কিছু বিছিন্ন ঘটনা ও আমার মনোভাব

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা অনেক সময়, অনেক মানুষের নানান রকম খারাপ ব্যাপার দেখে কিংবা নানা রকম খারাপ স্বভাব দেখে, তাদেরকে পশু হিসেবে আখ্যায়িত করি। অর্থাৎ এটা কিন্তু একেবারে কমন একটা গালাগালি যে, আমরা মানুষকে অনেক সময় জানোয়ার হিসেবে বলি। কারণ তার চরিত্র অনেকটা হিংস্র থাকে। সে কারণে কিন্তু আমি দিন দিন যতো দিন যাচ্ছে,এই ব্যাপারটির সাথে ততোই আর একমত হতে পারছি না। আর একমত হতে না পারার অনেক কারণ রয়েছে।

আসলে একমত না হতে পারার কিছু উদাহরণ যদি আমি দেই।তাহলে আপনারা ব্যাপারটায় আরো ক্লিয়ার হবেন। যেমন আমি বেশ কয়েকদিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে একটি ঘটনা দেখলাম যে। একজন মহিলা তার বাচ্চাকে ঘরে বন্দী করে রেখে দশ দিনের জন্য ঘুরতে চলে গিয়েছিলো এবং বাচ্চাটা ছিলো মাত্র ১০ মাসের। তাহলে দেখুন যে, আমরা মানুষ হিসেবে কেমন!

আর কিছু ঘটনা হলো, ফেইসবুক স্ট্রল করতে করতেই বেশ কিছু ভিডিও আমার সামনে এসেছে। অর্থাৎ সেসব শর্ট ভিডিওতে দেখলাম যে, একটা বিড়াল তার মালিকের বাচ্চাটিকে কোনোভাবেই ছাদের রেলিং এ হাত দিতে দিচ্ছে না। আবার কোনো গরম কিছুতে হাত দিতে দিচ্ছে না। এরপরে হাঁটার সময় বিড়ালটি পাশে হাঁটছে, যেনো বাচ্চাটি পরলে বিড়ালের গায়ের উপর পরে। যেনো মাটিতে পরে ব্যথা না পায়। এরপরে আবার বাচ্চাটি কান্না করলেই সাথে সাথে বেড়ালটি দৌড়ে এসে বাচ্চাটিকে খেলা দেওয়ার চেষ্টা করে।

আবার আরেকটি ঘটনা দেখলাম যে, একজন বাবা তার কয়েকজন সন্তানকে একসাথে মেরে মাটিতে পুঁতে ফেলে, এরপরে কোথাও পলাতক। আসলে এই বিচ্ছিন্ন ঘটনাগুলো দেখে মাঝেমধ্যে নিজের মনোভাবকে সঠিক রাখা কখনোই সম্ভব হয় না। নিজের মনোভাব গুলোও কেমন যেনো বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ এই যে যেই পশুদেরকে আমরা শুধুমাত্র পশু বলে দূরে ঠেলে দেই। তারাই কিন্তু মানুষের চরিত্রের মতোন আচরণ করে। আর কিছু মানুষ যাদেরকে আমরা সবচেয়ে নিরাপদ বলে মনে করি। তারাই কেমন পশুর মতোন আচরণ করে!

এই যে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলোকে যদি আমরা একসাথে জুড়তে যাই। তাহলে মনে হয় যে দিন দিন যেনো দুনিয়াটা একেবারে উল্টো হয়ে যাচ্ছে। কারণ এই পৃথিবীতে বর্তমানে মানুষ, পশুর মতোন আচরণ করছে আর পশু মানুষের মতোন!
Sort:  
 7 months ago 

সুন্দর কিছু উদাহরণ তুলে ধরেছেন। আজকের দুনিয়ায় আমাদের অনেকেই মনুষ্যত্ব হারিয়ে পশুর পর্যায়ে চলে যাচ্ছে। এধরণের মানুষের সংখ্যা নেয়াহেত কম না। বিষয়টা খুবই মারাত্মক!

ধন্যবাদ সুন্দর একটা পোষ্টের জন্যে।

ভাল থাকুন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.029
BTC 81211.65
ETH 1552.22
USDT 1.00
SBD 0.74