BOC-photography ||| বাচ্চাদের পাঞ্জাবির ফটোগ্রাফি ||| original recipe by @saymaakter.
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি এই শীতের দিনে সুস্থ আছেন এবং সুন্দরভাবে সময় অতিক্রম করছেন।আমিও আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামিনের করুণাই পরিবারসহ ভালো আছি।
আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ব্লগ নিয়ে উপস্থিত চেষ্টা করি। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের মাঝে আমার উদ্যোক্তার কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।জানিনা আমার এই ফটোগ্রাফি বা এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লাগবে? তবে আপনাদের সুচিন্তিত মতামত এবং সুন্দর মন্তব্য পেলে কাজের আগ্রহ পাব এবং কাজের গতি বেড়ে যাবে।
আমরা সাধারণত হ্যান্ড এমব্রয়ডারি কে নিয়েই বেশি কাজ করে থাকি। তাই আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে হাতের কাজের কিছু না কিছু ছোঁয়া রাখতে চেষ্টা করি।আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকি। তাই প্রত্যেকটি প্রোডাক্টে আমাদের চিন্তা করি কাস্টমার কি চায় সেটিকে বিবেচনা করে আমাদের প্রোডাক্টগুলো তৈরি করা হয়ে থাকে।অনেকের কাছে এই প্রোডাক্টগুলো অনেক ভালো লেগেছে এ ধরনের ফিডব্যাক পেয়েছি ইতিপূর্বে অনেক।
আমাদের প্রোডাক্টের বিশেষত্ব হলো এই প্রোডাক্টগুলো সচরাচর সবখানে চোখে পড়বে না। কারণ আমরা প্রোডাক্ট তৈরি করি একটি ডিজাইনের হয়তোবা ৫০ থেকে ১০০ পিস এর ওপরে তৈরি করি না। কারণ যদি প্রোডাক্টটি আনকমন না হয় তাহলে কাস্টমারেরা কিনে স্যাটিস্ফাইড হবে না।আর আমরা যেহেতু কাস্টমারের জন্যই প্রোডাক্ট তৈরি করি।তাই কাস্টমারের চাহিদাকেই সবার আগে প্রাধান্য দিয়ে প্রোডাক্ট তৈরি করা দরকার বলে আমরা মনে করি এবং মনেপ্রাণে বিশ্বাস করি।
আমাদের প্রোডাক্টগুলোর কালার কম্বিনেশন এবং ফেব্রিক্স কোয়ালিটি ও ফেব্রিকের কালার সবকিছুই সচরাচর মার্কেট থেকে ব্যতিক্রম হয়ে থাকে।সেটির প্রমাণ হয়তো বা আমাদের এই পাঞ্জাবির ফটোগ্রাফি গুলো দেখেই বুঝতে পারছেন।
আজকের মত এখানেই শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মধ্যে হাজির হব।আর সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবার কাছে দোয়ার দরখাস্ত রইলো। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই উদ্যোগকে বড় একটি পরিসরে সবার সামনে উপস্থাপন করতে পারি।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।