মানব চরিত্রে হিংস্রতা

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গত বেশ কিছুদিন যাবত পত্রিকার পাতায় প্রায়ই নৃশংস হত্যাকাণ্ডের খবর দেখতে পাচ্ছি। তবে এই হত্যাকাণ্ডের প্যাটার্নে কিছুটা পরিবর্তন এসেছে। মানব সভ্যতার শুরু থেকেই মানুষের বিবাদ লেগে আছে। সেই বিবাদ এখনো মানুষের ভেতর বিরাজমান। তবে বর্তমান সময়ে খেয়াল করে দেখলাম মানুষের ভেতরে হিংস্রতা পৈশাচিক পর্যায়ে পৌঁছে গিয়েছে। কারণ এখন শুধু মানুষ মানুষকে হত্যা করেই ক্ষ্যান্ত হচ্ছে না। ঠান্ডা মাথায় হত্যা করার পর লাশগুলোকে কেটেকুটে একেবারে বীভৎস একটা পরিবেশ তৈরি করছে।

What kinds of change steemit can bring in our society_20240605_225837_0000.png

ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।

এখন আমাদের চিন্তা করা উচিত হঠাৎ করে মানুষ এত বেশি হিংস্র হয়ে উঠলো কেনো? কেনো মানুষ অতি সামান্য কারণেই আরেকজনকে হত্যা করে ফেলছে। কেনো মানুষ হত্যা করেই ক্ষ্যান্ত হচ্ছে না। লাশগুলোর উপর বীভৎসভাবে নির্যাতন চালাচ্ছে। আসলে মানুষ দিন দিন অমানবিক হয়ে যাচ্ছে। মানুষে মানুষের ভেতরে বৈষম্য আর দূরত্ব মানুষকে আরো অমানবিক বানিয়ে ফেলছে। তাছাড়া মানুষের ভেতর ধীরে ধীরে তৈরি হওয়া পুঞ্জিভূত ক্ষোভ এবং রাগের কারণেও এই ধরনের নৃশংস কর্মকাণ্ড ঘটাচ্ছে।


এখন প্রশ্ন হচ্ছে আমাদের করণীয় কি আসলে? আমাদের তেমন কিছুই করনীয় নেই। তারপরও যদি আপনি কিছু করতে চান তাহলে আমাদেরকে বদলে যাওয়া এই সমাজ ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে। মানবিক একটা সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে। মানুষে মানুষের ভেতর যোগাযোগ বাড়াতে হবে। মানুষের ভেতরে যাতে মানবিক গুণাবলী ফুটে উঠে সেই ব্যবস্থা করতে হবে। ক্ষমতার অপব্যবহার এবং জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ্যপুস্তক এর পাশাপাশি মানুষের ভেতরের মানবিক গুণাবলী কিভাবে বিকশিত হয় সেই চর্চাটাও চালাতে হবে। আর এভাবেই হয়তো আমরা মানুষের ভেতরের হিংস্রতা কিছুটা হলেও কমাতে পারবো।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Sort:  
 6 months ago 

আসলেই এখনকার কিছু কিছু মানুষ পশুর চেয়েও হিংস্র হয়ে গিয়েছে। মানুষ মানুষকে খুন করে কিভাবে টুকরো টুকরো করে ফেলে,এটা আমার বোধগম্য হয় না। আমাদের পরিবর্তন আসলেই খুব জরুরী। নয়তোবা এই পৃথিবীটা একসময় বসবাসের অযোগ্য হয়ে যাবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.031
BTC 83733.06
ETH 2098.97
USDT 1.00
SBD 0.63