ভালো কাজ করার জন্য উদ্যোগের প্রয়োজন আছে।

in Incredible Indiayesterday

ভালো কিছু করার জন্য ভালো মনের মানুষ লাগে এবং তার সাথে লাগে কিছু উদ্যোক্তা তবে না ভালো কিছু করা সম্ভব পারিবারিক সামাজিক এবং বিভিন্ন কল্যাণমূলক কাজের জন্য অবশ্যই কিছু ভালো উদ্যোক্তার প্রয়োজন আছে তা না হলে এগুলো করা কখনো সম্ভব হয় না।

1000349965.jpg
এই ছবিটা আমার বন্ধুরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিল সেখান থেকে আমি সংগ্রহ করেছি।

সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও অনেক ভালো এবং সুস্থ আছি।

আজ আবার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

আলোচনার বিষয় ভালো উদ্যোগ।

ভালো কিছু করার জন্য আপনাকে থাকতে হবে সুন্দর একটা মন নিঃস্বার্থভাবে মন থেকে কোন কিছু করাটাই আমি মনে করি ভালো কাজ দেহ জাতির কল্যাণের জন্য এবং সামাজিক কাজে সহযোগিতা করা এই সবগুলো গুণ যার ভেতরে আছে অবশেষে ভালো কিছু করতে পারবে।

1000349959.jpgPexels:

বর্তমান সমাজে অনেক যুবক উদ্যোক্তা এগিয়ে এসেছে দেশ ও জাতির কল্যাণের জন্য সেটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে অনেক ভালো দেখা যায় বিভিন্ন ভালো কাজে তারা সহযোগিতা করে মানুষের পাশে এসে দাঁড়ায় অসহায় ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়ায়।

শুধু অর্থ থাকলেই কোন কিছু করা সম্ভব নয় অনেক ধনী ব্যক্তি আছে কিন্তু তাদের সহযোগিতা করার মতো মন নাই তারা যদি ইচ্ছা করে দুই একশো পরিবারকে দেখার মতো সামতো তাদের ভিতর আছে কিন্তু কয়জন ব্যক্তি এমন উদ্যোগ নিয়েছে যে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো এজন্য শুধু অর্থ থাকলে হবে না ভালো মন থাকার প্রয়োজন আছে এবং সাহায্য করার বা এই ধরনের সহযোগিতার হাত বাড়ানো মানুষগুলোই আলাদা।

1000349958.jpgPexels:

আমার মনে হয় আমরা যদি কোন ব্যক্তির পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দাঁড়াই তখন ওই ব্যক্তির মনে হয় যে স্বয়ং সৃষ্টিকর্তা তার জন্য পেরে দিত দুধ পাঠিয়েছে সহযোগিতা করার জন্য তার মনটা ওই সময় যে আনন্দ উল্লাসে ভরে ওঠে এটা আমরা যে কেউ বুঝতে পারব না শুধু কি তাই যে ব্যক্তি সহযোগিতা করছে তারাও কিন্তু মনের ভেতরে একটা আনন্দ তৈরি হয়।

1000349962.jpg

আমরা আমাদের গ্রামে একটি গ্রুপ তৈরি করেছি ফেসবুক মেসেঞ্জার গ্রুপ থেকে সেখানে আমরা ৪৫ জন মতন সদস্য আছে আমরা কম বেশি সবাই বাহিরে থাকে তবে আমাদের এই গ্রুপের কিছু মানুষ বাংলাদেশের অবস্থান করে তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে গ্রামের কোন অসহায় ব্যক্তি অবশ্যই পড়েছে আমরা যতটুকু পারি আমাদের আর্থিক সহযোগিতা করার মতো সামর্থ্য আমরা ততটুকু নেই তার পাশে হাজির হয়।

1000349966.jpg

বিভিন্ন মসজিদ মাদ্রাসা এমনকি হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে এটা থেকে আমরা সবাই আনন্দিত শুধু কি তাই আমার স্কুলের আরো একটি গ্রুপ আছে সেখানেও আমরা বর্তমানে ৪০ জনের মতো সদস্য আছে আমাদের ২০১২ সালের এসএসসি ব্যাচের একটি গ্রুপ তার মাধ্যমেও আমরা নতুন একটা উদ্যোগ নিয়েছি।

গত ঈদের দুই দিন পরে আমাদের স্কুলে হীরক জয়ন্তী অনুষ্ঠান হয়েছে তবে আমাদের মন মত হয় নাই যার ফলে আমরা আর্থিক ডোনেশন দিতে অনিচ্ছুক ছিলাম তা না হলে মোটামুটি আমরা ২ লক্ষ টাকার মতো একত্রিত করেছিলাম এবং আমরা এটাও নিশ্চিত করেছিলাম যে এটা আমরা স্কুল ফান্ডে দেব তবে সেখানে আমাদের মনের ভেতর কিছুটা সংকল্প মনে হয়েছিল যে আসলে এই টাকাটা যে উদ্দেশ্য আমরা দিতে চাচ্ছি আসলে সে উদ্দেশ্য সফল হবে কিনা কারণ সবার করে এখন বর্তমানে বিশ্বাস করা খুবই কষ্টকর তো আমরা সবাই বাইরে থাকি।

পরবর্তীতে আমরা সবাই কনফারেন্স কলার মাধ্যমে একত্রিত হয়ে কম-বেশি সবার মতামত পোষণ করে এবং সেখানে আমরা একটাই দাবি উল্লেখ করেছি যে নির্দিষ্ট একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেই একাউন্টে প্রতি মাসে যার যেমন সামর্থ্য আছে আমরা ততটুকু অর্থ সঞ্চয় করব এবং ২০০২৯ সালে আমরা একটি অনুষ্ঠান করব এবং এর ভিতর যদি কোন ছাত্র-ছাত্রী অর্থের অভাবে শিক্ষা থেকে দূরে সরে যায় তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব উদ্যোগটা কেমন হয়।

বাংলাদেশ এখনো এমন হঠাৎ দরিদ্র পরিবার আছে তারা আর্থিক সহযোগিতার জন্য সন্তানের সুশিক্ষা দিতে পারে না অনেক স্কুলে এমন ছাত্র-ছাত্রী কমবেশি দেখাই যায় এজন্য আমরা আমাদের বাংলাদেশের কিছু বন্ধু বর্গের মধ্যে আমরা কথাগুলো আলোচনা করেছি এবং স্কুল কর্তৃক আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকের সাথে আমরা আলোচনা করেছি যদি কোন শিক্ষার্থী এই ধরনের সমস্যায় পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমরা এই প্রস্তাব রেখেছি আমরা সার্বিক সহযোগিতার জন্য চেষ্টা করব আর্থিকভাবে।

এজন্য বললাম যে ভালো কিছু করার জন্য অবশ্যই ভালো মনের মানুষের প্রয়োজন আছে সাথে সাথে আমরা যে বন্ধু-বান্ধবগুলো আছে তাদের সবারই ভালো কিছু করার উদ্যোগ মনের ভেতরে সৃষ্টিকর্তা দিয়ে রেখেছে তা না হলে এগুলো করা কখনো সম্ভব না তবে সবথেকে বড় যে জিনিস সেটা কাজ করে বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা সবাইকে বিশ্বাস করি একে অপরের উপর অনেক আস্থাশীল যার ফলে এতগুলো পথ আমরা অতিক্রম করতে পেরেছি এবং সামনের দিকে অগ্রসর করতে পারি যেন। সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন।

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমার পোষ্টে পরিদর্শন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.25
JST 0.031
BTC 84683.45
ETH 1629.29
USDT 1.00
SBD 0.78