মানব মস্তিষ্ক

brain-4961452_1920.jpg

Source

আমরা মানুষেরা মহাকাশ জয় করেছি, চাঁদের বুকে পা রেখেছি এবং আমরা এখন মঙ্গলের বুকে পা রাখার জন্য অধীর আগ্রহে রয়েছি। যে কোনো দিনই হয়তো আমরা মঙ্গল গ্রহে পা রাখতে চলেছি। এছাড়াও আমাদের এই পৃথিবী নামক গ্রহে আমরা নিজেদেরকে অনেক এডভান্স করে ফেলেছি অন্যান্য জীবের তুলনায়। এমনিই তো আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব। কিন্তু তারপরও আমরা নিজেদের মানব মস্তিষ্ক বা ব্রেন সম্পর্কে অনেক কম ধারণা রাখি।

আমাদের এই ব্রেন কিভাবে গঠিত আমাদের এই ব্রেইনে ট্রিলিয়ন সিগন্যাল এক সেকেন্ডেই প্রবাহিত হয় এবং আমাদের চিন্তা করার যে শক্তি রয়েছে এই সম্পূর্ণটাই আমাদের ব্রেইন থেকে কন্ট্রোল হয়। এছাড়াও আপনার অজান্তেই ব্রেই আপনার শরীরের সবকিছুই দেখাশোনা করে। অথচ আপনি এই বিষয়গুলো বুঝতে পারেন না। বিশেষ করে আপনি যখন চলাচল করেন কিংবা কোথাও হাঁটাহাঁটি করেন তখন আপনার শরীরের ভিতরের অর্গানগুলো কিন্তু মুভ করে কিন্তু ব্রেন আমাদেরকে সেটা বুঝতে দেয় না।

আমাদের এই মানব মস্তিষ্ক যে কতটা উন্নত যদি আমরা পৃথিবীর বিখ্যাত কিছু মানুষদের দেখি তাহলেই আমরা একটু আইডিয়া করতে পারি। যেমন আলবার্ট আইনস্টাইন, টেসলা, নিউটন। এরা তাদের ব্রেনের কার্যক্ষমতা এত দূর পর্যন্ত নিয়ে গিয়েছিল যেটা এখন পর্যন্ত আমরা কল্পনাও করতে পারি না এবং তাদের ব্রেনের সক্ষমতা সম্পর্কে এখনো আমরা সঠিক ধারণা রাখি না। তাহলে একবার কল্পনা করে থাকুন যদি আমাদের এই ব্রেইন এত কিছু করতে পারেন তাহলে আমরা সকলেই যেন পারিনা? কারণ এই বিষয়টি সম্পূর্ণ নিজের মাইন্ড সেটের উপরে। আপনি যদি আপনার চিন্তাশক্তি এবং জ্ঞানকে আস্তে আস্তে বৃদ্ধি করতে পারেন হয়তো আপনিও পরবর্তী নিকোলা টেসলা কিংবা আলবার্ট আইনস্টাইন হতে পারবেন। আপনার মস্তিষ্কের সম্পর্কে আপনি কি কি বিষয় জানেন সেটা অবশ্যই মন্তব্যে লিখতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96648.24
ETH 2769.90
SBD 0.64