বাংলাদেশ বনাম ইন্ডিয়া টেস্ট সিরিজ নিয়ে আমার বিশ্লেষণ ( দ্বিতীয় পর্ব)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


দ্বিতীয় টেস্টের প্রথম দিন মোটামুটি খেলা হওয়ার পরে পরের তিনদিন বলতে গেলে একেবারেই বৃষ্টিতে ভেসে যায়। চতুর্থ দিনের শেষের সেশনটাতে ভারত ব্যাটিং করতে নামে। তার আগে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ২৩৪ রানে অল আউট হয়ে যায়। সবাই ধরে নিয়েছিল তিনটা দিন বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার কারণে এই টেস্টটা নিশ্চিত ড্র হতে চলেছে। কিন্তু ভারত অধিনায়কের মনে ছিলো অন্য পরিকল্পনা। তারা যে বর্তমান ক্রিকেটের অন্যতম পরাশক্তি সেটা প্রমাণ করার জন্যই বোধ হয় তারা চরম আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে শুরু থেকেই। মাত্র ৩৪ ওভারে ভারত ২৮৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার দেয়।

1000001399.jpg

স্ক্রিনশট নেয়া হয়েছে Ramiz Speaks চ্যানেল থেকে

তখনও বাংলাদেশি দর্শকেরা আশা করছিল হয়তো এই ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হবে। কারণ ভারত মাত্র ৫২ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে দিয়েছিলো। তবে পিচ যে খুব একটা ব্যাটিং উপযোগী ছিল না সেটা বাংলাদেশ ব্যাটিকে নামলেই মনে হতে লাগলো। শুরু থেকেই বাংলাদেশ একের পর এক উইকেট হারাতে থাকে। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলাম এবং মুশফিকুর রহিম ছাড়া আর কেউই তেমন কোন রান করতে পারেনি। দলের ছয় জন তো দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই ড্রেসিংরুমে ফিরে যায়।

এদিন বাংলাদেশের ব্যাটসম্যানরা চরম হতাশা উপহার দেয়। তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তারা যেন ব্যাটিং করতে ভুলে গিয়েছে। টেস্ট ম্যাচে কিভাবে ব্যাটিং করতে হয় সে সম্বন্ধে তাদের মনে হয় ন্যূনতম কোনো ধারণা নেই। চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে বাংলাদেশ 146 রানে অলআউট হয়ে যায়। তখন ভারতের সামনে জয়ের লক্ষ দাড়ায় মাত্র 97 রানের। যেই রান তুলতে ভারত মোটেও দেরি করেনি। মাত্র ১৭ ওভারে তিন উইকেট হারিয়ে ভারত জয়ের বন্দরে পৌঁছে যায়। আর এরই মাধ্যমে দুই টেস্ট ম্যাচের সিরিজে ভারত দুই শূন্যতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.038
BTC 97158.43
ETH 3589.50
USDT 1.00
SBD 3.86