3D ইলিউশনস আর্ট।
নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি 3d ইলিউশনস পেন্সিল স্কেচ নিয়ে হাজির হয়েছি৷ চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই আমি কিভাবে স্কেচটা সম্পূর্ণ করলাম.......
![]() |
---|
প্রথমে উপরের ছবিটার দিকে ভালো করে খেয়াল করুণ। দেখে কি মনে হচ্ছে? ছবিটার উপরের দিকে খেয়াল করুণ কয়টা পিলার দেখতে পাচ্ছেন? এবার নিচের দিকে খেয়াল করুণ সেখানে কয়টা পিলার দেখতে পাচ্ছেন? আজকে আমি প্রথমেই কিছু প্রশ্ন রেখে গেলাম আপনাদের মাঝে!
আগামীকাল আমি আপনাদের মাঝে এক ভিন্ন ধরনের এক 3d আর্ট শেয়ার করেছিলাম। আজকে আমি 3d আর্টের একটা অংশ 3d ইলিউশনস আর্ট এঁকেছি। আসলে আর্টের যে কত রকমের ধরণ আছে আমরা কেউই ঠিক মতো বলতে পারবো না। আমি অনেক দিন যাবত বিভিন্ন প্লাটফর্মে দেখতাম অনেকে এই 3d ইলিউশনস দিচ্ছে এবং আমাদের মাঝে তারা বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেই।
তাই ভাবলাম যদি আমিও চেষ্টা করি তাহলে হয়তো আমি আঁকতে পারবো। তাই কোনো কিছু চিন্তা না করে সন্ধ্যার পর বসে গেলাম আঁকাতে। আজকে আঁকাতে একটু দেরি হয়ে গিয়েছিল কারণ আজকে বিকালে কাকার সাথে বাজারে গিয়েছিলাম। আমার ফোনের উপরের গ্লাসটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। তাই গ্লাসটা লাগায় নিয়ে আসলাম।
![]() |
---|
প্রথমে যখন আজকে আঁকাতে বসলাম তখন কিভাবে আঁকবো কোন পাশ দিয়ে আঁকা শুরু করবো ভেবে পাচ্ছিলাম না। পরে কিছু না ভাবেই সিদ্ধান্ত নিলাম আগে তো শুরু করি বাকিটা শেষে দেখা যাবে। আঁকাতে গিয়ে অনেকবার মুছে তাই আঁকাতে হয়েছে।
অনেক কথা হলো এখন চলুন আজকে আমার 3d ইলিউশনস স্কেচটা কিভাবে আঁকলাম তার প্রতিটা ধাপ সহ আপনাদের মাঝে তুলে ধরি........
উপকরণ
![]() |
---|
একটি ড্রইং খাতা, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার,কাটা কম্পাস, স্কেল। একটি 2b পেন্সিল, একটি 6b পেন্সিল। কারণ একটি দিয়ে ড্রইং এর বেজ তৈরি করেছি এবং আরেকটি দিয়ে স্কেচ করি।
১ম ধাপ
![]() |
---|
প্রথমে খাতার চারপাশে আজকে একটু বেশি জায়গা রেখে স্কেল ব্যবহার করে দাগ কেনে নিলাম। করণ এই দাগের ভিতরেই আজকের স্কেচটা সম্পূর্ণ করবো।
২য় ধাপ
![]() |
---|
স্কেলের সাহায্যে খাতার আড়াআড়ি ভাবে দুই পাশে হালকা করে দুইটি দাগ টেনে নিলাম।
৩য় ধাপ
![]() |
---|
তারপর ছোট করে আড়াআড়ি ভাবে তিনটা দাগ টেনে নিলাম। এবং স্কেল ব্যবহার করে সোজা দাগ টেনে নিলাম। দাগ টানার ক্ষেত্রে প্রথম দুইটা দাগ একই রকম ও পরের দাগটা আগের দাগ থেকে একটু বেশি লম্বা। তারপর একটা ছোট লাগ এবং একটা বড় দাগ এই ভাবে আঁকায় গেলাম।
৪র্থ ধাপ
![]() |
---|
তারপর নিচের দাগ গুলো মিশিয়ে নিলাম এবং পিলারের নিচের অংশের মাথা আঁকায় নিলাম। আমার 3d ইলিউশনস আঁকানো শেষ কিন্তু স্কেচ করা বাকি।
৫ম ধাপ
![]() |
---|
এবার স্কেচের পালা। প্রথমে নিচের অংশ টুকু দিয়ে স্কেচ শুরু করলাম। তারপর আস্তে আস্তে সবটুকু ভালো করে স্কেচ করে নিলাম।
৬ষ্ঠ ধাপ
![]() |
---|
স্কেচ করার পর স্কেচটা মিশানোর পালা তাই হালকা একটু তুলা ব্যবহার করে স্কেচটা মিশিয়ে নিলাম এবং ড্রইংটা একটু রিয়েলিস্টিক করার জন্য আশেপাশের সকল কিছু নিখুত করে মুছে নিলাম এবং আবারো পেন্সিল দিয়ে হালকা স্কেচ করে নিলাম। যার ফলে ছবিটা রিয়েলিস্টিক মনে হচ্ছে।
ফাইনাল লুক
![]() |
---|
অবশেষে আমার 3d ইলিউশনস আঁকানো শেষ হলো। এটাই আমার ফাইনাল লুক।
যানিনা আজকে কতদূর কি 3d ইলিউশনস স্কেচ করতে পরেছি। তবে আজকে প্রথম বার আঁকতে পেরে খুব ভালো লাগছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আমাকে সাপোর্ট করলে ভবিষ্যতে আরো নিত্য নতুন স্কেচ নিয়ে হাজির হবো। আপনারা শুধু আমার পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন। ভালো থাকবেন সবাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.