শিক্ষকদের স্থান সবার উপরে
শিক্ষকরা হলেন আমাদের শিক্ষাগুরু। শিক্ষা ছাড়া মনুষ্যত্বের বিকাশ ঘটে না। আর মনুষ্যত্বের বিকাশ না ঘটলে পরিপূর্ণরূপে মানুষ হওয়া যায় না। আমাদের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে পরিপূর্ণরূপে মানুষ হতে সহায়তা করেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ। সুতরাং আমাদের পরিপূর্ণরূপে মানুষ করতে সহায়তা করেন এই শিক্ষকগণ।
নিদৃষ্ট যানবাহন ছাড়া যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় চলা যায় না,তেমনি ভাবে অমানুষ থেকে মানুষত্বের বিকাশ ঘটিয়ে মানুষ হতে সহায়তা করেন আমাদের শিক্ষক গণ। একজন ছাত্রের জীবনের শিক্ষকের ব্যাপক প্রভাব রয়েছে। আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য এমন হবে যে, তিনি সকল ছাত্রের প্রতি সমানভাবে যত্নশীল হবেন। একজন আদর্শ শিক্ষক খারাপ ছাত্র দেরও ভাল ছাত্রে পরিণত করতে
ব্যাপক ভূমিকা রাখেন। আর ভালো ছাত্রদেরও পড়াশোনার প্রতি উৎসাহ সৃষ্টি করেন। সবার জীবনেই এরকম একজন আদর্শ শিক্ষক অবশ্যই থাকেন। আদর্শ শিক্ষক শুধু শিক্ষকতা পেশার ওপর গুরুত্ব আরোপ না করে, সততা, ন্যায় পরায়ণতা, চরিত্র সকল দিক দিয়েই একজন ছাত্রকে আদর্শবান করে গড়ে তোলেন। অনেকেই শিক্ষকদের স্থান দেন বাবা-মার পরে। কিন্তু সম্মানের দিক দিয়ে শিক্ষকদের স্থান হওয়া উচিত সবার উপরে। কারণ বাবা-মা আমাদের জন্ম দিয়ে ভালোভাবে লালন পালন করে একটা নির্দিষ্ট বয়সে আমাদের দায়িত্ব শিক্ষকদের ওপর অর্পন করেন। ওই সময় থেকে শিক্ষকগণ আমাদের পড়াশোনা, নৈতিকতা ইত্যাদি প্রদান করে মানসিক বিকাশ ঘটিয়ে মনুষ্যত্বের উন্নয়ন সাধন করেন।
একজন শিক্ষকের স্থান কত উচ্চতায় হওয়া উচিত তার প্রমান বিভিন্ন লেখকের লেখনীতে টের পাওয়া যায়। সব লেখকগণ শিক্ষকদের সুমহান মর্যাদা দান করে তুলে রেখেছেন সর্বোচ্চ সম্মানিত স্থানে। আমাদের ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমরা যত শিক্ষকদের সংস্পর্শে আমরা এসেছি,আমাদের সবার উচিত সকল শিক্ষকদের সর্বোচ্চ সম্মান প্রদান করে।
অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শিক্ষককে নিয়ে।পিতা-মাতার পরেই শিক্ষকদের স্থান। শুভেচ্ছা রইল আপনার জন্য।
শিক্ষকদের সম্মান আকাশ ছোঁয়া। কেননা এরা আমাদেরকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করে
অনেক সুন্দর লিখেছেন ভাই।আপনার পোস্টটি পড়ে আমার খুব ভালো লাগলো।কিছু কিছু কথা আমার খুবই ভালো লাগছে।
কথা গুলো খুব ভালো লেগেছে ভাই।চিরন্তন সত্য কথা এগুলো।
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
আপনি অসম্ভব সুন্দর লিখেছেন ভাই। "শিক্ষক দিবসে" সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইলাম।
বিশেষ করে এই লাইন গুলো জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিক।জীবনকে সফলতার দাড়প্রান্তে নিয়ে যাবে।