিতে হবে,, যেহেতু গুরুপে ৫০০০ দিতে হবে দুই ভাই কে তাই এখানে অল্প কিছু তাকে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।

আসলে টাকা দিয়ে সহযোগিতা করেছি তার জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করছি না,, এই কথাটি শেয়ার করার কারণটি হলো ,, অনেক ডাক্তার আছে যাদের জন্য আজ নিরীহ মানুষ গুলো অসুস্থ এবং নিজেদের সয় সম্পত্তি গুলো নষ্ট হয়ে যাচ্ছে।

তার পাশা পাশি একটি মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে আজ ভুল চিকিৎসা জন্য,, আমাদের আশে পাশে অনেক ডাক্তার আছে,, যারা এমন ভুল চিকিৎসা করে মানুষের জীবন নষ্ট করে ফেলছে,, আমার তো মনে হয় এদের কে কঠিন ভাবে বিচার করা উচিত।

1000060927.jpgPexels:

তাদের সামান্য এই ভুলের জন্য আজ একটি পরিবার নষ্ট,, একটি মানুষের জীবন নষ্ট আজ তারা মানুষের কাছে হাত পাতছে সহযোগিতার জন্য,, আমার জানা মতে এই ছেলেটির বাবার অনেক সম্পত্তি ছিলো ,, যেগুলো আজ একটি ছেলের জন্য নষ্ট হয়ে গিয়েছে শুধু ডাক্তারের এই ভুল চিকিৎসার জন্য।

আমি আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় না,, আমি শুধু আপনাদের কাছে এই ছেলেটির জন্য দোয়া চাই,, আমি চাই আমরা সবাই তার জন্য দোয়া করি তিনি যেনো খুবই দ্রুত সুস্থ হয়ে যায়,, আসলে অনেক দিন পরে নিজের গ্রামে কারো সাথে কথা বললাম তাও খারাপ সংবাদ শুনে।

তার কথা শুনে সত্যি আমার অনেক খারাপ লেগেছিল এবং তাকে সহযোগিতা করতে পেরে কিছুটা হলেও ভালো লাগছে,, এবং আপনাদের আশে পাশে যদি মানুষের সহযোগিতার প্রয়োজন হয়,, অবশ্যই আপনার সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যতটুকু আপনাদের সামর্থ্য থাকে ততটুকু।

সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং এই ছেলেটির জন্য আপনারা সবাই দোয়া রাখবেন,, তার সুন্দর ভবিষ্যৎ আছে সামনে সে এখনো বিয়ে করে নাই,, অল্প বয়স এই অল্প বয়সে তার জীবন আজ নষ্ট হয়ে যাওয়ার পথে,, বিষয়টি সত্যি একটি দুঃখ জনক ঘটনা।

1000045708.png

1000046882.gif

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 3 days ago 

এটি একটি হৃদয়স্পর্শী ঘটনা, যা আমাদের সমাজের একটি কঠিন বাস্তবতা তুলে ধরেছে। ভুল চিকিৎসার কারণে একজন নিরীহ মানুষের জীবন সংকটে পড়া সত্যিই দুঃখজনক। একজন রোগী যখন ডাক্তারের কাছে যায়, তখন সে সুস্থতার আশা নিয়ে যায়, কিন্তু যদি ভুল চিকিৎসার কারণে তার অবস্থা আরও খারাপ হয়, তাহলে এটি শুধুমাত্র ব্যক্তির জন্য নয়, পুরো পরিবারের জন্য এক অমানবিক দুর্ভোগ বয়ে আনে।

আপনারা যে সহমর্মিতা দেখিয়েছেন এবং সাধ্যমতো সহযোগিতা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। সমাজে মানবতার এই ধরনের উদাহরণ আরও বেশি ছড়িয়ে পড়ুক, এটাই কাম্য। পাশাপাশি, এই ধরনের ভুল চিকিৎসার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, যেন ভবিষ্যতে কেউ এমন দুর্ভোগের শিকার না হয়।

আল্লাহ যেন সেই ভাইটিকে দ্রুত সুস্থ করে দেন এবং তার পরিবারকে এই কঠিন সময় পার করার শক্তি দেন। আমরা সবাই তার জন্য দোয়া করছি।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.030
BTC 83478.61
ETH 1925.89
USDT 1.00
SBD 0.80