ভালোবাসার স্কেচ ২.০

in Incredible India11 hours ago

নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি পেন্সিল স্কেচ নিয়ে হাজির হয়েছি৷ চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই আমি কিভাবে স্কেচটা সম্পূর্ণ করলাম.......

1000008574.jpg

কিছুদিন যাবত নিজের শরীরটা খুব বেশি একটা ভালো যাচ্ছে না। যার কারণে আমি আপনাদের মাঝে নতুন নতুন ড্রইং উপহার দিতে পারছি না। আজকে কছুটা ভালো লাগছে তাই ভাবলাম আঁকতে বসে যাই। তাই সকালে ঘুম থেকে উঠে কিছুটা ঘোরাঘুরি করে দুপুরে আঁকতে শুরু করলাম। কিছুটা আঁকানোর পর দুপুরে স্নান করে খেয়ে নিলাম। তারপর হালকা একটা ঘুম দিয়ে নিলাম।

তারপর ঘুম থেকে উঠে আবারও আঁকতে শুরু করলাম। আজকে আবার আমাদের পাশের গ্রামে মহা নাম যজ্ঞ ছিল। আমার যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। তবে সন্ধ্যা বেলায় আমি যখন আঁকতেছিলাম তখন দাদা ফোন দিলো যে,যজ্ঞতে যেতে হবে। আমার আঁকা প্রায় শেষের পথে ছিল কিছু স্কেচ করা বাকি ছিল। সেই ভাবে রেখে দিয়ে চলে গেলাম। তারপর বাড়িতে এসে আমার আঁকানোটা শেষ করলাম।

অনেক কথা হলো এখন চলুন আজকে আমার স্কেচটা কিভাবে আঁকলাম তার প্রতিটা ধাপ সহ আপনাদের মাঝে তুলে ধরি........

উপকরণ

1000008575.jpg

একটি ড্রইং খাতা, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার,কাটা কম্পাস, স্কেল। একটি 2b পেন্সিল, একটি 6b পেন্সিল। কারণ একটি দিয়ে ড্রইং এর বেজ তৈরি করেছি এবং আরেকটি দিয়ে স্কেচ করি।

১ম ধাপ

1000008516.jpg

প্রথমে খাতার চারপাশে আজকে একটু বেশি জায়গা রেখে স্কেল ব্যবহার করে দাগ কেনে নিলাম। তারপর বর্ডার দিয়ে দিলাম দাগের পাশ দিয়ে।

২য় ধাপ

1000008562.png

খাতার মাঝখানে একটু উপরে আকাশ আঁকানোর জন্য স্কেল দিয়ে দাগ টেনে নিলাম। তারপর পেন্সিল দিয়ে পাহাড় এঁকে নিলাম। এবং কাটা কম্পাস ব্যবহার করে পাহাড়ের উপর দিয়ে সূর্য আঁকায় নিলাম।

৩য় ধাপ

1000008563.png

তারপর খাতার নিচের দিতে মাটির কিছু অংশ আঁকানোর জন্য দাগ দিয়ে নিলাম।

৪র্থ ধাপ

1000008566.png

ঘর আঁকানোর জন্য প্রথমে স্কেল ব্যবহার করে ঘরের সামনের অংশ টুকু আঁকিয়ে নিলাম। তারপর খালি হাতে ঘরের চাল ও দরজা-জানলা আঁকিয়ে নিলাম।

৫ম ধাপ

1000008567.png

তারপর আগের আঁকানো পাহাড়টা ভালো করে স্কেচ করে নিলাম।

৬ষ্ঠ ধাপ

1000008568.png

তারপর নদীটা স্কেচ করে নিলাম এবং নদীর ঢেউ দেওয়ার জন্য পেন্সিলের সাহায্য গাড় করে কিছু দাগ টেনে নিলাম।

৭ম ধাপ

1000008569.png

পরবর্তীতে একটা গাছ আঁকিয়ে নিলাম। এবং গাছেটা ভলো করে পেন্সিল দিয়ে স্কেচ করে নিলাম।

৮ম ধাপ

1000008570.png

তারপর নিচের মাটির অংশ টুকু স্কেচ করে নিলাম।

৯ম ধাপ

1000008571.png

এবার ঘর স্কেচ এর পালা। তাই প্রথমে ঘরের চাল এবং পরবর্তীতে ঘরের সামনের অংশ টুকু স্কেচ করে নিলাম।

১০ম ধাপ

1000008572.png

তারপর গাছের একটা ডাল থেকে দুইটা ঝাড় বাতি আঁকানোর জন্য স্কেল ব্যবহার করে দুইটি ঝাড় বাতি আঁকায় নিলাম এবং স্কেচ করে নিলাম।

১১তম ধাপ

1000008573.png

নিচের মাটির অংশ টুকু কেমন ফাঁকা ফাঁকা লাগছিল তাই কিছুটা ঘাস আঁকায় নিলাম।

ফাইনাল লুক

1000008558.jpg

দীর্ঘ কয়েক ঘন্টা আঁকানোর পর আমার পেন্সিল স্কেচ দেখতে এরকম লাগছে।

আশা আপনাদের সবার আমার আঁকানোটা ভালো লেগেছে। আজকের মতো আমার আঁকাআকির সল্প প্রচেষ্টা এই পর্যন্ত। আপনাদের উৎসাহ ও সাপোর্ট পেলে ভবিষ্যতে আরো নতুন নতুন ছবি আপনাদের মাঝে তুলে ধরবো।

'সমাপ্ত'

"ধন্যবাদ সবাইকে"

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 35 minutes ago 

বৃষ্টিপাতের কাছে প্রার্থনা করছি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং নিয়মিত নতুন নতুন পোস্ট উপহার দিন। ড্রয়িং করতে আমারও খুব ভালো লাগে কিন্তু ব্যস্ততার জন্য ততটা করা হয় না।

আজকের ড্রইংটি অনেক সুন্দর হয়েছে ।আপনি সুন্দর প্রতিটি উপকরণ এবং প্রতিটি ধাপ ছবির মাধ্যমে আমাদের সাথে তুলে ধরেছেন যা দেখে সকলেই খুব সহজেই ড্রইং আঁকতে পারবে।

 30 minutes ago 

এই পোস্টটি খুবই সুন্দর এবং তথ্যবহুল। আপনি যে ধাপে ধাপে আপনার স্কেচ আঁকার প্রক্রিয়া ব্যাখ্যা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এই স্কেচিংয়ের প্রতিটি ধাপ স্পষ্টভাবে দেখানো এবং তার পরিপূরক ছবি দেওয়া, একে আরও বেশি ইন্টারঅ্যাকটিভ করেছে, আমার কাছে মনে হয়। খুব ভালো লাগলো আপনার পোস্টটি পরে দাদা। আমারও কেন জানি মনে আগ্রহ যাচ্ছে আমিও কিছু ড্রইং করি। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96428.85
ETH 2753.27
SBD 0.65