অতিরিক্ত কোন কিছু ভালো না

in Incredible India2 days ago

অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত ঘৃণা কোন কিছু ভালো না হয় সেটা ভালোবাসার মানুষের প্রতি হোক আর বা ঘৃণার মানুষের ক্ষতি হোক অতিরিক্ত কোন কিছুই ভালো দেখায় না।

1000340801.jpg Pexels:

সবার প্রতি রইল আমার আন্তরিক ভালবাসা ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সর্বদা আমি এই কামনাই করি।

1000331205.png
বন্ধুরা বেশি কথা না বলে আমরা মূল আলোচনায় চলে যায় আমার আজকের মূল আলোচনার বিষয় অতিরিক্ত কোন কিছু ভালো না।

1000340802.jpg
Pexels:

আপনি আপনার ভালোবাসার মানুষের প্রতি নিজের অজান্তে অবিচার করে বসেন সেটা কি কখনো অনুভব করতে পেরেছেন ভালোবাসেন সেও আপনাকে ভালবাসে সবই ঠিক আছে যখন আপনি তারপর অতিরিক্ত কিছু করে বসবেন বা তার ইচ্ছার বিরুদ্ধে তার ছোট বিষয় বড় বিষয় সব বিষয়ে যখন আপনি সজাগ হতে যাবেন তখনই সেটা খারাপ দেখায়।

1000331206.png

শুধু যে ভালবাসার মানুষের ক্ষেত্রে তা নয় যেকোনো মানুষের ক্ষেত্রে অতিরিক্ত কোন কিছু বহিরপ্রকাশ করা আমার মনে হয় একপ্রকার তার ওপর জুলুম করার মত আমরা অনেক সময় আমাদের ব্যক্তিগত জীবনে যদি কোন ভালোবাসার বা শুভাকাঙ্ক্ষী লোক থাকে তার কাছ থেকে আমরা অনেক কিছু বেশি আশা করে বসে আপনার ভালোবাসার মানুষ তার জায়গা থাকে সে 100% আপনার জন্য চেষ্টা করে আপনাকে ভালো রাখার সুখে রাখার কিন্তু আপনার জন্য মনে হয় এটা এখনো পর্যন্ত অপূর্ন থেকে গেছে তখনই হয় অতিরিক্ত বা তার ওপর একটা অন্যরকম চাপ সৃষ্টি করা।

1000340803.jpg
Pexels:

সব থেকে বড় কথা তার সামর্থ্যর থেকে বেশি কিছু দাবি করা এটাই হয়ে যায় তারপর জুলুম বা চাপ সৃষ্টি বা অতিরিক্ত যেটাই বলেন না কেন আবার আপনিও যদি আপনার ভালোবাসার মানুষের প্রতি অতিরিক্ত কিছু করতে জানে সেটাও খারাপ দেখায় এজন্য সীমাবদ্ধ থাকা উচিত পরিবার পরিজন আত্মীয়-স্বজন বা ভালোবাসার মানুষ এমনকি আপনার শত্রু সবার প্রতি একটা সীমাবদ্ধ থাকা প্রয়োজন আছে।

1000339771.jpg

আপনি কাউকে ঘৃণা করেন ঠিক আছে আপনার সাথে শত্রুতা আছে সীমাবদ্ধের ভিতর রেখে দেন কিন্তু যখনই আপনি বেশি কিছু করতে যাবেন তখনই জিনিসটা খারাপ দেখায় সৌন্দর্য নষ্ট হয়ে যায় মানুষের চোখেও আপনি খারাপ হয়ে যাবেন এজন্য এই জিনিসগুলো থেকে আমাদের এড়িয়ে চলা উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি।

1000331205.png

আপনার সাথে সুসম্পর্ক নাই সমস্যা নাই আপনার মনের ভিতর সেটা আপনি গেঁথে রেখে দেন আপনি ঘৃণা করেন সীমাবদ্ধের ভিতর ঘৃণা করেন কখনো কারোর সামনে বহিঃপ্রকাশ করবেন না তাহলে আপনার নিজের সম্মান আপনি ধরে রাখতে পারবেন যখনই আপনি সভ্য সমাজের সামনে প্রকাশ করতে যাবেন তখন এই জিনিসটা সুন্দর নষ্ট হয়ে যায় আর এই সমাজের মানুষ আপনাকে খারাপ ভাববে।

1000331205.png
আমার সর্বদা চাহিদা থেকে বেশি কিছু আশা করি আমরা আমাদের পরিবারের কাছ থেকে যতটুকু পাই আমরা এটাই খুশি থাকি না তার থেকে আরও বেশি কিছু আশা নিয়ে আমরা বসে থাকি মানুষ আশা থাকা ভালো তাই বলে এমনটা না যে তার সামর্থ্যর বাহিরে বা তার সাধ্যের বাহিরে আমাদের আশা করা যাবে না।

1000331206.png
এই পৃথিবীতে আমার মানুষ আছে যাদের আত্মীয়-স্বজন পরিবার পরিজন কেউ নেই তারা কিভাবে চলে তাদের তো আশা পূরণ করার মতন মানুষ নাই আবার অনেক মানুষ আছে যাদের ভালোবাসার মানুষ নাই শুভাকাঙ্খে নাই তারা কিভাবে জীবন পরিচালনা করছে আপনি তাদের দিকে একটু খেয়াল করেন দেখবেন আপনার এই অতিরিক্ত চাওয়া পাওয়ার ইচ্ছা গুলো মনে হয় কিছুটা হল কমে আসবে।

1000331205.png
ইচ্ছাশক্তি আপনার সৃষ্টিকর্তা যতটুকু অর্থ দিয়েছে আপনি পরিশ্রম করেছেন সে হিসেবে সৃষ্টিকর্তা আপনার অর্থ প্রদান করেছে তবে আপনার ইচ্ছার কোন শেষ নেই তখনই জিনিসটা অনেক খারাপ দেখা যায় যতটুকু দিয়েছে সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন দেখবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে সম্মিলিতভাবে চলতে পারবেন এখানে কোন দ্বিজাতন্ত্র থাকবে না পরিবারকে সময় দিতে পারবেন কিন্তু যখনই আপনার ইচ্ছা শক্তি আরো বেশি বৃদ্ধি পাবে তখনই সমস্যা সৃষ্টি হয় বা হয়ে থাকে।

1000331206.png
এজন্য যেকোনো জিনিসের সীমাবদ্ধ থাকা উচিত বা রাখার দরকার আছে আমরা যার কাছ থেকে যতটুকু পাচ্ছি সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন।

1000284522.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 81922.36
ETH 1628.51
USDT 1.00
SBD 0.69